রাসুল সা.-এর বাণী ও কর্মকে হাদিস বলে। আর সুগঠিত ডিজাইনে রাসুল সা.-এর মুখনিঃসৃত বাণী ফুটিয়ে তোলাকে হাদিস পিকচার (hadis picture) বলে। রাসুল সা: বলেন: بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً (আমার নিকট হতে একটি বাণী হলেও পৌঁছে দাও)। তাই কুলসিত সমাজ ব্যবস্থা ও ফেতনার যুগে রাসুল সা.-এর বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া আমাদের আবশ্যকীয় দ্বায়িত্ব ও কর্তব্য। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কুরআন ও হাদিসের বাণী সম্বলিত আকর্ষণীয় পিকচারগুলো সর্বাধিক ভূমিকা রাখতে পারে। কেননা লেখালেখির তুলনার যেকোনো বিষয় চিত্রকারে উপস্থাপন অধিক দৃষ্টি আকর্ষণ ও প্রভাবিত করে। হাদিস পিকচার একটি নৈতিক উদ্দীপক এবং শিক্ষামূলক উপকরণও বটে। এর মাধ্যমে রাসুল সা.-এর হাদিসের মর্ম এবং বার্তাগুলো আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা যায়, যা সাধারণত অন্যান্য উপায়ের চেয়ে অধিক কার্যকরী ভূমিকা রাখে।
হাদিস পিকচার কেন ব্যবহার করা হয়?
১. হাদিস পিকচার ব্যবহার করা হয় মানুষকে ইসলামি নৈতিকতা এবং জীবন ব্যবস্থার উপর আগ্রহী এবং উদ্বুদ্ধ করার জন্য।
২. মানুষের মাঝে দ্বীনি মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাদিস পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। কেননা বেশি বেশি কুরআনের আয়াত, হাদিসের বাণী প্রচারের মাধ্যমে সামাজিক সংস্কৃতির বিপ্লব তৈরি সম্ভব।
৩. ছবিসমূহের মাধ্যমে যেকোনো বিষয় বুঝানো সহজ হয়।
১০টি হাদিস পিকচার ডাউনলোড করুন
নিচে ১০টি হাদিস পিকচার দেওয়া হলো। পিকচারগুলো বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আপনি আপনার সোশ্যাল মিডিয়া পোস্টে পিকচারগুলো পোস্ট করতে পারেন।
►► রাসুল সা.-এর জীবনে সংঘটিত সকল যুদ্ধের ইতিহাস
Hadis picture free downlaod
এখানে বহুল ব্যবহৃত hadis picture গুলো শেয়ার করা হলো। আপনি ডাউনলোড করে picture গুলো ব্যবহার করতে পারেন।
সকল পিকচারগুলো একত্রে ডাউনলোড করতে ডাউনলোড বাটনে ক্লিক করুন।