দৈনন্দিন গ্রাফিক ডিজাইনে কাজের গতি বৃদ্ধিসহ ডিজাইনকে আরো নান্দনিক করে তুলতে আমরা নানা রকম গ্রাফিক রিসোর্স ব্যবহার করে থাকি। যেগুলো ব্যবহারের মাধ্যমে দীর্ঘ সময়ের কাজ এক নিমিষেই সম্পাদন করতে পারি। তবে আমাদের প্রয়োজনীয় সকল রিসোর্স অনলাইনে সহজলভ্য নয়। কোন কোনটি একেবারেই পাওয়া যায় না। এর কারণ হলো: আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যে সকল রিসোর্স ডাউনলোড করে থাকি; সেগুলোর অধিকাংশই বিদেশী ডিজাইনারের তৈরি করা। আর তারা নিজস্ব চাহিদা অনুযায়ী রিসোর্সগুলো তৈরি করে থাকেন। ফলে দেশীয় চাহিদা পুরোপুরি পূরণ সম্ভব হয় না। এ জন্য আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় রিসোর্সগুলো নিজেদের তৈরি করে নিতে হয়।
Photoshop Islamic Brush
ছবি ইডিটিং, পেইন্টিং এবং ড্রয়িংয়ে ফটোশপের চাহিদা বিশ্ব বাজারে ব্যাপক। সময়ে সাথে সাথে সফ্টওয়্যারটি কৃত্রিম প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। বিশেষত ছবি সম্পাদনাসহ গ্রাফিক ডিজাইনের সফ্টওয়্যারটি ব্যবহৃত হয়। সফ্টওয়্যারটির অতি গুরুত্বপূর্ণ টুল হলো ব্রাশ টুল। নানা কাজেই ব্রাশ টুলটি আমরা ব্যবহার করে থাকি। বিশেষত ছবি সম্পাদনা, পেইন্টিং এবং ড্রয়িংয়ের কাজে টুলটি ব্যবহৃত হয়। দীর্ঘ সময়ের কাজ সহজলভ্য করার জন্য এই টুলটি বেশি ব্যবহৃত হয়।
জলছাপ ও ইসলামিক কালিওগ্রাফি ও প্রয়োজনীয় ছবির সমন্বয়ে আমরা তিনটি টাইপোগ্রাফি ব্রাশ তৈরি করেছি। ব্রাশগুলো আমরা আপনাদের প্রয়োজনে ফ্রিতে ব্যবহার করার সুযোগ দিচ্ছি। কাজে, দেরি না করে এখনই ডা্নলোড করুন ফটোশপ ইসলামিক ব্রাশগুলো।