বিভিন্ন প্রয়োজনে, কাজের তাগীদে আমাদের জীবনে সফর করা নিত্য দিনে প্রয়োজনীয় বিষয়ে পরিণত হয়েছে। সফরের রয়েছে কিছু আদব ও সুন্নত। যা পালনে যান-বাহনের দূর্ঘটনা, বিভিন্ন প্রকার বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়।
সফরের পূর্বে পাঠ করার জন্য ঠিক তেমনেই একটি চমৎকার দোয়া রাসুল সা. আমাদেরকে শিখিয়েছেন।
সফরে বের হওয়ার দোয়া
প্রথমে তিনবার ‘আল্লাহু আকবর’ বলা।
অতঃপর নিম্নোক্ত আয়াতটি তেলাওয়াত করা।
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
বাংলা উচ্চারণ: সুবহানাল্লাজী সাক্কারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুক্বরিনীন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্বলিবুন।
অর্থ: পবিত্র সেই সত্তা, যিনি এই বাহনকে আমাদের বশীভূত করে দিয়েছেন। অন্যথায় একে বশীভূত করার ক্ষমতা আমাদের ছিল না।
অতঃপর এই দোয়া পাঠ করা।
اَللَّهُمَّ إنَّا نَسْأَلُكَ ِفيْ سَفَرِنَا هَذَا الِبرَّ وَالتَّقْوَى، وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى، اَللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اَللَّهُمَّ أَنْتَ الصَّاحَبُ ِفيْ السَّفَرِ، وَالْخَلِيْفَةُ فِيْ الْأَهْلِ، اَللَّهُمَّ ِإنِّيْ أَعُوْذُ بِكَ ِمنْ وَعْثاَءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوْءِ الْمُنْقَلَبِ ِفيْ الْمَاِل وَالْأَهْلِ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন সাফারিনা হাজাল বির্রা ওয়াত তাক্বওয়া; ওয়া মিনাল আমালী মা তারদো; আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সাফারনা হাজা ওয়াতওয়ী আ’ন্না বু’দাহ। আল্লাহুম্মা আনতাস সোহিবু ফিস সাফারী ওয়ার খালফিাতু ফিল আহলি; আল্লাহুম্মা ইন্নি আওয়ুজু বিকা মিন ওয়াছাইস সাফারী; ওয়া কাআবাতীল মানজরি; ওয়া সুইল মুনক্বলাবি ফিল মালি ওয়ার আহলি।
অর্থ: হে আল্লাহ! আমি এই সফলে আপনার অনুগ্রহ, তাক্বওয়া ও এমন আমল কামনা করছি; যাতে আপনি সন্তুষ্ট। হে আল্লাহ! আপনি এই সফরকে সহজ করে দিন এবং আমাদের থেকে এর দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ! সফরে আপনিই সঙ্গী আর পরিবারে আপনিই প্রতিনিধী। হে আল্লাহ! আমি আপনার কাছে সফরের কষ্ট, খারাপ দৃষ্ট এবং পরিবার এবং অর্থ সম্পদের ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি।
যানবাহনে আরোহনের দোয়া:
নৌকা, জাহাজ বা জল পথে চলাচলের জন্য উক্ত দোয়াটি পাঠ করতে হয়:
بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ
উচ্চারণ : বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসা-হা, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম।
অর্থ: আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ন, মেহেরবান।
স্থলযানে আরোহন কালে এই দোয়া পড়তে হয়:
سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَ مَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَ إنَّا إلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ
উচ্চারণ: সুবহানাল্লাজি সাখ্খারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুক্বরিনীনা ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনক্বরিবুন।
অর্থ: প্রশংসা মহান সত্বার জন্য, যিনি ইহাকে আমাদের বশীভূত করে দিয়েছেন। আর আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করবো।
*القراءة العرابية থেকে আংশিক গৃহীত।