তোমার চিঠি

বন্ধুরা! তোমাদের পাঠ অনুভূতি আমাকে জানাতে ভুলো না। আমি সর্বদা তোমাদের চিঠির অপেক্ষায় থাকি। তোমাদের অনুভূতি, স্বপ্ন আর অভিজ্ঞতাই আমার অনুপ্রেরণা। খোলা মনে লিখে ফেলো হৃদয়ের যত কথা… তোমার প্রতিটি শব্দ আমার জন্য অমূল্য।