প্রশ্ন: মুহতারাম! আমার কাছে ব্যাংক থেকে প্রাপ্ত সুদি টাকা রয়েছে। এ টাকা নিজে ব্যবহার না করে ঘুষ হিসেবে কোথাও প্রদান করা যাবে কিনা? তা জানিয়ে বাধিত করবেন।
উত্তর: সুদ-ঘুষ ইসলামে সম্পূর্ণ হারাম। অতএব এগুলোর একটির দ্বারা অপরটির ব্যবহার নেওয়া যাবে না। এক্ষেত্রে সুদ হিসবে প্রাপ্ত অর্থ সওয়াবের নিয়ত ছাড়া গরীবদেরকে সদকা করে দিবেন।

—উৎস:—
📓 মুসনাদে আহমদ – ৯/৫৫৩
📓 ফতোয়া শামী – ৯/৫৫৩
📓 চান্দ আহাম আ’সরী মাসায়েল – ১/৩২৭
.والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
শিক্ষার্থী, ইফতা বিভাগ (২য় বর্ষ)
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।