ইসলাম ও হিন্দু – ভারতীয় উপমহাদেশে বহুল প্রচলিত দুটি ধর্ম ও জীবন ব্যবস্থা। হিন্দু ধর্ম ও ইসলাম দুটি আলাদা জীবন ব্যবস্থা। ইবাদত পদ্ধতি থেকে শুরু করে আচার-অনুষ্ঠান, তাহজীব-তামাদ্দুন সর্বক্ষেত্রেই আদর্শিক এবং মৌলিক রীতি-নীতিতে এ দুইয়ের মাঝে রয়েছে বিশাল পার্থক্য। ‘হিন্দু ধর্ম ও ইসলাম’ বইয়ে উভয় ধর্মের মৌলিক পার্থক্যগুলো তুলে ধরা হয়েছে।
‘হিন্দু ধর্ম ও ইসলাম’ বইটিতে দুই ধর্মের মাঝে বিদ্যমান পার্থক্যগুলো সাজানো-গোছানো রূপে আলোচনা করা হয়েছে। উভয় ধর্মে মৌলিক উপাদান, ভিত্তি ও বৈশিষ্ট্য; সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা; ইবাদত পদ্ধতি এবং স্থান; ধর্ম শাস্ত্র এবং ধর্ম শাস্ত্রের ইতিহাস ও সংরক্ষণ; মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বিশ্বাস এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণে সুন্দরভাবে ফুটিয়ে তুলা হয়েছে।
পাশাপাশি উভয় ধর্মের নারী অধিকার এবং নৈতিকতার দিকগুলো সুন্দর আলোচনায় নিয়ে আসা হয়েছে। যা একজন ধর্মতত্ত্ব পাঠককে উভয় ধর্ম সম্পর্কে মৌলিক ধারণা দিবে।
মতামত পর্যালোচনা
হিন্দু ধর্ম ও ইসলাম
হিন্দু ধর্ম ও ইসলাম বইয়ে হিন্দু ধর্মের সাথে ইসলামের বিধিবিধানের তুলনা করা হয়েছে।
ইতিবাচক বিবেচনা
- তূলনামূলক বিশ্লেষণ
- হিন্দু ধর্ম ও ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা প্রদান
- উভয় ধর্মের অধিকার এবং উত্তরাধিক নিয়ে বিস্তারিত আলোচনা
মতামত পর্য়ালোচনা
-
একজন ধর্মতত্ত্ব পাঠকের কৌতুহল পূরণ করবে বইটি।