ইসরাইল-ফিলিস্তিন চলমান পরিস্থিতিতে মুসলিম নেতাদের সম্বলিত কার্যকরী পদক্ষেপ না নেওয়া ফিলিস্তিন বাসীদেরকে কঠিন এক ষড়যন্ত্রে ফেলে দিচ্ছে। ঠিক এমন এক মুহূর্তে মসজিদুল হারাম এর সম্মানিত ইমাম ইয়াসির আদ্ দোসারি আক্ষেপ করে বলেন: “মুসলমানদের সকল সমস্যা যদি কেবল দোয়ার মাধ্যমেই সমাধান হতো, তাহলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ করতেন না; অথচ তিনি শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়াহ (যার দোয়া কবুল করা হয়)। তিনি তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে টুইট করেন।