ডিজাইন এবং টেক্সট-ভিত্তিক প্রজেক্টের ক্ষেত্রে ফন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক ফন্টের মাধ্যমে পাঠযোগ্যতা নিশ্চিত করার পাশাপাশি প্রজেক্টের পেশাদারিত্ব ফুটে উঠে।। ফন্ট নির্বাচনে ভুল হলে তা ডিজাইনের সৌন্দর্য নষ্ট করতে পারে এবং কার্যকারিতা বিঘ্নিত হতে পারে। তাই ফন্টের মান যাচাই করা একান্ত জরুরি।
ফন্টের গুণগতমান যাচাইয়ের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
গ্লিফ কাভারেজ:
বাংলা ফন্টের মান যাচাইয়ের ক্ষেত্রে প্রথম ধাপ হলো গ্লিফ কাভারেজ পরীক্ষা। ফন্টটি বাংলা লিপির প্রতিটি বর্ণ এবং চিহ্ন সমর্থন করে কিনা তা নিশ্চিত করুন।
প্রধান বাংলা বর্ণমালা যাচাইয়ের তালিকা:
- স্বরবর্ণ: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ
- ব্যঞ্জনবর্ণ: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, ম, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ, ঁ
- কারচিহ্ন ও অন্যান্য চিহ্ন: া, ি, ী, ু, ূ, ৃ, ে, ৈ, ো, ৌ, ৗ, ্, ।, ॥, ৳
- সংখ্যা: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯
যুক্তাক্ষর সমর্থন:
বাংলা ভাষার জটিল যুক্তাক্ষর সঠিকভাবে প্রদর্শিত হয় কিনা তা পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কোনো ফন্টে সকল যুক্তাক্ষর সঠিকভাবে প্রদর্শিত নাও হতে পারে।
২৮৫ টি যুক্তবর্ণ উদাহরণসহ (উকিপিডিয়া থেকে নেওয়া):
ক্ক = আক্কেল, টেক্কা, ক্ট = ডক্টর, ক্ট্র = অক্ট্রয়, ক্ত = রক্ত, ক্ত্র = বক্ত্র, ক্ব = পক্ব, ক্বণ = ক্বণ, ক্ম = রুক্মিণী, ক্য = বাক্য, ক্র = চক্র, ক্ল = ক্লান্তি, ক্ষ = পক্ষ, ক্ষ্ণ = তীক্ষ্ণ, ক্ষ্ব = ইক্ষ্বাকু, ক্ষ্ম = লক্ষ্মী, ক্ষ্ম্য = সৌক্ষ্ম্য, ক্ষ্য = লক্ষ্য, ক্স = বাক্স, খ্য = সখ্য, খ্র = খ্রিস্টান, গ্ণ = রুগ্ণ, গ্ধ = মুগ্ধ, গ্ধ্য = বৈদগ্ধ্য, গ্ধ্র = দোগ্ধ্রী, গ্ন = ভগ্ন, গ্ন্য = অগ্ন্যাস্ত্র, অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়, গ্ব = দিগ্বিজয়ী, গ্ম = যুগ্ম, গ্য = ভাগ্য, গ্র = গ্রাম, গ্র্য = ঐকাগ্র্য, সামগ্র্য, গ্র্যাজুয়েট, গ্ল = গ্লানি, ঘ্ন = কৃতঘ্ন, ঘ্য = অশ্লাঘ্য, ঘ্র = ঘ্রাণ, ঙ্ক = অঙ্ক, ঙ্ক্ত = পঙ্ক্তি, ঙ্ক্য = অঙ্ক্য, ঙ্ক্ষ = আকাঙ্ক্ষা, ঙ্খ = শঙ্খ, ঙ্গ = অঙ্গ, ঙ্গ্য = ব্যঙ্গ্যার্থ, ব্যঙ্গ্যোক্তি, ঙ্ঘ = সঙ্ঘ, ঙ্ঘ্য = দুর্লঙ্ঘ্য, ঙ্ঘ্র = অঙ্ঘ্রি, ঙ্ম = বাঙ্ময়, চ্চ = বাচ্চা, চ্ছ = ইচ্ছা, চ্ছ্ব = জলোচ্ছ্বাস, চ্ছ্র = উচ্ছ্রায়, চ্ঞ = যাচ্ঞা, চ্ব = চ্বী, চ্য = প্রাচ্য, জ্জ = বিপজ্জনক, জ্জ্ব = উজ্জ্বল, জ্ঝ = কুজ্ঝটিকা, জ্ঞ = জ্ঞান, জ্ব = জ্বর, জ্য = রাজ্য, জ্র = বজ্র, ঞ্চ = অঞ্চল, ঞ্ছ = লাঞ্ছনা, ঞ্জ = কুঞ্জ, ঞ্ঝ = ঝঞ্ঝা, ট্ট = চট্টগ্রাম, ট্ব = খট্বা, ট্ম = কুট্মল, ট্য = নাট্য, ট্র = ট্রেন, ড্ড = আড্ডা, ড্ব = অন্ড্বান, ড্য = জাড্য, ড্র = ড্রাইভার, ড্রাম, ড়্গ = খড়্গ, ঢ্য = ধনাঢ্য, ঢ্র = মেঢ্র (ত্বক), ণ্ট = ঘণ্টা, ণ্ঠ = কণ্ঠ, ণ্ঠ্য = কণ্ঠ্য, ণ্ড = গণ্ডগোল, ণ্ড্য = পাণ্ড্য, ণ্ড্র = পুণ্ড্র, ণ্ঢ = ষণ্ঢ, ণ্ণ = বিষণ্ণ, ণ্ব = স্হাণ্বীশ্বর, ণ্ম = চিণ্ময়, ণ্য = পূণ্য, ত্ত = উত্তর, ত্ত্র = পুত্ত্র, ত্ত্ব = সত্ত্ব, ত্ত্য = উত্ত্যক্ত, ত্থ = অশ্বত্থ, ত্ন = যত্ন, ত্ব = রাজত্ব, ত্ম = আত্মা, ত্ম্য = দৌরাত্ম্য, ত্য = সত্য, ত্র = ত্রিশ, ত্রাণ, ত্র্য = বৈচিত্র্য, ৎল = কাৎলা, ৎস = বৎসর, উৎসব, থ্ব = পৃথ্বী, থ্য = পথ্য, থ্র = থ্রি, দ্গ = উদ্গম, দ্ঘ = উদ্ঘাটন, দ্দ = উদ্দেশ্য, দ্দ্ব = তদ্দ্বারা, দ্ধ = রুদ্ধ, দ্ব = বিদ্বান, দ্ভ = অদ্ভুত, দ্ভ্র = উদ্ভ্রান্ত, দ্ম = ছদ্ম, দ্য = বাদ্য, দ্র = রুদ্র, দ্র্য = দারিদ্র্য, ধ্ন = অর্থগৃধ্নু, ধ্ব = ধ্বনি, ধ্ম = উদরাধ্মান, ধ্য = আরাধ্য, ধ্র = ধ্রুব, ন্ট = প্যান্ট, ন্ট্র = কন্ট্রোল, ন্ঠ = লন্ঠন, ন্ড = গন্ডার, পাউন্ড, ন্ড্র = হান্ড্রেড, ন্ত = জীবন্ত, ন্ত্ব = সান্ত্বনা, ন্ত্য = অন্ত্য, ন্ত্র = মন্ত্র, ন্ত্র্য = স্বাতন্ত্র্য, ন্থ = গ্রন্থ, ন্থ্র = অ্যান্থ্রাক্স, ন্দ = ছন্দ, ন্দ্য = অনিন্দ্য, ন্দ্ব = দ্বন্দ্ব, ন্দ্র = কেন্দ্র, ন্ধ = অন্ধ, ন্ধ্য = বিন্ধ্য, ন্ধ্র = রন্ধ্র, ন্ন = নবান্ন, ন্ব = ধন্বন্তরি, ন্ম = চিন্ময়, ন্য = ধন্য, প্ট = পাটি-সাপ্টা, ক্যাপ্টেন, প্ত = সুপ্ত, প্ন = স্বপ্ন, প্প = ধাপ্পা, প্য = প্রাপ্য, প্র = ক্ষিপ্র, প্র্য = প্র্যাকটিস, প্ল = আপ্লুত, প্স = লিপ্সা, ফ্র = ফ্রক, ফ্রিজ, আফ্রিকা, রেফ্রিজারেটর, ফ্ল = ফ্লেভার, ব্জ = ন্যুব্জ, ব্দ = জব্দ, ব্ধ = লব্ধ, ব্ব = ডাব্বা, ব্য = দাতব্য, ব্র = ব্রাহ্মণ, ব্ল = ব্লাউজ, ভ্ব = ভ্বা, ভ্য = সভ্য, ভ্র = শুভ্র, ম্ন = নিম্ন, ম্প = কম্প, ম্প্র = সম্প্রতি, ম্ফ = লম্ফ, ম্ব = প্রতিবিম্ব, ম্ব্র = মেম্ব্রেন, ম্ভ = দম্ভ, ম্ভ্র = সম্ভ্রম, ম্ম = সম্মান, ম্য = গ্রাম্য, ম্র = নম্র, ম্ল = অম্ল, য্য = ন্যায্য, র্ক = তর্ক, র্ক্য = অতর্ক্য, র্গ্য = বর্গ্য, র্ঘ্য = দৈর্ঘ্য, র্চ্য = অর্চ্য, র্জ্য = বর্জ্য, র্ণ্য = বৈবর্ণ্য, র্ত্য = মর্ত্য, র্থ্য = সামর্থ্য, র্ব্য = নৈর্ব্যক্তিক, র্ম্য = নৈষ্কর্ম্য, র্শ্য = অস্পর্শ্য, র্ষ্য = ঔৎকর্ষ্য, র্হ্য = গর্হ্য, র্খ = মূর্খ, র্গ = দুর্গ, র্গ্র = দুর্গ্রহ, নির্গ্রন্হ, র্ঘ = দীর্ঘ, র্চ = অর্চনা, র্ছ = মূর্ছনা, র্জ = অর্জন, র্ঝ = নির্ঝর, র্ট = আর্ট, কোর্ট, কম্ফর্টার, শার্ট, কার্টিজ, আর্টিস্ট, পোর্টম্যানটো, সার্টিফিকেট, কনসার্ট, কার্টুন, কোয়ার্টার, র্ড = অর্ডার, লর্ড, বর্ডার, কার্ড, র্ণ = বর্ণ, র্ত = ক্ষুধার্ত, র্ত্র = কর্ত্রী, র্থ = অর্থ, র্দ = নির্দয়, র্দ্ব = নির্দ্বিধা, র্দ্র = আর্দ্র, র্ধ = গোলার্ধ, র্ধ্ব = ঊর্ধ্ব, র্ন = দুর্নাম, র্প = দর্প, র্ফ = স্কার্ফ, র্ভ = গর্ভ, র্ম = ধর্ম, র্য = আর্য, র্ল = দুর্লভ, র্শ = স্পর্শ, র্শ্ব = পার্শ্ব, র্ষ = ঘর্ষণ, র্স = জার্সি, নার্স, পার্সেল, কুর্সি, র্হ = গার্হস্থ্য, র্ঢ্য = দার্ঢ্য, ল্ক = শুল্ক, ল্ক্য = যাজ্ঞবল্ক্য, ল্গ = বল্গা, ল্ট = উল্টো, ল্ড = ফিল্ডিং, ল্প = বিকল্প, ল্ফ = গল্ফ, ল্ব = বিল্ব, বাল্ব, ল্ভ = প্রগল্ভ, ল্ম = গুল্ম, ল্য = তারল্য, ল্ল = উল্লাস, শ্চ = পুনশ্চ, শ্ছ = শিরশ্ছেদ, শ্ন = প্রশ্ন, শ্ব = বিশ্ব, শ্ম = জীবাশ্ম, শ্য = অবশ্য, শ্র = মিশ্র, শ্ল = অশ্লীল, ষ্ক = শুষ্ক, ষ্ক্র = নিষ্ক্রিয়, ষ্ট = কষ্ট, ষ্ট্য = বৈশিষ্ট্য, ষ্ট্র = রাষ্ট্র, ষ্ঠ = শ্রেষ্ঠ, ষ্ঠ্য = নিষ্ঠ্যূত, ষ্ণ = কৃষ্ণ, ষ্প = নিষ্পাপ, ষ্প্র = নিষ্প্রয়োজন, ষ্ফ = নিষ্ফল, ষ্ব = মাতৃষ্বসা, ষ্ম = উষ্ম, ষ্য = শিষ্য, স্ক = মনোস্কামনা, স্ক্র = ইস্ক্রু, স্খ = স্খলন, স্ট = স্টেশন, স্ট্র = স্ট্রাইক, স্ত = ব্যস্ত, স্ত্ব = বহিস্ত্বক, স্ত্য = অস্ত্যর্থ, স্ত্র = স্ত্রী, স্থ = দুঃস্থ, স্থ্য = স্বাস্থ্য, স্ন = স্নান, স্প = আস্পর্ধা, স্প্র = স্প্রিং, স্প্ল = স্প্লিন, স্ফ = আস্ফালন, স্ব = স্বর, স্ম = স্মরণ, স্য = শস্য, স্র = অজস্র, স্ল = স্লোগান, হ্ণ = অপরাহ্ণ, হ্ন = চিহ্ন, হ্ব = আহ্বান, হ্ম = ব্রাহ্মণ, হ্য = বাহ্য, হ্র = হ্রদ, হ্ল = আহ্লাদ,
উল্লেখ্য যে, র্য-কে যুক্তবর্ণ ধরা হয়েছে, কেননা এটি র ও য-এর সমষ্টি।
অন্যদিকে র্যাব, র্যাম, র্যাঁদা, ইত্যাদিতে উপস্থিত র্য-কে যুক্তবর্ণ হিসেবে ধরা হয়নি, কেননা এটি আসলে র্যা-এর অংশ, আর র্যা হল র ব্যঞ্জনধ্বনি এবং অ্যা স্বরধ্বনির মিলিত রূপ।
কারচিহ্ন সমর্থন:
এ-কার (ে), ও-কার (ো):
কেখোগোঘোঙোচোছোজোঝোটোঠোডোঢোণোতোথোদোধোনোপোফোবোভোমোযোরোলোশোষোসোহোড়োঢ়োয়োক্কোক্টোক্তোক্নোক্বোক্মোক্রোক্লোক্ষোক্ষ্ণোক্ষ্বোক্ষ্মোক্ষ্রোক্সোখ্বোখ্রোগ্গোগ্দোগ্ধোগ্ণিোগ্নোগ্বোগ্মোগ্লোঘ্নোঘ্বোঘ্রোঙ্মোচ্ঞোচ্রোছ্বোছ্রোজ্জোজ্জ্বোজ্ঝোজ্ঞোজ্বোজ্রোঞ্চোঞ্ছোঞ্জোঞ্ঝোট্টোট্বোট্মোট্রোড্ডোণ্টোণ্ঠোণ্ডোণ্ঢোঢ্রোণ্ণোণ্বোণ্মোণ্রোত্তোত্থোত্নোত্বোত্লোওত্মোত্রোথ্বোথ্রোথ্লোদ্দোদ্দ্বোদ্ধোদ্নোদ্বোদ্ভোদ্ভ্রোদ্মোদ্রোধ্নোধ্মোধ্রোন্জোণ্ঠোন্ডোন্তোন্ত্রোন্থোন্দ্রোন্ধোন্নোন্বোন্মোন্রোন্সোপ্টোপ্তোপ্ত্রোপ্নোপ্পোপ্রোপ্লোপ্সোফ্টোফ্রোফ্লোজ্বোব্দোব্ধোব্রোব্লোভ্রোভ্লোম্নোম্ফোম্বোম্ব্রোম্ভোম্ভ্রোম্মোম্রোম্লোয্রোল্কোল্গোল্ডোল্পোল্ফোল্বোল্মোল্রোল্লোল্সোশ্চোশ্ছোশ্নোশ্বোশ্মোশ্রোশ্লোষ্কোষ্ক্রোষ্টোষ্ঠোষ্ণোষ্ফোষ্বোষ্মোষ্রোস্কোস্ক্রোস্খোস্টোস্তোস্ত্রোস্ত্রোস্থোস্নোস্ফোস্বোস্মোস্রোস্লোহ্ণোহ্নোহ্মোহ্রোহ্লোড়্গো
ঈ-কার (ী):
কীখীগীঘীঙীচীছীজীঝীঞীটীঠীডীঢীণীতীথীদীধীনীপীফীবীভীমীযীরীলীশীষীসীহীড়ীঢ়ীয়ী ক্কীক্টীক্তীক্নীক্বীক্মীক্রীক্লীক্ষীক্ষ্ণীক্ষ্বীক্ষ্মীক্ষ্রীক্সীখ্বীখ্রীগ্গীগ্দীগ্ধীগ্ণীগ্নীগ্বীগ্মীগ্রীমীগ্লীঘ্নীঘ্বীঘ্রীঙ্মীচ্ঞীচ্রীছ্বীছ্রীজ্জীজ্জ্বীজ্ঝীজ্ঞীজ্বীজ্রীঞ্চীঞ্ছীঞ্জীঞ্ঝীট্টীট্বীট্মীট্রীড্ডীণ্টীণ্ঠীণ্ডীণ্ঢীঢ্রীণ্ণীণ্বীণ্মীণ্রীত্তীত্থীত্নীত্থোথাত্বীত্লীত্মীত্রীথ্বীথ্রীথ্লীদ্দীদ্দ্বীদ্ধীদ্নীদ্বীদ্ভীদ্ভ্রীদ্মীদ্রীধ্নীধ্মীধ্রীন্জীণ্ঠীন্ডীন্তীন্ত্রীন্থীন্দ্রীন্ধীন্নীন্বীন্মীন্রীন্সীপ্টীপ্তীপ্ত্রীপ্নীপ্পীপ্রীপ্লীপ্সীফ্টীফ্রীফ্লীজ্বীব্দীব্ধীব্রীব্লীভ্রীভ্লীম্নীম্ফীম্বীম্ব্রীম্ভীম্ভ্রীম্মীম্রীম্লীয্রীল্কীল্গীল্ডীল্পীল্ফীল্বীল্মীল্রীল্লীল্সীশ্চীশ্ছীশ্নীশ্বীশ্মীশ্রীশ্লীষ্কীষ্ক্রীষ্টীষ্ঠীষ্ণীষ্ফীষ্বীষ্মীষ্রীস্কীস্ক্রীস্খীস্টীস্তীস্ত্রীস্ত্রীস্থীস্নীস্ফীস্বীস্মীস্রীস্লীহ্ণীহ্নীহ্মীহ্রীহ্লীড়্গী
ই-কার (ি):
কিখিগিঘিঙিচিছিজিঝিঞিটিঠিডিঢিণিতিথিদিধিনিপিফিবিভিমিযিরিলিশিষিসিহিকাকি
ক্কিক্টিক্ট্রিক্তিক্ত্বিক্ত্রিক্নিক্বিক্মিক্রিক্লিক্ষিক্ষ্বিক্ষ্মিক্ষ্রিক্সিখ্বিখ্রিগ্গিগ্দিগ্ধিগ্ধ্বিগ্ধ্রিগ্নিগ্বিগ্মিগ্রিগ্রুগ্রূগ্লিঘ্নিঘ্বিঘ্রিঙ্কিঙ্ক্রিঙ্ক্ষিঙ্ক্ষ্রিঙ্খিঙ্গিঙ্ঘিঙ্ঘ্রিঙ্মিঙ্রিচ্চিচ্ছিচ্ছ্বিচ্ছ্রিচ্ঞিচ্নিচ্বিচ্রিছ্বিছ্রিজ্জিজ্জ্বিজ্ঝিজ্ঞিজ্বিজ্রিঝ্রিঞ্চিঞ্চ্বিঞ্ছিঞ্জিঞ্ঝিঞ্ধিঞ্রিট্টিট্ট্রিট্বিট্মিট্রিঠ্রিড্গিড্ডিড্বিড্মিড্রিঢ্রিণ্টিণ্ট্রিণ্ঠিণ্ঠ্রিণ্ডিণ্ড্রিণ্ঢিণ্ঢ্রিণ্ণিণ্বিণ্মিণ্রিত্তিত্ত্বিত্থিত্নিত্বিত্মিত্রিত্রুত্রূত্লিথ্বিথ্রিথ্রুথ্রূদ্গিদ্ঘিদ্দিদ্দ্বিদ্দ্রিদ্ধিদ্ধ্বিদ্নিদ্বিদ্ভিদ্ভ্রিদ্মিদ্রিদ্রুদ্রূধ্নিধ্বিধ্মিধ্রিধ্রুধ্রূন্ক্তিন্টিন্ট্রিন্ঠিন্ডিন্ড্রিন্তিন্তুন্ত্বিন্ত্রিন্থিন্থ্রিন্দিন্দ্বিন্দ্রিন্ধিন্ধ্বিন্ধ্রিন্নিন্বিন্মিন্রিন্সিপ্টিপ্তিপ্তুপ্ত্রিপ্নিপ্পিপ্মিপ্রিপ্রুপ্রূপ্লিপ্সিফ্টিফ্রিফ্লিব্জিব্ঝিব্ডিব্ঢিব্দিব্দ্রিব্ধিব্বিব্ভিব্রিব্রুব্রূব্লিভ্বিভ্রিভ্রুভ্রূভ্লিম্তিম্দিম্নিম্পিম্প্রিম্ফিম্ফ্রিম্বিম্ভিম্ভ্রিম্মিম্রিম্লিয্রিল্কিল্গিল্গুল্ঘিল্টিল্ট্রিল্ডিল্ড্রিল্ঢিল্দিল্পিল্ফিল্বিল্মিল্রিল্লিল্সিশ্চিশ্ছিশ্টিশ্তিশ্নিশ্বিশ্মিশ্রিশ্রীশ্রুশ্রূশ্লিষ্কিষ্ক্রিষ্টিষ্ট্বিষ্ট্রিষ্ঠিষ্ণিষ্পিষ্প্রিষ্ফিষ্বিষ্মিষ্রিস্কিস্ক্রিস্খিস্টিস্ট্রিস্তিস্তুস্ত্বিস্ত্রিস্থিস্নিস্পিস্প্রিস্প্লিস্ফিস্বিস্মিস্রিস্রুস্রূস্লিহ্নিহ্ণিহ্বিহ্মিহ্যিহ্রিগিহ্লি
আ-কার (া):
আকাখাগাঘাঙাচাছাজাঝাঞাটাঠাডাঢাণাতাথাদাধানাপাফাবাভামাযারালাশাষাসাহাকাকি
ক্কাক্টাক্ট্রাক্তাক্ত্বাক্ত্রাক্নাক্বাক্মাক্রাক্লাক্ষআক্ষ্বাক্ষ্মাক্ষ্রাক্সাখ্বাখ্রাগ্গাগ্দাগ্ধাগ্ধ্বাগ্ধ্রাগ্নাগ্বাগ্মাগ্রাগ্রুাগ্রূাগ্লাঘ্নাঘ্বাঘ্রাঙ্কাঙ্ক্রাঙ্ক্ষাঙ্ক্ষ্রাঙ্খাঙ্গাঙ্ঘাঙ্ঘ্রাঙ্মাঙ্রাচ্চাচ্ছাচ্ছ্বাচ্ছ্রাচ্ঞাচ্নাচ্বাচ্রাছ্বাছ্রাজ্জাজ্জ্বাজ্ঝাজ্ঞাজ্বাজ্রাঝ্রাঞ্চাঞ্চ্বাঞ্ছাঞ্জাঞ্ঝাঞ্ধাঞ্রাট্টাট্ট্রাট্বাট্মাট্রাঠ্রাড্গাড্ডাড্বাড্মাড্রাঢ্রাণ্টাণ্ট্রাণ্ঠাণ্ঠ্রাণ্ডাণ্ড্রাণ্ঢাণ্ঢ্রাণ্ণাণ্বাণ্মাণ্রাত্তাত্ত্বাত্থাত্নাত্বাত্মাত্রাত্রুাত্রূাত্লাথ্বাথ্রাথ্রুাথ্রূাদ্গাদ্ঘাদ্দাদ্দ্বাদ্দ্রাদ্ধাদ্ধ্বাদ্নাদ্বাদ্ভাদ্ভ্রাদ্মাদ্রাদ্রুাদ্রূাধ্নাধ্বাধ্মাধ্রাধ্রুাধ্রূান্ক্তান্টান্ট্রান্ঠান্ডান্ড্রান্তান্তুান্ত্বান্ত্রান্থান্থ্রান্দান্দ্বান্দ্রান্ধান্ধ্বান্ধ্রান্নান্বান্মান্রান্সাপ্টাআপ্তাপ্তুাপ্ত্রাপ্নাপ্পাপ্মাপ্রাপ্রুাপ্রূাপ্লাপ্সাফ্টাফ্রাফ্লাব্জাব্ঝাব্ডাব্ঢাব্দাব্দ্রাব্ধাব্বাব্ভাব্রাব্রুাব্রূাব্লাভ্বাভ্রাভ্রুাভ্রূাভ্লাম্তাম্দাম্নাম্পাম্প্রাম্ফাম্ফ্রাম্বাম্ভাম্ভ্রাম্মাম্রাম্লায্রাল্কাল্গাল্গুাল্ঘাল্টাল্ট্রাল্ডাল্ড্রাল্ঢাল্দাল্পাল্ফাল্বাল্মাল্রাল্লাল্সাশ্চাশ্ছাশ্টাশ্তাশ্নাশ্বাশ্মাশ্রাশ্রীাশ্রুাশ্রূাশ্লাষ্কাষ্ক্রাষ্টাষ্ট্বাষ্ট্রাষ্ঠাষ্ণাষ্পাষ্প্রাষ্ফাষ্বাষ্মাষ্রাস্কাস্ক্রাস্খাস্টাস্ট্রাস্তাস্তুাস্ত্বাস্ত্রাস্থাস্নাস্পাস্প্রাস্প্লাস্ফাস্বাস্মাস্রাস্রুাস্রূাস্লাহ্নাহ্ণাহ্বাহ্মাহ্যাহ্রাগাহ্লাগুারুারূাশুাহু
উ-কার (ু):
কুখুগুঘুঙুচুছুজুঝুঞুটুঠুডুঢুণুতুথুদুধুনুপুফুবুভুমুযুরুলুশুষুসুহুকাকিকীকুকূকৃকেকৈকোকৌৎকড়ুঢ়ুঋু০১২৩৪৫৬৭৮৯০
ক্কুক্টুক্ট্রুক্তুক্ত্বুক্ত্রুক্নুক্বুক্মুক্রুক্লুক্ষুক্ষ্বুক্ষ্মুক্ষ্রুক্সুখ্বুখ্রুগ্গুগ্দুগ্ধুগ্ধ্বুগ্ধ্রুগ্নুগ্বুগ্মুগ্রুগ্রুগ্রূগ্লুঘ্নুঘ্বুঘ্রুঙ্কুঙ্ক্রুঙ্ক্ষুঙ্ক্ষ্রুঙ্খুঙ্গুঙ্ঘুঙ্ঘ্রুঙ্মুঙ্রুচ্চুচ্ছুচ্ছ্বুচ্ছ্রুচ্ঞুচ্নুচ্বুচ্রুছ্বুছ্রুজ্জুজ্জ্বুজ্ঝুজ্ঞুজ্বুজ্রুঝ্রুঞ্চুঞ্চ্বুঞ্ছুঞ্জুঞ্ঝুঞ্ধুঞ্রুট্টুট্ট্রুট্বুট্মুট্রুঠ্রুড্গুড্ডুড্বুড্মুড্রুঢ্রুণ্টুণ্ট্রুণ্ঠুণ্ঠ্রুণ্ডুণ্ড্রুণ্ঢুণ্ঢ্রুণ্ণুণ্বুণ্মুণ্রুত্তুত্ত্বুত্থুত্নুত্বুত্মুত্রুত্রুত্রূত্লুথ্বুথ্রুথ্রুথ্রূদ্গুদ্ঘুদ্দুদ্দ্বুদ্দ্রুদ্ধুদ্ধ্বুদ্নুদ্বুদ্ভুদ্ভ্রুদ্মুদ্রুদ্রুদ্রূধ্নুধ্বুধ্মুধ্রুধ্রুধ্রূন্ক্তুন্টুন্ট্রুন্ঠুন্ডুন্ড্রুন্তুন্তুন্ত্বুন্ত্রুন্থুন্থ্রুন্দুন্দ্বুন্দ্রুন্ধুন্ধ্বুন্ধ্রুন্নুন্বুন্মুন্রুন্সুপ্টুপ্তুপ্তুপ্ত্রুপ্নুপ্পুপ্মুপ্রুপ্রূপ্লুপ্সুফ্টুফ্রুফ্লুব্জুব্ঝুব্ডুব্ঢুব্দুব্দ্রুব্ধুব্বুব্ভুব্রুব্রুব্রূব্লুভ্বুভ্রুভ্রুভ্রূভ্লুম্তুম্দুম্নুম্পুম্প্রুম্ফুম্ফ্রুম্বুম্ভুম্ভ্রুম্মুম্রুম্লুয্রুল্কুল্গুল্গুল্ঘুল্টুল্ট্রুল্ডুল্ড্রুল্ঢুল্দুল্পুল্ফুল্বুল্মুল্রুল্লুল্সুশ্চুশ্ছুশ্টুশ্তুশ্নুশ্বুশ্মুশ্রুশ্রীশ্রুশ্রূশ্লুষ্কুষ্ক্রুষ্টুষ্ট্বুষ্ট্রুষ্ঠুষ্ণুষ্পুষ্প্রুষ্ফুষ্বুষ্মুষ্রুস্কুস্ক্রুস্খুস্টুস্ট্রুস্তুস্তুস্ত্বুস্ত্রুস্থুস্নুস্পুস্প্রুস্প্লুস্ফুস্বুস্মুস্রুস্রুস্রূস্লুহ্নুহ্ণুহ্বুহ্মুহ্যুহ্রুগুহ্লুগুরুরূশুহু
ঊ-কার (ূ):
কূখূগূঘূঙূচূছূজূঝূঞূটূঠূডূঢূণূতূথূদূধূনূপূফূবূভূমূযূরূলূশূষূসূহূকাকিকীকুকূকৃকেকৈকোকৌৎকড়ূঢ়ূঋূ
ক্কূক্টূক্ট্রূক্তূক্ত্বূক্ত্রূক্নূক্বূক্মূক্রূক্লূক্ষূক্ষ্বূক্ষ্মূক্ষ্রূক্সূখ্বূখ্রূগ্গূগ্দূগ্ধূগ্ধ্বূগ্ধ্রূগ্নূগ্বূগ্মূগ্রূগ্রুগ্রূগ্লূঘ্নূঘ্বূঘ্রূঙ্কূঙ্ক্রূঙ্ক্ষূঙ্ক্ষ্রূঙ্খূঙ্গূঙ্ঘূঙ্ঘ্রূঙ্মূঙ্রূচ্চূচ্ছূচ্ছ্বূচ্ছ্রূচ্ঞূচ্নূচ্বূচ্রূছ্বূছ্রূজ্জূজ্জ্বূজ্ঝূজ্ঞূজ্বূজ্রূঝ্রূঞ্চূঞ্চ্বূঞ্ছূঞ্জূঞ্ঝূঞ্ধূঞ্রূট্টূট্ট্রূট্বূট্মূট্রূঠ্রূড্গূড্ডূড্বূড্মূড্রূঢ্রূণ্টূণ্ট্রূণ্ঠূণ্ঠ্রূণ্ডূণ্ড্রূণ্ঢূণ্ঢ্রূণ্ণূণ্বূণ্মূণ্রূত্তূত্ত্বূত্থূত্নূত্বূত্মূত্রূত্রুত্রূত্লূথ্বূথ্রূথ্রুথ্রূদ্গূদ্ঘূদ্দূদ্দ্বূদ্দ্রূদ্ধূদ্ধ্বূদ্নূদ্বূদ্ভূদ্ভ্রূদ্মূদ্রূদ্রুদ্রূধ্নূধ্বূধ্মূধ্রূধ্রুধ্রূন্ক্তূন্টূন্ট্রূন্ঠূন্ডূন্ড্রূন্তূন্তুন্ত্বূন্ত্রূন্থূন্থ্রূন্দূন্দ্বূন্দ্রূন্ধূন্ধ্বূন্ধ্রূন্নূন্বূন্মূন্রূন্সূপ্টূপ্তূপ্তুূপ্ত্রূপ্নূপ্পূপ্মূপ্রূপ্রুপ্রূপ্লূপ্সূফ্টূফ্রূফ্লূব্জূব্ঝূব্ডূব্ঢূব্দূব্দ্রূব্ধূব্বূব্ভূব্রূব্রুব্রূব্লূভ্বূভ্রূভ্রুভ্রূভ্লূম্তূম্দূম্নূম্পূম্প্রূম্ফূম্ফ্রূম্বূম্ভূম্ভ্রূম্মূম্রূম্লূয্রূল্কূল্গূল্গুল্ঘূল্টূল্ট্রূল্ডূল্ড্রূল্ঢূল্দূল্পূল্ফূল্বূল্মূল্রূল্লূল্সূশ্চূশ্ছূশ্টূশ্তূশ্নূশ্বূশ্মূশ্রূশ্রীশ্রুশ্রূশ্লূষ্কূষ্ক্রূষ্টূষ্ট্বূষ্ট্রূষ্ঠূষ্ণূষ্পূষ্প্রূষ্ফূষ্বূষ্মূষ্রূস্কূস্ক্রূস্খূস্টূস্ট্রূস্তূস্তুস্ত্বূস্ত্রূস্থূস্নূস্পূস্প্রূস্প্লূস্ফূস্বূস্মূস্রূস্রুস্রূস্লূহ্নূহ্ণূহ্বূহ্মূহ্যূহ্রূগূহ্লূগুরুরূশুহু
লাইনোটাইপের সকল বর্ণ:
অআইঈউঊঋএঐওঔকখগঘঙচছজঝঞটঠডঢণতথদধনপফবভমযরলশষসহ.কাকিকীকুকূকৃকেকৈকোকৌৎকড়ঢ়ঋ০১২৩৪৫৬৭৮৯০
ক্কক্টক্ট্রক্তক্ত্বক্ত্রক্নক্বক্মক্রক্লক্ষক্ষ্বক্ষ্মক্ষ্রক্সখ্বখ্রগ্গগ্দগ্ধগ্ধ্বগ্ধ্রগ্নগ্বগ্মগ্রগ্রুগ্রূগ্লঘ্নঘ্বঘ্রঙ্কঙ্ক্রঙ্ক্ষঙ্ক্ষ্রঙ্খঙ্গঙ্ঘঙ্ঘ্রঙ্মঙ্রচ্চচ্ছচ্ছ্বচ্ছ্রচ্ঞচ্নচ্বচ্রছ্বছ্রজ্জজ্জ্বজ্ঝজ্ঞজ্বজ্রঝ্রঞ্চঞ্চ্বঞ্ছঞ্জঞ্ঝঞ্ধঞ্রট্টট্ট্রট্বট্মট্রঠ্রড্গড্ডড্বড্মড্রঢ্রণ্টণ্ট্রণ্ঠণ্ঠ্রণ্ডণ্ড্রণ্ঢণ্ঢ্রণ্ণণ্বণ্মণ্রত্তত্ত্বত্থত্নত্বত্মত্রত্রুত্রূত্লথ্বথ্রথ্রুথ্রূদ্গদ্ঘদ্দদ্দ্বদ্দ্রদ্ধদ্ধ্বদ্নদ্বদ্ভদ্ভ্রদ্মদ্রদ্রুদ্রূধ্নধ্বধ্মধ্রধ্রুধ্রূন্ক্তন্টন্ট্রন্ঠন্ডন্ড্রন্তন্তুন্ত্বন্ত্রন্থন্থ্রন্দন্দ্বন্দ্রন্ধন্ধ্বন্ধ্রন্নন্বন্মন্রন্সপ্টপ্তপ্তুপ্ত্রপ্নপ্পপ্মপ্রপ্রুপ্রূপ্লপ্সফ্টফ্রফ্লব্জব্ঝব্ডব্ঢব্দব্দ্রব্ধব্বব্ভব্রব্রুব্রূব্লভ্বভ্রভ্রুভ্রূভ্লম্তম্দম্নম্পম্প্রম্ফম্ফ্রম্বম্ভম্ভ্রম্মম্রম্লয্রল্কল্গল্গুল্ঘল্টল্ট্রল্ডল্ড্রল্ঢল্দল্পল্ফল্বল্মল্রল্লল্সশ্চশ্ছশ্টশ্তশ্নশ্বশ্মশ্রশ্রীশ্রুশ্রূশ্লষ্কষ্ক্রষ্টষ্ট্বষ্ট্রষ্ঠষ্ণষ্পষ্প্রষ্ফষ্বষ্মষ্রস্কস্ক্রস্খস্টস্ট্রস্তস্তুস্ত্বস্ত্রস্থস্নস্পস্প্রস্প্লস্ফস্বস্মস্রস্রুস্রূস্লহ্নহ্ণহ্বহ্মহ্যহ্রগহ্লগুরুরূশুহু
প্যানগ্রাম:
প্যানগ্রাম (Pangram) একটি বাক্য বা পদ, যা একটি ভাষার সমস্ত অক্ষর অন্তত একবার ব্যবহৃত হয় এমনভাবে তৈরি করা হয়। সাধারণত এটি ভাষার সমস্ত বর্ণমালার প্রতিনিধিত্ব করে এবং লেখার চর্চা, টাইপোগ্রাফি পরীক্ষা, বা বিভিন্ন ধরণের ভাষাগত প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। বাংলা ফন্টের মান যাচাইয়ে এটিও ব্যবহার করা হয়। নিচে কয়েকটি প্যানগ্রাম দেওয়া হলো, এগুলো দিয়ে ফন্ট যাচাই করতে পারেন।
বাংলা প্যানগ্রাম:
বর্ষামুখর দিন শেষে, ঊর্দ্ধপানে চেয়ে যখন আষাঢ়ে গল্প শোনাতে বসে ওসমান ভুঁইঞা, ঈষান কোণে তখন অন্ধকার মেঘের আড়ম্বর, সবুজে ঋদ্ধ বনভূমির নির্জনতা চিরে থেকে থেকে ঐরাবতের ডাক, মাটির উপর শুকনো পাতা ঝরে পড়ে ঔদাসীন্যে, এবং তারই ফাঁকে জমে থাকা ঢের পুরোনো গভীর দুঃখ হঠাৎ যেন বৃষ্টিতে ধুয়ে মুছে ধূসর জীবনে রঙধনু এনে দেয়।
বিষণ্ণ ঔদাসীন্যে ঊষাবৌদি বাংলাভাষায় প্রচলিত নিখুঁত গল্পটি অর্ধেক বলতেই ঋতু ভুঁইঞা আর ঐন্দ্রিলা হৈহৈ করে উঠল– ওঃ, থামো বুঝেছি বড্ডো পুরাণো ঢঙের গল্প– মূঢ় আড়ম্বর ও আত্মশ্লাঘার ফল জীবনে বিঘ্ন ও বৃহৎ ক্ষতি– এ নীতি যার না?
আকবর ঊষাকালে বৃহৎ ঐরাবতে দিল্লীর অর্ধেক প্রদক্ষিণ করতঃ হঠাৎ স্বগোতক্তি করিলেন, এই ঢোল পাখোয়াজ সঙ্গীত আর সৌরভমন্দ্রিত আড়ম্বরপূর্ণ রঙিন জীবনের ছত্রতলে যে বিষণ্ণ দারিদ্র তাহা কি মোগল সাম্রাজ্যের ঈষৎ ঔদাসীন্য, প্রচলিত বৈদেশিক নীতি নাকি বারোভুঁইঞার সহিত পুরানো এবং আত্মঘাতী যুদ্ধের ফসল?
মহারাজ ঊষাকালে বৃহৎ ঐরাবতে রাজপথের অর্ধেক প্রদক্ষিণ করতঃ হঠাত্ উক্তি করিলেন, “এই ঢোল পাখোয়াজ, শাস্ত্রীয় সঙ্গীতের ঝংকার ও সৌরভ মন্দ্রিত আড়ম্বরপূর্ন রঙিন জীবনের ছত্রতলে যে বিষণ্ণ দারিদ্র তাহা কি ঈষৎ ঔদাসীন্য, অপ্রচলিত বৈদেশিক নীতি নাকি বারভুঁইঞার সহিত পুরাণো এবং আত্মঘাতী ডামাডোলের ফসল?
ঋষি ক্ষণিক ধ্যান ভঙ্গ করে জলে ভেসে থাকা ঠাণ্ডা ফড়িংটি লাফিয়ে ধরে।
হৃদয়ের চঞ্চলতা বন্ধে ব্রতী হলে
জীবন পরিপূর্ণ হবে নানা রঙের ফুলে।
কুঞ্ঝটিকা প্রভঞ্জন শঙ্কার কারণ
লণ্ডভণ্ড করে যায় ধরার অঙ্গন।
ক্ষিপ্ত হলে সাঙ্গ হবে বিজ্ঞজনে বলে
শান্ত হলে এ ব্রহ্মাণ্ডে বাঞ্ছিতফল মেলে।
আষাঢ়ে ঈশান কোনে হঠাৎ ঝড় উঠে
গগন মেঘেতে ঢাকে বৃষ্টি নামে মাঠে
ঊষার আকাশে নামে সন্ধ্যার ছায়া
ঐ দেখো থেমে গেছে পারাপারে খেয়া।
শরৎ ঋতুতে চাঁদ আলোয় অংশুমান
সুখ দুঃখ পাশা পাশি সহ অবস্থান।
যে জলেতে ঈশ্বর তৃষ্ণা মেটায়
সেই জলেতে জীবকুলে বিনাশ ঘটায়।
রোগ যদি দেহ ছেড়ে মনে গিয়ে ধরে
ঔষধের সাধ্য কি বা তারে সুস্থ করে?
ফন্টের প্রযুক্তিগত মান যাচাই
ইউনিকোড কমপ্লায়েন্স:
- ফন্টটি ইউনিকোড স্ট্যান্ডার্ড মেনে তৈরি হয়েছে কিনা তা যাচাই করা গুরুত্বপূর্ণ।
ওপেন টাইপ (OTF) ও ট্রু টাইপ (TTF) ফিচারস :
- ফন্টটি কি ওপেনটাইপ (OTF) এবং ট্রুটাইপ (TTF) ফরম্যাট সমর্থন করে কিনা- তা দেখতে হবে। কারণ এই ফিচারগুলো সঠিক রেন্ডারিং নিশ্চিত করে।
রেন্ডারিং কোয়ালিটি
ফন্ট ছোট এবং বড় সাইজে প্রদর্শনের মান যাচাই করুন। স্ক্রিন রেজোলিউশন এবং প্রিন্ট কোয়ালিটি অনুযায়ী ফন্টটি সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে কিনা তা নিশ্চিত করুন। কোনো কোনো ফন্ট ছোট সাইটে অস্পষ্ট প্রদর্শিত হতে পারে। আবার সাইজ বড় করার ফলে ভেঙে যেতে পারে।
মানহীন ফন্ট ব্যবহারের ঝুঁকি:
- যুক্তাক্ষর ভাঙার সমস্যা: মানহীন ফন্টের কারণে যুক্তাক্ষর এবং বিশেষ চিহ্ন বিকৃত হতে পারে।
- পাঠযোগ্যতার অভাব: ডিজাইনের পাঠযোগ্যতা নষ্ট হতে পারে।
- সিস্টেম ক্র্যাশ: সঠিক রেন্ডারিং না হলে সিস্টেম কাজ করতে ব্যর্থ হতে পারে।
ফন্ট যাচাইয়ের প্রাথমিক চেকলিস্ট
যাচাইয়ের বিষয় | প্রয়োজনীয়তা |
---|---|
গ্লিফ কাভারেজ | সব বর্ণ, সংখ্যা এবং চিহ্ন সঠিকভাবে কাজ করে কিনা। |
যুক্তাক্ষর সাপোর্ট | জটিল যুক্তাক্ষর প্রদর্শনে কোনো সমস্যা আছে কিনা। |
ইউনিকোড কমপ্লায়েন্স | ইউনিকোড স্ট্যান্ডার্ড মেনে তৈরি হয়েছে কিনা। |
কারচিহ্ন সাপোর্ট | সব ধরনের কারচিহ্ন সঠিকভাবে কাজ করছে কিনা। |
রেন্ডারিং কোয়ালিটি | ছোট এবং বড় সাইজে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা। |
মানসম্মত ফন্ট ব্যবহার ডিজাইনের একটি অপরিহার্য অংশ। ফন্ট নির্বাচন ও যাচাইয়ের সময় ওপরের বিষয়গুলো অনুসরণ করলে আপনি আপনার ডিজাইনের জন্য সঠিক মানের ফন্ট নির্বাচন করতে পারবেন। তাই প্রয়োজনে নির্ভরযোগ্য ফন্ট ডিজাইনারদের তৈরি ফন্ট ব্যবহার করুন।
আপনার ফন্ট মান যাচাইয়ের আরও বিস্তারিত বা নির্দিষ্ট কোনও সহায়তা প্রয়োজন হলে, জানাতে পারেন।