‘মুসলিম গোয়েন্দা বাবু’ একটি আত্মজীবনী মূলক বই। একজন গোয়েন্দা তার জীবনী তুলে ধরেন বইটিতে। রাষ্ট্রীয়ভাবে একটি মিশন বাস্তবায়নের জন্য দ্বায়িত্ব দেওয়া হয়। বইতে মিশনের সূচনা থেকে সমাপ্তি অবদি পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন। ২ খন্ডে প্রকাশিত বইটিতে লেখক তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, গোয়েন্দা জীবনের কলা-কৌশল এবং সমাজের বাস্তবতাগুলো তুলে ধরেন। বইটিতে লেখক সংঘত কারণেই নিজেকে আড়াল করে রেখেছেন। গোয়ান্দা সম্পর্কে কৌতুহলীদের আগ্রহ পূরণ করবে বইটি।
বই থেকে নির্বাচিত অংশ:
গোয়েন্দা বিভাগে এই পদ্ধতি প্রচলিত যে, জাসুসকে বেশভুষা ও শারিরিক দিক থেকে এমন হতে হবে যে প্রয়োজনে একশ মানুষের মাঝেও সে আত্মগোপন করতে পারে। [পৃষ্ঠা: ১৮]
হিন্দুরা যদি কোনো বস্তুকে ভয় করে থাকে তবে তা হলো মৃত্যু। আর সেই মৃথ্যুর ভয় থাকার কারণেই হাতে গোনা কয়েক হাজার ভিনদেশী মুসলমান সৈনিকের শক্তিবলে ঘুরি, তুগলক, গোলাম, লুধি, মোগজ শাসকগণ নির্ভয়ে বীরত্বের সাথে কোটি কোটি হিন্দুদের মহাভারতে বুকটান করে শাসন করেছেন। [পৃষ্ঠা: ১০১]
The Review
মুসলিম গোয়েন্দা বাবু
‘মুসলিম গোয়েন্দা বাবু’ একটি আত্মজীবনী মূলক বই। বইটিতে একজন গোয়েন্দা তার জীবনী তুলে ধরেন।
Review Breakdown
-
মূল ঘটনার চেয়ে আনুষঙ্গিক বিষয় নিয়ে বেশি আলোচনা করা হয়েছ।