বাংলা ফন্ট ডিজাইনে আপনাকে স্বাগতম। বাংলা ফন্ট ডিজাইনের ধারাবাহিক প্রবন্দগুলোতে ফন্টের খুঁটিনাটি বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি, বাংলা ফন্ট ডিজাইনের সময় যে সকল ভুলগুলো প্রাথমিক অবস্থায় ডিজাইনারগণ করে থাকেন। সেসকল বিষয় আলোচনা করা হয়েছে।
বাংলা টাইপফেস ডিজাইন এবং ফন্ট ডেভেলপ করার জন্য Fontcreator, Fontlab ব্যবহৃত হয়। তবে, Adobe Illustrator, Inkscape বা এ জাতীয় সফটওয়্যার ব্যবহার করে সাধারণত টাইপফেস তৈরি করা হয়।
বলে রাখা ভালো, অধিকাংশ বাংলা ফন্ট Adobe Illustrator এ ডিজাইন করা হয়েছে। কেননা Illustrator এ বিভিন্ন টুলস ব্যবহার করে ফন্টকে খুব সহজেই আকর্ষণীয় করে তোলা যায়। Fontlab বা Fontcreator এ খুব কমই ফন্ট ডিজাইন করা হয়। বরং এ সফটওয়্যারগুলো ফন্ট ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়।
যেভাবে বাংলা ফন্ট ডিজাইন শুরু করব
বাংলা ফন্ট ডিজাইন শুরু করার পূর্বে বাংলা বর্ণমালা সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। প্রতিটি বর্ণের গঠনশৈলীর প্রতি গভীর মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে বাংলা আদর্শলিপি বইটি কিনে নিতে পারেন অথবা কালপুরুষ, আদর্শলিপি বা এ জাতীয় ফন্ট দেখে দেখে চর্চা করতে পারেন।
বর্ণমালার প্রতিটি বর্ণের পরটির সাথে কি পার্থক্য রয়েছে; পরিবর্তনগুলো কেমন এবং কি পরিমাণ; কোন বর্ণে মাত্রা কতটুকু হবে; বর্ণের দৈর্ঘ্য-প্রস্থ ইত্যাদি খুঁটিনাটি বিষয় খুব ভালো করে চর্চা করতে হবে।
প্রথমত খেয়াল করতে হবে, প্রতিটি বর্ণের আকৃতি অসামঞ্জস্যপূর্ণ না হয়। ডিজাইনের সময় বর্ণমালার দৈর্ঘ্য-প্রস্থের প্রতি লক্ষ রাখতে হবে। বর্ণমালার মাপ ঠিক রাখার জন্য রুল ব্যবহার করতে পারেন। নিচে দেওয়া চিত্রটি ভালো করে লক্ষ করুন। চিত্রে স, য, দ, খ বর্ণগুলোর মাপ এই দেখানো হয়েছে।
টাইপফেস ডিজাইনের সময় সহজ পদ্ধতি অবলম্বন করুন। এতে আপনি কম সময়ে ভালো ডিজাইন করতে সক্ষম হবেন।
ব, হ, ত, ও, এ, য, ন,ড, ঢ এই বর্ণগুলো ডিজাইন করলে বাকি বর্ণগুলো ডিজাইন করাটা সহজ হয়ে যায়। নিচে দেওয়া ছকে দেখানো হল। কিভাবে গুটি কয়েকটি বর্ণগুলো দিয়ে বাকি বর্ণগুলো ডিজাইন করা যায়।
ড= উ, ঊ ঙ, জ, ড, ড়, ভ, ও , ঔ
ব= ঋ, ক, ঝ, ব, র, ৰ ৱ
য= য, য়, ফ, খ, ঘ, ষ, থ
ত = অ, আ, ত
এ= এ, ঐ, ঞ
ন= ন, ণ, ম
হ= ই, ঈ, হ
ঢ= ট, ঢ, ঢ়, চ, ছ
গ= গ, প
উপরোক্ত ৯ টি বর্ণ ডিজাইন করতে পারলে ৪০ টি বর্ণ অতি সহজেই ডিজাইন করা যায়। বাকি, স, ল, শ, ৎ, ং, ঃ, ঁ ডিজাইন করলেই বর্ণমালা ডিজাইন কমপ্লিট।