শিল্পী বাঁচলে শিল্প বেঁচে থাকে। শিল্পীর মৃত্যু শাস্ত্রের ইতি টেনে আনে। অনুরূপভাবে ভাষার উন্নতি, অগ্রগতি, উৎকর্ষ সাধন ও প্রাণবন্ত হওয়াটা কবি-সাহিত্যিকদের মাধ্যমে হয়ে থাকে। সাহিত্যে পশ্চাদ্গামী ভাষার ইতি টেনে আনে। আল্লাহ তায়ালা পৃথিবীতে যত নবি রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে দিয়েছেন স্বজাতির ভাষা সম্পর্কে বিস্তর জ্ঞান। তাইতো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: أنا أفصح العرب অর্থাৎ, আমি আরবদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধভাষী। সুসাহিত্যের মাধ্যমে যেমনিভাবে একটি জাতিকে বহুদূর এগিয়ে নেওয়া যায়; অনুরূপ সাহিত্যিকের ভ্রষ্টতা, ভ্রান্ত ধারণা দেশ ও জাতির মাঝে বিভেদ তৈরি করতে যথেষ্ট। জাতির অধিকাংশ লোকের চিন্তাভাবনা, ধ্যানধারণা ভাষার নেতৃত্বদানকারীদের অনুরূপ হয়ে থাকে।
‘সাহিত্যের ক্লাস’ সাহিত্যচর্চা বিষয়ক একটি বই; যাতে সাহিত্যচর্চা নানাদিক নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন: সাহিত্যের পরিচয়, সাহিত্যচর্চার শুরুটা কীভাবে হবে, সাহিত্যচর্চার বিভিন্ন ধাপ ও পথ পদ্ধতি, বিষয়বস্তু নির্বাচন, বানান সংক্রান্ত মৌলিক ধারণার প্রধান, প্রবন্ধের শ্রেণি বিন্যাস, ছোটগল্প লেখার নিয়ম, উপন্যাসের প্রকার ও লেখার নিয়ম, সফল অনুবাদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা ইত্যাদি। সেই সাথে সাংবাদিকতার নানাদিক নিয়ে আলোচনা করা হয়েছে। যা সাহিত্য পাঠকের সাহিত্যচর্চায় উদ্যোমী করে তুলবে।
বইটির নির্বাচিত অংশ:
শব্দগুলো খুঁটে খুঁটে পড়া। মর্মগুলো ধরে ধরে প্রতিটি বাণী ও মর্মের বিপরীতে নির্ধারিত মোড়কটি আবিষ্কার করা ছাড়া কোন ভাষা শেখা যায় না। [পৃষ্ঠা: ৩০]
লেখালেখির জন্য নামিদামি কোন বিষয় হতে হবে, এমন কোন কথা নেই। মশা ও বিষয় হতে পারে। [পৃষ্ঠা: ৩৯]
অসুন্দর লেখা মানসিক অস্থিরতা, চিন্তার অসংলগ্নতা ও বিশৃঙ্খলভাবে বেড়ে উঠার লক্ষণ। [পৃষ্ঠা: ৪৫]
রচনা সূচনাটা যেন হয় পরিচিত অথচ আকর্ষণীয় শব্দে; হৃদয় ও অনুভূতিকে চুম্বকের মতো টানে – এমন কোন কথা দিয়ে। প্রথম শব্দ কিংবা প্রথম বাক্যটাই যেন পাঠককে রচনা প্রতি আকুল ও আগ্রহী করে তুলে। কারণ যদি প্রথম শব্দে কিংবা প্রথম বাক্যেই পাঠক হোঁচট খায়, তাহলে হয়ত আপনার শখের তৈরি প্রাসাদটা তার আর ঘুরে দেখা হবে না। [পৃষ্ঠা: ৬৫]
যে যত বড় জ্ঞানী হোক, বিদ্বান হোক, কি বিদুষী হোক – ভাষাটা ঠিকমতো আয়ত্তে না থাকলে কোনো প্রতিভাই পাঠ্য বস্তু হয় না। – আল মাহমুদ [পৃষ্ঠা: ৮৮]
মতামত পর্যালোচনা
সাহিত্যের ক্লাস
‘সাহিত্যের ক্লাস’ মুহাম্মদ যাইনুল আবেদীন হাফি.-এর লেখা সাহিত্যচর্চা বিষয়ক একটি বই; যাতে বাংলা সাহিত্যচর্চা নানাদিক নিয়ে আলোচনা করা হয়েছে।
ইতিবাচক
- বাংলা সাহিত্য চর্চার মৌলিক ধারণা প্রদান
- সাহিত্যচর্চার বিভিন্ন ধাপ ও পথ পদ্ধতি নিয়ে আলোচনা
- বানান সংক্রান্ত মৌলিক ধারণার প্রধান
- ছোটগল্প লেখার নিয়ম সংক্রান্ত আলোচনা
- উপন্যাসের প্রকার ও লেখার নিয়ম সংক্রান্ত আলোচনা
মতামত পর্য়ালোচনা
-
বইটি বাংলা সাহিত্যচর্চার পথ দেখাবে।