প্রশ্ন: মুহতারাম! আমি এক ব্যক্তির কাছে লিচুর বাগান বন্ধক রাখি। বন্ধকগ্রহীতা আমাকে না জানিয়ে বিদ্যমান সব লিচু পেড়ে নেয়। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে, পাওনা ফিরে পাওয়ার আগ পর্যন্ত সে তা ভোগ করার অধিকার রাখে। মুহতারামের নিকট জানার বিয়ষ হলো, আমি তার থেকে লিচুর মূল্য ফিরিয়ে নিতে পারবো কিনা? তা জানালে উপকৃত হবো।
উত্তর: হ্যাঁ! আপনি তার থেকে লিচুর মূল্য ফিরিয়ে নেওয়ার ন্যায্য অধিকার রাখেন। উল্লেখ্য, বন্ধকি বস্তু থেকে বন্ধকগ্রহীতার উপকৃত হওয়ার কোনো সুযোগ নেই।

—উৎস:—
📓 আল খুলাসাতুল ফিকহিয়্যাহ আ’লা মাজহাবিস সা’দাতিল হানাফিয়্যাহ: ২/১১০-১১১
📓 বাহরুর রায়েক (তাকমিলাহ): ৪/৪৩৮-৪৩৯
📓 ইতরে হেদায়া: ৩০০
.والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
শিক্ষার্থী, ইফতা বিভাগ (২য় বর্ষ)
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।