বিজয় টু ইউনিকোড কনভার্টার সাধারণত কোনো আন্সি লেখাকে ইউনিকোডে রূপান্তরিত করতে সহায়তা করে। বহু আগে লেখালেখির জন্য বাংলা লিপি ল্যাটিন লিপির উপর ভিত্তি করে তৈরি করা হত। সে সময় ইউনিকোড ততটা জনপ্রিয়তা লাভ করে নি। ফলে বাংলা ফন্ট ডেভেলপারগণ ল্যাটিন ভাষার উপর ভিত্তি করে আন্সি ফন্ট তৈরি করতেন।
এখন সময় বদলেছে। প্রযুক্তি বদলের পাশাপাশি দিন দিন কমছে আন্সি ফন্টের ব্যবহার। ইউনিকোড ফন্ট সর্বত্র ব্যবহারের উপযোগী হলেও আন্সি ফন্টের বেলায় তা ভিন্ন। ধরুন, আপনি ওয়েব ব্রাউজারে কোনো কিছু লিখে সার্চ করবেন। এ ক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে ইউনিকোডে টাইপ করতে হবে। ফেসবুকে পোস্ট বা কাউকে মেসেজ পাঠাতে চাচ্ছেন? আপনার সে ইউনিকোড ফরম্যাট ব্যবহার করেই সার্চ করতে হবে।
যেখানে পুরো ইন্টারনেট জুড়েই রয়েছে ইউনিকোড ফন্টের একচ্ছত্র আধিপত্য। সেখানে আন্সি ফন্ট ব্যবহারের দেখা মিলবে না। যার ফলে আন্সি ফন্টের ব্যবহার দিন দিন খুবই সীমিত হয়ে আসছে।
বাংলা ফন্টগুলো যেহেতু গ্রাফিক্স ডিজাইনারদের ব্যবহারের জন্য সাধারণত তৈরি করা হয়। আর আমাদের দেশের শতকরা ৮০ ভাগ ডিজাইনার এখনোও পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল। প্রযুক্তির ক্রমাগত উন্নয়ন হলেও তারা পুরনো প্রযুক্তি ব্যবহার করে আসছেন। তারা ইউনিকোড ফন্ট ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেননি। তাই সহজে টাইপ করার জন্য প্রয়োজন হয় বিজয় টু ইউনিকোড কনভার্টার বা আন্সি টু ইউনিকোড কনভার্টার-এর।
বিজয় টু ইউনিকোড কনভার্টার ডাউনলোড
মোবাইল ব্যবহারকারীগণ প্লে স্টোর থেকে বিজয় টু ইউনিকোড কনভার্টার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। গুগল প্লে স্টোরে রয়েছে একাধিক কনভার্টার। তবে সবচেয়ে ভালো মানে কয়েকটি কনভার্টার লিংক নিচে দেওয়া হল। সেগুলো ব্যবহার করে সহজেই বিজয় টু ইউনিকোড কনভার্ট করতে পারবেন।
মোবাইলের জন্য বিজয় টু ইউনিকোড কনভার্টার ডাউনলোড
অ্যাপ: Okkhor52 Tools – Bangla Conver
ডাউনলোড: ১০০০০+
রেটিং: ৪৩
অ্যাপ: বাংলা কনভার্টার
ডাউনলোড: ১০০০০০+
রেটিং: ৪.০
অ্যাপ: Bangla Converter
ডাউনলোড: ১০০০০+
রেটিং: ৪.৩
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য বিজয় টু ইউনিকোড কনভার্টার
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য আলাদা কোনো ইউনিকোড কনভার্টার তৈরি করা হয় নি। বরং ইউনিকোড থেকে আন্সিতে এবং আন্সি থেকে ইউনিকোডে কনভার্ট করার জন্য অনলাইনে বিভিন্ন সাইট রয়েছে। যে সকল সাইট থেকে আপনি সহজেই কনভার্ট করতে পারবেন। সে সকল সাইটের লিংক নিচে দেওয়া হল।