বৈশ্বিক মোবাইল ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে এসএমএস-এর মাধ্যমে। সময়ের স্রোতে প্রযুক্তির উৎকর্ষ সাধনে মোবাইল ব্যাংকিংয়ের সেবার মান উন্নত হতে থাকে। সে সময় দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে মোবাইল ব্যাংকিংয়ের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিমিষেই অর্থ প্রেরণের পদ্ধতি হাতের মুঠোয় সহজলভ্য হওয়ায় এর চাহিদা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয় এক দশক পর ২০১১ সালে। ২০১১ সালের ৩০ শে মার্চ ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিংয়ের যাত্রা শুরু করে।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই অর্থ আদান-প্রদান, বিদেশ থেকে রেমিটেন্স প্রেরণ এবং পরিষেবার আওতায় মোবাইল রিচার্জ, লোন গ্রহণ, ইউটিলিটি বিল প্রদানসহ আওতাধীন যাবতীয় সুযোগ-সুবিধা মানব জীবন যাত্রায় ব্যাপক পরিবর্তন বয়ে আনে। এমনকি এটি অর্থনীতিতে বিরাট অবদান রেখে আসছে।
এবার মূল প্রসঙ্গে ফিরে আসি-
আর্থিক লেনদেন, অর্থব্যবস্থা ও অর্থনীতি ইসলামি শরিয়তের অবিচ্ছেদ্য অংশ। জীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল পন্থা অবলম্বন এবং হারাম বর্জন প্রতিটি মুসলমানের উপর ফরজ। যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের পুরো কার্যক্রম সুদি লেনদেন মুক্ত নয়। তাই মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট, গ্রাহক এবং সুবিধাভোগকারীদের হারাম বর্জনে এ সংক্রান্ত শরয়ী হুকুম-আহকাম জানা আবশ্যকীয়। সময়ের দাবি, এ সংক্রান্ত এমন কোনো স্বতন্ত্র বই প্রকাশিত হওয়া; যাতে মাধ্যমে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত সমস্যার শরয়ী সমাধান খুঁজে পাওয়া যাবে।
‘মোবাইল ব্যাংকিং – তাত্ত্বিক বিশ্লেষণ ও শরয়ি সমাধান’ মুফতী মুনীর হুসাইন হাফি.-এর লিখিত মোবাইল ব্যাংকিং বিষয়ক একটি গ্রন্থ; যাতে এ সংক্রান্ত শরয়ী দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিষয়ের তাত্ত্বিক বিশ্লেষণ এবং সমাধান দেওয়া হয়েছে। বিষয়বস্তু বিবেচনায় বইটি সময়পোযগী ও অনন্য।
বইটির কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়:
বইটি যেহেতু পরিষেবা সংক্রান্ত শরয়ী হুকুম-আহকাম নিয়ে, তাই নিম্নোল্লিখিত পরিষেবাগুলোর বিধান বইটিতে বর্ণনা করা হয়েছে।
- মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন সেবার শরয়ী হুকুম
- ক্যাশ আউট
- ক্যাশ ইন
- রিচার্জ অফার
- সেন্ড মানি
- অ্যাডমানি ক্যাশব্যাক
- রেমিটেন্স ও প্রণোদনার হুকুম
- মার্চেন্ট পেমেন্ট
- মার্চেন্ট পেমেন্টের শরয়ী হুকুম
- শতকরা হারে বিনিময় নির্ধারণ
- ক্যাশব্যাকের শরয়ী হুকুম
- কারেন্ট অ্যাকাউন্টের সাথে তুলনা
- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যাকাত আদায় করা
- বিকাশের মাধ্যমে ঋণ প্রদান
- মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের যাকাত
- মানি অর্ডার ও মোবাইল ব্যাংকিংয়ের শরয়ী রূপরেখা
- মোবাইল ব্যাংকিংয়ের হুকুম
বইটিতে প্রতিটি বিষয়ের আলোচনা সুন্দর ও সাবলীল উপস্থাপনায় নিয়ে আসা হয়েছে। প্রতিটি অধ্যায়ে প্রয়োজনীয় শরয়ী রেফারেন্স উল্লেখ এবং হারাম উপার্জন থেকে বাঁচার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। বইটি সর্বস্তরের পাঠকের জন্য উপযোগী। আশা করছি, সকলেই বইটি থেকে সমানভাবে উপকৃত হতে পারবেন।
মতামত পর্যালোচনা
মোবাইল ব্যাংকিং
‘মোবাইল ব্যাংকিং - তাত্ত্বিক বিশ্লেষণ ও শরয়ি সমাধান’ মুফতী মুনীর হুসাইন হাফি.-এর লিখিত মোবাইল ব্যাংকিং বিষয়ক একটি গ্রন্থ; যাতে এ সংক্রান্ত শরয়ী দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিষয়ের তাত্ত্বিক বিশ্লেষণ এবং সমাধান দেওয়া হয়েছে। বিষয়বস্তু বিবেচনায় বইটি সময়পোযগী ও অনন্য।
ইতিবাচক
- মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন সেবার শরয়ী হুকুম
- ক্যাশ আউট সংক্রান্ত বিধান
- ক্যাশ ইন সংক্রান্ত বিধান
- রিচার্জ অফার সংক্রান্ত বিধান
- সেন্ড মানি সংক্রান্ত বিধান
- অ্যাডমানি ক্যাশব্যাক সংক্রান্ত শরয়ী বিধান
- রেমিটেন্স ও প্রণোদনার বিধান
- মার্চেন্ট পেমেন্ট ও এজেন্ট সংক্রান্ত শরয়ী বিধান
- মার্চেন্ট পেমেন্টের শরয়ী হুকুম
- শতকরা হারে বিনিময় নির্ধারণ
- ক্যাশব্যাকের শরয়ী হুকুম
- কারেন্ট অ্যাকাউন্টের সাথে তুলনা
- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যাকাত আদায় করার হুকুম
- বিকাশের মাধ্যমে ঋণ প্রদান
- মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের যাকাত
- মানি অর্ডার ও মোবাইল ব্যাংকিংয়ের শরয়ী রূপরেখা
- মোবাইল ব্যাংকিংয়ের হুকুম
মতামত পর্য়ালোচনা
-
বিষয়বস্তু বিবেচনায় বইটি সময়পোযগী ও অনন্য এবং সর্বস্তরের পাঠকের জন্য উপযোগী।
মোবাইল ব্যাংকিং -/- কিনুন:
We collect information from many stores for best price available