একটি সভ্য জাতির মন-মস্তিষ্ক নিয়ন্ত্রণ, সভ্যতা গ্রহণ ও বর্জন ভাষা-সাহিত্যের মাধ্যমে হয়ে থাকে। ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ– মাওলানা মুহাম্মদ হেদায়েত উদ্দীন হাফি.-এর লেখা ভাষা ও সাহিত্যচর্চা বিষয়ক একটি গ্রন্থ; যাতে সাহিত্যচর্চার বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বইটি মোট ছয়টি অধ্যায়ে বিভক্ত।
- প্রথম অধ্যায়ে ইসলামের দৃষ্টিতে ভাষা সাহিত্য এবং কাব্য চর্চা, বাংলা সাহিত্যের তিন যুগ ও ইতিহাস প্রসঙ্গে আলোচনা করা হয়েছে।
- দ্বিতীয় অধ্যায়টি বর্ণ, শব্দ, বানান, ক্রিয়া, লেখালেখির হাতেখড়ি এবং যথাস্থানে সঠিক শব্দ প্রয়োগ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে।
- তৃতীয় অধ্যায়টি রচনা লেখার নিয়মনীতি; শব্দ চয়ন ও বিন্যাসের নীতিমালা; রচনা-প্রবন্ধ-নিবন্ধের মাঝে পার্থক্য; লেখালেখিতে শব্দগত, ভাষাগত, বিষয়বস্তুগত, শৈলীগত ভুলগুলো এবং সংবাদপত্রে সংবাদ, কলাম, ফিচার, কবিতা, ছড়া লেখা প্রসঙ্গে।
- চতুর্থ অধ্যায়টি অনুবাদ বিষয়ক। অনুবাদের সংজ্ঞা, প্রকার, মূলনীতি, শর্তাবলি, নিয়ম-নীতি প্রসঙ্গে আলোচনা করা হয়েছে।
- পঞ্চম অধ্যায়টি সাহিত্য সমালোচনা বিষয়ক।
ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ বই সম্পর্কে মতামত:
ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ বইটি ব্যাপকভাবে সবার জন্য, বিশেষভাবে মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য উপকারী। বইটি প্রাথমিক সাহিত্যচর্চার দ্বিতীয় স্তরের। প্রাথমিকভাবে বরেণ্য লেখক মুহাম্মদ যাইনুল আবেদীন হাফি.-এর লেখা সাহিত্য চর্চার দিকনির্দেশনা মূলক বই ‘সাহিত্যের ক্লাস’ পড়ার পর ‘ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ’ পাঠে উপকৃত হবেন বলে আশা করছি।
মতামত পর্যালোচনা
ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ
ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ- মাওলানা মুহাম্মদ হেদায়েত উদ্দীন হাফি.-এর লেখা ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ক একটি গ্রন্থ; যাতে ভাষা, সাহিত্য ও সাংবাদিকতার বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
ইতিবাচক
- বাংলা সাহিত্যের তিন যুগ ও ইতিহাস প্রসঙ্গে আলোচনা
- বর্ণ, শব্দ, ক্রিয়া এবং সঠিক শব্দ প্রয়োগ প্রসঙ্গে আলোচনা
- রচনা লেখার নিয়মনীতি এবং সংবাদ, কলাম, ফিচার, কবিতা ও ছড়া লেখা প্রসঙ্গে আলোচনা
- অনুবাদ বিষয়ক আলোচনা
- সাহিত্য সমালোচনা বিষয়ক আলোচনা
মতামত পর্য়ালোচনা
-
সাহিত্য ও সাংবাদিকতায় আগ্রহীদের জন্য বইটি প্রাথমিক স্তরের।