উলূমুল হাদীস কি, কেন ও কিভাবে – গল্পের ধারায়, সহজ-সাবলীল ও বাস্তবমুখী উপস্থাপনায় লিখিত উলূমুল হাদীস বিষয়ক একটি বাংলা গ্রন্থ; যা বাংলা তালিবুল ইলমদের জন্য হাদীস শাস্ত্রের পরিভাষা, পথ ও পদ্ধতি জানতে সহায়তা করবে। যেমন: মুস্তালাহা সমূহ, মুহাদ্দিসীনের হাদীস যাচাইয়ের পদ্ধতি, হাদীস গ্রহণের শর্তাবলি, হাদীস সংক্রান্ত আহকাম; রাবীর শর্তাবলি, স্তর ও জীবনী; জারাহ ও তাদীলের ইমামগণের নাম ও কিতাবাদী; হাদীস যাচাইয়ের পথ ও পদ্ধতি, তাফসীর সংক্রান্ত রেওয়ায়েত; হানাফী মাজহাবের ফিকহী দলিল সম্বলিত হাদিসের কিতাবাদি এবং উত্থাপিত প্রশ্নের জবাব।
উলুমুল হাদীস কি, কেন ও কিভাবে? বইটিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে উলূমুল হাদীসের পরিচয়, প্রকৃতি, পরিধি, আবশ্যকতা ও অর্জনের পদ্ধতি।
ভূমিকার শুরুতে লেখক উল্লেখ করেন: “কিতাব লেখার যে সকল কারণ বিজ্ঞ ব্যক্তিরা বলে গেছেন, তার মধ্যে অন্যতম হলো সহজিকরণ। সহজীকরণের উদ্দেশ্যে কিতাব লেখার ধারা অনেক প্রাচীন। শুধু সহজীকরণের উদ্দেশ্যে যুগে যুগে লিখিত হয়েছে হাজারো কিতাব। উলূমুল হাদীস বিষয়ে লিখিত শত শত কিতাবের ভিড়ে সহজীকরণের উদ্দেশ্যে লিখিত কিতাবের সংখ্যাও কম নয়। আমাদের এই সংক্ষিপ্ত কিতাবটিও উলূমুল হাদীসকে সহজভাবে উপস্থাপনের সামান্য একটি প্রচেষ্টা মাত্র।”
এরই ধারাবাহিকতায় উলুমুল হাদীসের বিশাল ও বিসৃত ভাণ্ডারকে তালিবুল ইলমদের সামনে সহজে উপস্থাপনের জন্য গল্পের শৈলী ব্যবহার করেছেন। ফলে, গল্পে গল্পে হাদিস শাস্ত্রের জটিলতম বিষয়াবলি ও পরিভাষাগুলো সহজে উপস্থাপন করেছেন; যা তালিবুল ইলমদেরকে নতুন করে উলূমুল হাদীস শাস্ত্রের প্রতি উৎসাহী করে তুলবে।
বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি মূল মাসাদির থেকে উপকৃত হওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ের কিতাবাদীর নাম উল্লেখ রয়েছে বইটিতে। যেমন: আহকাম, তাফসীর, আকিদা, আমল, আখলাত, আদব, আযকার, তারগীব, তারহীব, সীরাত ও ইতিহাস, মৃত্যু পরবর্তী জবীন সংক্রান্ত হাদীস বিষয়ক অসংখ্য কিতাবাদী নাম উল্লেখ রয়েছে। এবং এর পাশাপাশি রিজাল ও তা’দীল সংক্রান্ত কিতাবাদীর নামও উল্লেখ রয়েছে। যা উলুমুল হাদীস শাস্ত্রে কৌতূহলী ও আগ্রহী তালিবুল ইলমদেরকে হাদীস শাস্ত্রের মৌলিক বিষয়াবলি সম্পর্কে সম্মুখ ধারণা দেবে আশা ব্যক্ত করি।
মতামত পর্যালোচনা
উলূমুল হাদীস কি, কেন ও কিভাবে?
উলূমুল হাদীস কি, কেন ও কিভাবে - গল্পের ধারায়, সহজ-সাবলীল ও বাস্তবমুখী উপস্থাপনায় লিখিত উলূমুল হাদীস বিষয়ক একটি বাংলা গ্রন্থ; যা বাংলা তালিবুল ইলমদের জন্য হাদীস শাস্ত্রের পরিভাষা, পথ ও পদ্ধতি জানতে সহায়তা করবে।
ইতিবাচক
- গল্পের ধারায় লিখিত
- সহজ-সাবলীল ও বাস্তবমুখী উপস্থাপনা
- উলূমুল হাদীসের পরিচয়, প্রকৃতি, পরিধি, আবশ্যকতা ও অর্জনের পদ্ধতি ফুটে উঠেছে সাবলীল ভাবে
মতামত পর্য়ালোচনা
-
সময়ের বিবেচনায় বইটি যুগোপযোগী।
উলূমুল হাদীস কি, কেন ও কিভাবে? -/- কিনুন:
We collect information from many stores for best price available