রাসুল সা.-এর দৈহিক গঠন, চলা-ফেরা, উঠা-বসা ইত্যাদির পূর্ণ বিবরণ সম্পর্কীয় শামায়েলে তিরমিজিতে একত্রে পাওয়া যায়। উক্ত হাদিসগুলো বিখ্যাত মুহাদ্দিস ইমাম তিরমিজি (রহ.) এর লিখিত গ্রন্থ শামায়েলে মুহাম্মাদিয়া (যা ‘শামায়েলে তিরমিজ ‘ নামে পরিচিত) থেকে নেওয়া হয়েছে।
রাসুল (সা.)-এর অবয়ব
حَدَّثَنَا أَبُو رَجَائٍ ……. عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَنَسِ بْنِ مَالِکٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ کَانَ رَسُولُ اللهِ صلی الله عليه وسلم لَيْسَ بِالطَّوِيلِ الْبَائِنِ وَلاَ بِالْقَصِيرِ وَلاَ بِالأَبْيَضِ الأَمْهَقِ وَلاَ بِالآدَمِ وَلاَ بِالْجَعْدِ الْقَطَطِ وَلاَ بِالسَّبْطِ بَعَثَهُ اللَّهُ تَعَالَی عَلَی رَأْسِ أَرْبَعِينَ سَنَةً فَأَقَامَ بِمَکَّةَ عَشْرَ سِنِينَ وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ وَتَوَفَّاهُ اللَّهُ تَعَالَی عَلَی رَأْسِ سِتِّينَ سَنَةً وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعَرَةً بَيْضَائَ
হযরত আবু রজা……… হযরত রবিয়া ইবনে আবু আব্দুর রহমান হযরত আনাস ইবনে মালেক (রহ.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন:
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অস্বাভাবিক দীর্ঘদেহী ছিলেন না আবার বেঁটেও উঠেছিলেন না। তিনি ধবধবে সাদা এবং সম্পূর্ণ বাদামী বর্ণেরও ছিলেন না। তার চুল মোবারক একেবারে কোঁকড়ানোও ছিল না আবার একেবারে সোজাও ছিল না। আল্লাহ তায়ালা ৪০ বছর বয়সে তাঁকে দান করেন। এরপর তিনি মক্কায় ১০ বছর এবং মদিনায় ১০ বছর অবস্থান করেন। ৬০ বছর বয়সে আল্লাহ তায়ালা তাকে ওফাত দেন। ওয়াফাতের সময় তাঁর চুল ও দাড়ি মুবারেক মিলিয়ে বিশটি চুলও সাদা ছিল না। [শামাঈলে তিরমিযী (উর্দু) হাদীস নং: ১]
حَدَّثَنَاحُمَيْدُ بْنُ مَسْعَدَةَ …………… عَنْ أَنَسِ بْنِ مَالِکٍ قَالَ کَانَ رَسُولُ اللهِ صلی الله عليه وسلم رَبْعَةً لَيْسَ بِالطَّوِيلِ وَلا بِالْقَصِيرِ حَسَنَ الْجِسْمِ وَکَانَ شَعَرُهُ لَيْسَ بِجَعْدٍ وَلا سَبْطٍ أَسْمَرَ اللَّوْنِ إِذَا مَشَی يَتَکَفَّأُ
হযরত হুমাইদ ইবনে মাসআদা ……… হযরত আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উচ্চতায় মধ্যমাকৃতির ছিলেন। লম্বা কিংবা বেঁটে ছিলেন না। তিনি খুব সুন্দর দেহের অধিকারী ছিলেন। তাঁর চুল মুবারক অধিক কোঁকড়ানোও ছিল না।। ( বলা যায়, সামান্য কোঁকড়ানো ভাব ছিল।) হাঁটার সময় সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। [শামাঈলে তিরমিযী (উর্দু) হাদীস নং: ২]
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ………. سَمِعْتُ الْبَرَائَ بْنَ عَازِبٍ يَقُولُ کَانَ رَسُولُ اللهِ صلی الله عليه وسلم رَجُلا مَرْبُوعًا بَعِيدَ مَا بَيْنَ الْمَنْکِبَيْنِ عَظِيمَ الْجُمَّةِ إِلَی شَحْمَةِ أُذُنَيْهِ الْيُسْرَی عَلَيْهِ حُلَّةٌ حَمْرَائُ مَا رَأَيْتُ شَيْئًا قَطُّ أَحْسَنَ مِنْهُ
হযরত মুহাম্মদ ইবনে বাশশার ………. বারা ইবনে আজিব রা. থেকে বর্ণনা বলেন,
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মধ্যমাকৃতির ছিলেন। তার স্কন্ধ দ্বয়ের মধ্যবর্তী স্থান বেশ প্রশস্ত ছিল। (এটা বক্ষ প্রশস্ত তার আলামত।) তার ঘন কেশরাজি উভয় কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল। তার পরনে ছিল লাল রেখাযুক্ত চাদর ও লুঙ্গি। আমি তার চেয়ে সৌন্দর্যময় কোনো কিছুই দেখিনি।
[শামাঈলে তিরমিযী (উর্দু) হাদীস নং: ৩]