প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক লক্ষ হজ ও উমরা পালনকারী বাংলাদেশ থেকে হজ ও উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করে থাকেন। সৌদি আরবে গমনে করতে চাইলে যে সব জরুরী জিনিসপত্র সাথে নেওয়া আবশ্যক সেগুলো সে সকল জিনিসপত্রের তালিকা নিন্মে প্রদান করা হল।
হজ বা উমরায় যেসব জিনিস সঙ্গে নিতে হবে:
- ১. ইহরামের কাপড় (আড়াই হাত বহরের) আড়াই গজ করে ২ পিস এবং ৩ গজ করে ২ পিস।
- ২. জামা ৪ সেট।
- ৩. গেঞ্জি ৪টি, লুঙ্গি ২ টি ও টুপি ২টি।
- ৪. কোমরে বাঁধার বেল্ট ১টি।
- ৫. পাতলা জায়নামাজ ১টি। (মক্কা/মদিনা থেকেও ক্রয় করতে পারেন।)
- ৬. মেসওয়াক, ব্রাশ ও পেস্ট।
- ৭. তোয়ালে বা গামছা ১টি।
- ৮. বিছানার চাদর ১টি।
- ৯. স্পঞ্জ স্যান্ডেল ২ জোড়া (চিকন ফিতার)। কেননা, ইহরাম অবস্থায় পায়ের উঁচু হাড় ঢাকা নিষিদ্ধ। তাই সে সময় স্যান্ডেল পরিধান করতে হবে।
- ১০. স্টিল বা মেলামাইনের ১টি প্লেট ও ১টি গ্লাস।
- ১১. সরিষার তৈল, ক্রিম, লোশন।
- ১২. টয়লেট পেপার, টুথপিক ও কটন বাড।
- ১৩. হ্যান্ড টিস্যু ১ বক্স।
- ১৪. বালিশ (পাম্পিং)।
- ১৫. লাগেজ ১টি। বি.দ্র.: সৌদি আরব গমনকালে অবশ্যই লাগেজ ব্যবহার করুন। এতে আপনার মালামাল সুরক্ষিত থাকবে। যথাসম্ভব, নিম্ন মানের লাগেজ পরিহার করুন।
- ১৬. পিঠে বা কাঁধে ঝুলানো ব্যাগ একটি।
- ১৭. গলায় ঝুলানো ব্যাগ ১টি।
- ১৮. পকেট ছাতা (বাধ্যতামূলক)।
- ১৯. জুতা রাখার কাপড়ের ব্যাগ ১টি। এটি মসজিদুর হারাম ও মসজিদে নববীতে জুতা রাখার জন্য আপনার প্রয়োজন পড়বে।
- ২০. পবিত্র হজ্জ বিষয়ক ও প্রয়োজনীয় দোয়ার কিতাব সমূহ।
- ২১. ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত সেবনের ঔষধপত্র। বি.দ্র.: সৌদি আরবে ঔষধপত্রের দাম দ্বিগুণ। তাই বাংলাদেশ থেকে ঔষধপত্র সঙ্গে নিয়ে যাবেন।
- ২২. দুই কেজি চিড়া ও এক কেজি গুড়।
- ২৩. টি ব্যাগ/কফি, চিনি ও হাফ কেজি গুড়া দুধ (অভ্যাস থাকলে )।
- ২৪. আাঁচার, কালোজিরার গুড়া, শুকনা পাট পাতা ও শুকনা মরিচ ভাজা (যদি সম্ভব হয়)।
- ২৫. তায়াম্মুমের মাটি।
- ২৬. গামাজা সাবান, কাপড় কাচার সাবান ও গুড়া সাবান।
- ২৭. দস্তরখানা হিসেবে ব্যবহারের জন্য এক টুকরা রেক্সিন।
- ২৮. পূর্বে হজ/উমরা আদায়কারী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেইন কিলার ট্যাবলেট সাথে রাখুন। এটি আপনার কাজে আসবে।
বি.দ্র.: হজ ও উমরায় যাওয়ার সময় এক হাজার ডলার সমপরিমাণ সৌদি রিয়াল (তিন থেকে চার হাজার রিয়াল) সাথে নিয়ে যাবেন। ভিসা, বিমানের টিকেট সযত্নে রাখুন। প্রয়োজনে ভিসা, বিমানের টিকেটের ছবি তুলে রাখুন। সৌদি গমনের পর আপনার মুয়াল্লিমের নাম্বার যত দ্রুত সম্ভব সংগ্রহ করুন। কোথাও হারিয়ে গেলে মুয়াল্লিমের সাথে যোগাযোগ করুন অথবা বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত কার্ডে দেওয়া হজ অফিসের নাম্বারে ফোন করে সহায়তা নিন। কখনোও রৌদ্রে ছাতি ছাড়া বের হবেন না। সৌদি আরবের তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তাই পানির বোতল সর্বদা সাথে রাখুন।
মনে রাখবেন, আপনি ইবাদতের উদ্দেশ্যে মক্কা-মদিনা গমন করছেন। এক মাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদতে লিপ্ত থাকুন। এ সকল পবিত্র স্থানে নিজেদের ফটো তোলে নিজের আমল বরবাদ করবেন না।
উপরোক্ত বিষয়গুলো PDF আকারে ডাউনলোড করতে নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন।