ক্যালিওগ্রাফি মনোযোগ আকর্ষণের একটি মাধ্যম। যেকোনো ডিজাইনকে প্রাণবন্ধ করে তুলতে এর ভুমিকা অপরিসীন। বিখ্যাত সব কোম্পানী থেকে শুরু করে প্রতিষ্ঠান, উপলক্ষ্য এমনকি ছাপাখানাতেও রয়েছে এর ব্যবহার। বাংলা ক্যালিগ্রফি ডিজাইনের ধরাবাধা তেমন কোনো নিয়ম নেই। বরং প্রচলিত লেখন পদ্ধতি বাইরে নিজের সৃজনশীলতার মাধ্যমে লিপির অপূর্ব রূপায়নকে বলা হয় ক্যালিওগ্রাফি। এর বাহ্যিক সৌন্দর্য নির্ভর করে নকশাকারের সৃজনশীলতা, রুচি, দক্ষতা ও নিপুনতার উপর।
তবে বাংলা ক্যালিওগ্রাফি ও টাইপোগ্রাফির মাঝে পার্থক্য রয়েছে। মূলত টাইপোগ্রাফি বলা হয়, যা প্রচলিত ফন্ট ব্যবহার করে ডিজাইন করা হয়। কোন বাক্য বা শব্দে ব্যবহৃত বর্ণগুলোর আকার-আকৃতি ছোট-বড় করার মাধ্যমে সুন্দর, মনোমুগ্ধকর টাইপোগ্রাফি ডিজাইন করা হয়। এধরেন ডিজাইনের বেশ প্রচলন রয়েছে।
সংজ্ঞার তারতম্য না জানার কারণে অনেকেই বাংলা ক্যালিওগ্রাফি ডিজাইনগুলোকে টাইপোগ্রাফি বলে ব্যক্ত করে থাকেন। নিচে আরো কয়েকটি বাংলা ক্যালিওগ্রাফি ডিজাইনের ছবি দেওয়া হলো।