বাংলাদেশে ইসলামের আগমন ঘটে সাহাবীদের যুগে। মহানবী হযরত মুহাম্মদ সা.-এর চাচাতো ভাই সাদ বিন আবী ওয়াক্কাস রা. বাংলাদেশে প্রচার করেন। তিনি ৬২০ থেকে ৬২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ দেশে ইসলাম প্রচার করেন। [সূত্র: wikipedia] পরবর্তীতে আরব বণিক, সুফি-সাধক ও তুর্কি বিজেতাদের হাত ধরে বাংলাদেশে ইসলামের প্রচার-প্রসার হয়। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন আরব-অনারব থেকে আগত বহু সুফিগণ।
স্থানীয়রা সুফিদের আচারব্যবহার, চারিত্রিক সৌন্দর্য ও আদর্শ দেখে মুগ্ধ হয়ে এবং বৈষম্যবাদ থেকে মুক্তি পেতে ইসলাম গ্রহণ করেন। যে-সকল সুফি-সাধক এ দেশে আগমন করেছিলেন; তাদের মধ্যে শাহ জালালুদ্দীন, শাহ মুহাম্মদ সুলতান কমর উদ্দীন রুমী, শাহ মাখদুম রুপোস প্রমুখ উল্লেখযোগ্য। কাজেই বাংলাদেশে ইসলাম আগমনের ক্ষেত্রে সফিদের অবদান অনস্বীকার্য।
যে সকল সুফিরা এ দেশে আগমন করেছিলেন:
বায়েজিদ বোস্তামী থেকে খাজা শরফুদ্দীন চিশতী পর্যন্ত বহু সুফিদের আগমন ঘটে বাংলায়। তাদের মধ্যে অনেকের নাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়নি। আর যাদের নাম লিপিবদ্ধ হয়েছে; তাদের ব্যাপারে বিস্তারিত জানা যায় না। নিম্নে উল্লিখিত নামগুলো মুসা আল হাফিজের রচিত ‘বাংলাদেশ ও ইসলাম আত্মপরিচয়ের ডিসকোর্স’ বই থেকে সংগ্রহ করা হয়েছে।
নাম: | স্থান: | মৃত্যু: |
বায়েজিদ বোস্তামী | চট্টগ্রাম | ৮৭৪ |
শাহ সুলতান বলখী মাহীসওয়ার | ঢাকা ও বগুড়া | – |
শাহ মুহাম্মদ সুলতান কমর উদ্দীন রুমী | নেত্রকোনা | ১০৭৫ খ্রি. |
বাবা আদম শহীদ | বগুড়া ও বিক্রমপুর | – |
শাহ মাখদুম রুপোস | রাজশাহী | ১৩১৩ |
শাহ নিয়ামতুল্লাহ বুতশিকন | ঢাকা | |
মখদুম শাহ শাহদৌলা শহীদ | পাবনা | |
ফরীদুদ্দীন শক্করগঞ্জ | চট্টগ্রাম ও ফরিদপুর | |
হযরত মখদুম শাহ মাহমুদ গজনভী | মোঙ্গল কোর্ট | |
শাহ জালাল উদ্দীন তাবরিযী | লাখনৌতি ও পাণ্ডুয়া | ১২২৬/১২৪৪ |
হযরত মখদুম শাহ দৌলা শহীদ | শাহজাদপুর | ১২৪০-৭০ |
শাহ তুরফান শহীদ | বগুড়া | |
মাওলানা তকীউদ্দীন আরাবী | রাজশাহী | ১২৫০ সালের মধ্যে |
শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা | সোনারগাঁও | ১২৭৮ |
শায়খ শরফুদ্দীন ইয়াহইয়া মানেরী | সোনারগাঁও | ১২৭৮ |
শাফ সুফী শহীদ | হুগলী | ১২৯০ |
জাফর খাঁ গাজী | উত্তর ও দক্ষিণ-পশ্চিম বংগ | ১২৯৮ |
সৈয়দ নাসির উদ্দীন শাহ নেকমর্দান | দিনাজপুর | ১৩০২ |
শাহ জালাল ইয়ামানী | পূর্ব বঙ্গ ও আসাম | ১৩০৩ |
সৈয়দ আহমদ কল্লা্হ শহীদ | কুমিল্লা ও নোয়াখালী | ১৩০৩ |
সৈয়দ আহমদ শাহ তানুরী ওরফে মীরান শাহ | ফেনী | ১৩০৩ |
মাওলানা আতা | দিনাজপুর | ১৩০৩-৫০ |
মখদুম শাহ জালাল উদ্দীন জাহাগাশত বুখারী | রংপুর | ১৩০৭ |
সাইয়িদ আব্বাস আলী মক্কী | চব্বিশ পরগনা ও খুলনা | ১৩২৪ |
রওশন আরা | চব্বিশ পরগনা ও খুলনা | ১৩২৪ |
শাইখ আখী সিরাজউদ্দীন | গৌড় ও পাণ্ডুয়া | ১৩২৫ |
শায়খ আলাউল হক | পাণ্ডুয়া | ১৩২৫ |
সাইয়িদ আশরাফ জাহাঙ্গীর সিমনানী | পাণ্ডুয়া | ১৩২৫ |
শায়খ হোসাইন যোক্করপোশ | পাণ্ডুয়া | ১৩২৫ |
শায়খ বদরুল ইসলাম শহীদ | পাণ্ডুয়া | ১৩২৫ |
শায়খ শাহ মোল্লা মিসকিন | চট্টগুাম | ১৩৪০ |
শাহ নূর আশরাফ কাযুলী | চট্টগুাম | ১৩৪০ |
শাহ বান্দারী শাহ | চট্টগুাম | ১৩৪০ |
শাহ মুবারক আলী | চট্টগুাম | ১৩৪০ |
সাইয়িদ রিয়া ইয়ামানী | উত্তরবঙ্গ | ১৩৪২-৫৮ |
রাসতি শাহ | কুমিল্লা ও নোয়াখালী | ১৩৫১-৮৮ |
শাহ মুহাম্মদ বাগদাদী | কুমিল্লা ও নোয়াখালী | ১৩৫১-৮৮ |
শায়খ নুর কুতুব-উল-আলম | উত্তর ও পূর্ব বঙ্গ | ১৩৫০-১৪৪৭ |
শায়খ আনোয়ার শহীদ | উত্তর ও পূর্ব বঙ্গ | ১৩৫০-১৪৪৭ |
শায়খ জাহিদ | উত্তর ও পূর্ব বঙ্গ | ১৩৫০-১৪৪৭ |
সাইয়িদুল আরেফীন | পটুয়াখালী | ১৩৫০-১৪০০ সালের মধ্যে |
মাহ/শাহ লংগর | ঢাকা | ১৪০০ সালের আগে |
শায়খ যয়নুদ্দীন বাগদাদী
ও চিহিল গাজী |
রংপুর, দিনাজপুর | চৌদ্দ শতকের মাঝামাঝি |
খান জাহান আলী | যশোর, খুলনা, বরিশাল | ১৪৩৭-৫৮ |
বদরুদ্দীন বদরে আলম শহীদ
ও শাহ মযলিশ |
– | ১৪৪০ |
শায়খ হুসানউদ্দীন মানিকপুরী | – | ১৪৭৭ |
হাজী বাবা সালেগ | নারায়ণগঞ্জ | পনেরো শতকের শেষ ভাগ |
শাহ সাল্লাহ | সোনারগাঁও | ১৪৮২-১৫৬০ |
শাহ আলী বাগদাদী | ফরিদপুর ও ঢাকা | ১৪৯৮ |
একদিল শাহ | চব্বিশ পরগনা | ১৪৯৩-১৫১৯ |
শাহ মুয়াজ্জম হোসাইন দানিশমান্দ | রাজশাহী | ১৫১৯-১৫৪৫ |
শাহ জামাল | জামালপুর | ১৫৫৬-১৬০৬/১৫৪২-১৬০৫ |
শাহ কামাল | জামারপুর | আগমন ১৫০৩ খ্রি. |
হাজী কাহরাম সাক্কা | পশ্চিমবঙ্গ | |
খাজা শরফুদ্দীন চিশতী | ঢাকা | ১৫৫৬-১৬০৬ |