Webuzo হচ্ছে একটি ওয়েব হোস্ট কন্ট্রোল প্যানেল software; যা দিয়ে হোস্টিংয়ের সবকিছু গ্রাফিকালি ম্যানেজ করা যায়। যেমন: হোস্ট সার্ভারে ওয়েবসাইটের ডাটাগুলো Host করা, নতুন DOMAIN যুক্ত করা, Database তৈরি করা, FTP ও SSL ম্যানেজ করা, WordPress সহ অন্যান্য Application ইন্সটল এবং কন্ট্রোল করা, ওয়েবসাইট সুরক্ষায় security software ব্যবহার করা ইত্যাদি।
এ সকল কাজগুলো আমরা খুব সহজেই কন্ট্রোল প্যানেল সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। কন্ট্রোল প্যানেল সফটওয়্যার তৈরি করা হয়েছে; যেন একজন সাধারণ ব্যবহারকারী সহজেই গ্রাফিক্যাল ইন্টারফেসে ওয়েব সাইট, হোস্টিং এবং ওয়েব অ্যাপকে নিয়ন্ত্রণ করতে পারেন।
Webuzo প্রাইসিং:
ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল হিসেবে cPanel বর্তমানে বেশ জনপ্রিয়। তবে প্রতিটি কন্ট্রোল প্যানেল টাকা দিয়ে লাইসেন্স করে ব্যবহার করতে হয়। বর্তমানে cPanel এর প্রাইজ বাড়ানো হয়েছে। সে তুলনায় Webuzo এর প্রাইজ অনেকটা কম। Webuzo কম মূল্যে গ্রাহকগণ ব্যবহার করতে পারেন। তাছাড়া Webuzo তে cPanel এর যাবতীয় ফিচারগুলো রয়েছে।
কন্ট্রোল প্যানেল ব্যবহার করতে হলে তা টাকা দিয়ে PURCHASE করে ব্যবহার করতে হয়। আপনি যদি শেয়ারেড হোস্টিং ব্যবহার করে থাকেন। তাহলে হোস্টিং প্রোভাইডার আপনার কাছে কন্ট্রোল প্যানেল টাকা দিয়ে ক্রয় করে বিক্রি করে থাকেন।
Webuzo এর ড্যাশবোর্ড:
Webuzo এর ড্যাশবোর্ডে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে ইউজারনেম, পাসওয়ার্ড দিয়ে Webuzo ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে।
ড্যাশবোর্ডের উপরে Current Username, Primary Domain, IP Address, Home Directory, Login IP, Total Domains and Databases, Total Bandwidth Consumed অপশনগুলো রয়েছে।
এর পর নিচে দুটি কলাম রয়েছে। বাম পাশের কলামে –
Bandwidth statistics, server status যেমন: disk usage, inode usage, bandwidth usage, ftp account usage, email account usage, database usage, database disk usage, addon domain, parked domain, alias, domain domain, alias অপশনগুলো দেখাবে।
এর নিচে সার্ভার ইনফরমেশন এবং বাৎসরিক ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ দেখাবে। আর ডান পাশের কলামে হোস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টের যাবতীয় অপশনগুলো অর্থাৎ, Domain, Database, SSL, FTP, Applications, Email, Configuration, Security, Server Utilities রয়েছে।
DOMAIN এ রয়েছে Manage Domains, Add Domains, Add Addon Domains, Subdomains, Aliases, Redirects, DNS Zone Settings, Network Tools টুলসগুলো।
DATABASE এ রয়েছে Database Wizard, Manage Databases, Add Database, Add Database User, Add User to Database, Current Database, Current Database User, PHPMYADMIN, Remote MYSQL access, Manage postgreSQL , Manage MongoDB, Manage MongoDB Users টুলসগুলো।
SSL এ রয়েছে Private Case, Cert Signing Request, Certificates, Install Certificate, Automatic SSL টুলসগুলো।
FTP তে রয়েছে Manage FTP, Aaa FTP Account, FTP Connections টুলসগুলো।
APPLICATIONS এ রয়েছে WordPress Manager, Softcalls, List Applications, Add Applications টুলসগুলো।
EMAIL এ রয়েছে Email Account, Email Forwarder, Email Router, Autoresponders, Default Address, Track Email Delivery, Email Filter, Email Queue, Email Deliverability, Address Importer, Email Relayer, Email Address, Email Address, Email Address Boxtrapper, Email Split Delivery, Mailing List , using email disk টুলসগুলো।
CONFIGURATION এ রয়েছে API Keys, MULTIPHP MANAGER, PHP INI EDITOR, PHP PEAR PACKAGE টুলসগুলো।
SECURITY তে রয়েছে Change Password, IP Block, Directory Privacy, Hotlink Protect, ModSecurity, Immunify360 টুলসগুলো।
SERVER UTILITIES তে রয়েছে IMPORT FROM WEBUZO, BACKUP, FILE MANAGER, LOGIN LOGS, CRON JOB, IMPORT FROM CPANEL, ERROR LOG, DOWNLOAD LOG, BANDWIDTH, DISK USAGE, MIME TYPES, ERROR PAGES, GITTM VERSION CONTROL, WEB DISK, RESOURCE USAGE, PHP SELECTOR, NODEJS SELECTOR, PYTHON SELECTOR টুলসগুলো।
নিচের চিত্রটি লক্ষ্য করলে বুঝা যায়, WEBUZO কতটা সাজানো গোছানো প্যানেল।
তাছাড়াও ওয়েবুজোতে রয়েছে অ্যাডভার্স কিছু ফিচার যা, সিপ্যানেলে নেই। যেমন: MONGODB, POSTGRESQL ডাটাবেজ ওয়েবুজোতে হোস্ট করতে পবেন। MONGODB এবং POSTGRESQL সিপ্যানেলে অফিসিয়ালি সাপোর্টেড নয়। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট পরিচালনার জন্য MONGODB এর প্রয়োজন হয়। সিপ্যানেলে যেটি রিমোটলি হোস্ট করলে ধীরগতিতে কাজ করে।
Webuzo Security ফিচার:
প্রতিটি ওয়েব হোস্ট কন্ট্রোল প্যানেল সফটওয়্যারের নিরাপত্তার জন্য Security নিশ্চিত করতে হয়। cPanel এর মত WEBUZO তে রয়েছে Change Password, IP Block, Directory Privacy, Hotlink Protect টুলস এবং ModSecurity, Immunify360 সফটওয়্যার।
Webuzo এর অসুবিধার দিকগুলো:
Webuzo ক্লাউড লিনাক্সের সাথে পুরোপুরি ইন্টিগ্রেটেড নয়। তাই ক্লাউড লিনাক্সের ফিচারগুলো এখানে ব্যবহার করা যায় না। যেমন: ক্লাউড লিনাক্সের PYTHON, NODE.JS এবং ক্লাউড লিনাক্স*-এর PHP।
ক্লাউড লিনাক্সের PYTHON, NODE.JS ব্যবহারের জন্য ADD APPLICATIONS নামে ভিন্ন অপশন রয়েছে। যেখান থেকে PYTHON এবং NODE.JS ইন্সটল করা যায়।
পরিশেষে, যেহেতু ওয়েবুজো কম প্রাইজে ভালো মানের একটি ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল সফটওয়্যার এবং এর ইন্টারফেস সিপ্যানেলের মতই। তাই ওয়েবুজো ব্যবহার করে আপনার ওয়েবসাইটের যাত্রা শুরু করতে পারেন।
cPanel থেকে Webuzo তে ওয়েবসাইট Migration করার নিয়ম:
সিপ্যানেল থেকে কয়েকটি পদ্ধতিতে ওয়েবসাইট Webuzo তে মাইগ্রেশন করা যায়। ম্যানুয়ালি ওয়েবসাইটের ব্যাকআপ আপলোডের মাধ্যমে ওয়েবসাইট মাইগ্রেশন করা যায়।
অনুরূপভাবে ALL IN ONE MIGRATION প্লাগইন ব্যবহার করেও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিপ্যানেল থেকে ওয়েবুজোতে মাইগ্রেশন করা যায়।
তবে, ALL IN ONE MIGRATION প্লাগইন ব্যবহার করে মাইগ্রেশন করতে প্রয়োজন হবে ALL IN ONE MIGRETION প্লাগইনের ‘ALL-IN-ONE WP MIGRATION UNLIMITED EXTENSION’ ADDON এর। ‘ALL-IN-ONE WP MIGRATION UNLIMITED EXTENSION’ প্লাগইন ব্যতীত ওয়েবুজোতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন করা যায় না। যা প্লাগইনটি PURCHASE করে ব্যবহার করতে পারেন।
MIGRETION করার নিয়ম:
ALL IN ONE MIGRETION প্লাগইন ব্যবহারের জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন:
প্রথমে New plugin থেকে ALL IN ONE MIGRETION প্লাগইন ইন্সটল এবং অ্যাকটিভ করুন। নিচে ডাম দিকে প্লাগইন থেকে EXPORT অপশনে ক্লিক করুন। ফাইল EXPORT হলে ডাউনলোড অপশনে ক্লিক করুন।
EXPORT কমপ্লিট হলে ওয়েবুজোতে সদ্য ইনস্টল করা ওয়েবসাইটে প্রবেশ করুন। অনুরূপ পদ্ধতিতে New plugin থেকে ALL IN ONE MIGRETION প্লাগইন ইন্সটল এবং অ্যাকটিভ করুন। সাথে ALL IN ONE MIGRETION প্লাগইনের ‘ALL-IN-ONE WP MIGRATION UNLIMITED EXTENSION’ ADD-ON টি যুক্ত করুন।
এবার নিচে ডাম দিকে প্লাগইন থেকে IMPORT অপশনে ক্লিক করে ব্যাকআপ ফাইলটি আপলোড করুন। আপলোড হতে বেশ সময়ের প্রয়োজন হতে পারে। আপলোড কমপ্লিট হলে process হতে খানিকটা সময় নিবে। এভাবেই সিপ্যানেল থেকে ওয়েবোজুতে সাইট মাইগ্রেশন করতে পারেন।
সর্বাধিক ব্যবহৃত ওয়েব হোস্ট কন্ট্রোল প্যানেল:
Web hosting এ সাধারণত লিনাক্স চালিত cPanel ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী এর ব্যাপক চাহিদা রয়েছে। যদি এ সকল Web hosting কন্ট্রোল প্যানেল না থাকত, তাহলে ব্যবহারকারীদেরকে সার্ভারে HTACCESS login করে বিভিন্ন Command run করে ওয়েবসাইট ম্যানেজ করতে হতো। যা ব্যবহাকারীদের জন্য বেশ কষ্টসাধ্য।
আর এটি একটি জটিল প্রসেস। এই প্রসেসকে সহজ করার জন্য কন্ট্রোল প্যানেল সফটওয়্যার তৈরি করা হয়েছে। যেন একজন ব্যবহারকারী গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করে খুব সহজেই ওয়েব হোস্টিং ম্যানেজ করতে পারেন।
বর্তমানে ওয়েব হোস্ট কন্ট্রোলের জন্য বিভিন্ন control panel software রয়েছে। যেমন: cPanel , INTEROX, CYBERPANEL ইত্যাদি। এ সকল ওয়েব হোস্ট প্যানেলের মধ্যে cPanel সর্বাধিক জনপ্রিয়।
cPanel এর জনপ্রিয়তার কারণ:
cPanel এর জনপ্রিয়াতার কারণ হচ্ছে: এর অপশনগুলো সাজানো গোছানো। একজন নতুন User সিপ্যানেল এ লগইন করেই এর অপশনগুলো বুঝতে পারেন এবং তা ব্যবহার করে ওয়েবসাইট এবং হোস্টিং ম্যানেজ করতে পারেন।
Webuzo নাকি cPanel – কোনটি ব্যবহার করবো?
বর্তমানে Webuzo এর অ্যাপ্লিকেশনগুলো cPanel এর সাথে মিল রয়েছে। একজন নতুন ইউজার ওয়েবুজো তে সহজেই তার ওয়েবসাইট এবং হোস্টিং ম্যানেজ করতে পারেন।