ভাষা আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দান। এর মাধ্যমে আল্লাহ তায়ালা মানব জাতির উপর তার এক বিশেষ অনুগ্রহের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। পৃথিবীতে সকল জাতী-গোষ্ঠীরই রয়েছে নিজস্ব ভাষা। সকলেই স্বীয় মাতৃ ভাষায় ভাব ব্যক্ত করে। আমরাও মনের ভাব ব্যক্ত করি; আকার-ইঙ্গিত, উচ্চারণে বা লিখিত রূপে। মোট কথা, আমাদের ভাব ব্যক্ত করার মাধ্যম হলো ভাষা।
প্রতিটি ভাষার দুটি রূপ থাকে। ১. কথ্য ভাষা রীতি ও ২. লেখ্য ভাষা রীতি। ক্ষেত্র বিশেষ এ দুয়ের ব্যবহার হয়ে থাকে। কথ্য ভাষা রীতিতে ভাব ব্যক্ত করতে শব্দের সঠিক বানান না জানা থাকলেও সঠিক উচ্চারণ জানতে হয়। আর লেখ্য ভাষা রীতিতে শব্দের বানান, ব্যবহার, প্রয়োগক্ষেত্র ও বিরাম চিহ্ন ইত্যাদি সম্পর্কে জানা অত্যাবশ্যকীয়।
কখনো অজান্তেই আমরা বানানে ভুল করে বসি। কিছু ভুল এমন; যা সর্বমহলেই হয়ে থাকে। তার মধ্যে একটি ভুল হলো ‘:’ এর স্থানে ‘ঃ’ এর ব্যবহার। এটি একটি নিন্দনীয় ভুল; যা ভাষার সৌন্দর্য ক্ষুণ্ন করে। যেমন: নাম: এভাবে না লিখে নামঃ এভাবে লেখা।
অত্যান্ত পরিতাপের বিষয় হলো সরকারি-বেসরকারি অফিস, আদালত সবখানে এই ভুলটি অধিকাংশই করে থাকেন। মূলত ‘ঃ’ বাংলা বর্ণমালার স্বতন্ত্র একটি বর্ণ। এটি তার নির্দিষ্ট প্রয়োগক্ষেত্রেই ব্যবহৃত হয়। নির্দিষ্ট প্রয়োগ ক্ষেত্র ব্যতীত অন্যত্র ব্যবহার করা শব্দের সৌন্দর্যকে নষ্ট করে এবং লেখার মান কমিয়ে দেয়। কাজেই বাংলা লেখার সময় উপর্যুক্ত বিষয়ে সতর্ক থাকা অত্যাবশ্যকীয়।
নিচে এ ধরনের ভুলের তালিকা দেওয়া হলো:
ভুল বানান: | শুদ্ধ বানান: |
---|---|
নামঃ | নাম: |
পিতাঃ | পিতা: |
মাতাঃ | মাতা: |
উপাধিঃ | উপাধি: |
বংশধারাঃ | বংশধারা: |
জন্মঃ | জন্ম: |
বৈশিষ্ট্যঃ | বৈশিষ্ট্য: |
মৃত্যুঃ | মৃত্যু: |
গ্রামঃ | গ্রাম: |
ঠিকানাঃ | ঠিকানা: |
মৌজাঃ | মৌজা: |
ইউনিয়নঃ | ইউনিয়ন: |
পোঃ | পো: |
থানাঃ | থানা: |
উপজেলাঃ | উপজেলা: |
জেলাঃ | জেলা: |
বিভাগঃ | বিভাগ: |
বলেনঃ | বলেন: |
সাঃ | সা. |
রাঃ | রা. |
রহঃ | রহ. |
রাহিঃ | রাহি. |
আঃ | আ. |
হাফিঃ | হাফি. |
মাওঃ | মাও. |
হাঃ | হা. |