প্রশ্ন: ইহরাম অবস্থায় যেন নিজের সতর প্রকাশ না যায় এ জন্য ইযারের নিচে আন্ডারওয়্যার পরিধান করা যাবে কিনা? বলে রাখা ভালো, দমকা হাওয়ায় কখনো লজ্জাস্থান প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকে।
উত্তর: না! ইজারের নিচে আন্ডারওয়্যার পরিধান করার অনুমতি নেই।

—উৎস:—
📓 গুনইয়াতুন নাসিক – ৩৯১
📓 আদ দুররুল মুখতার – ৬৬১
📓 আল বাহরুর রায়েক – ৩/১০
📓 ফতোয়া হিন্দিয়া – ১/৩০৬
📓 বাদায়েউস সানায়ে – ৩/২০৪
📓 ফতহুল কাদীর – ৩/২৬
📓 আহকামে হজ – মুফতী শফী রহ. – ৩১
.والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
শিক্ষার্থী, ইফতা বিভাগ (১ম বর্ষ)
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।