লেখা ও ছবি থেকে বাংলা ফন্ট শনাক্ত করতে মোবাইল ব্যবহারকারীদের জন্য লিপিঘর (lipighor) নিয়ে এসেছে নতুন অ্যাপ ফন্টবীক্ষণ (Fontbikshan)। যার মাধ্যমে ছবি থেকে সহজে বাংলা ফন্ট শনাক্ত করা সম্ভব হবে। যুগান্তকারী এ উদ্ভাবনের ফলে কাঙ্ক্ষিত ফন্ট খুঁজে বের করার প্রক্রিয়া আরো বেগবান করে তুলবে।
ফন্টবীক্ষণ কী?
ফন্টবীক্ষণ একটি মোবাইল অ্যাপ, যা দিয়ে পোস্টার, ম্যাগাজিন, ছবি বা লেখা থেকে বাংলা ফন্ট শনাক্ত করা যায়। অ্যাপটি ২৯ শে জুলাই, ২০২২ সালে প্রথম রিলিজ হয় এবং সর্বশেষ ৪ঠা আগস্ট, ২০২২ সালে হালনাগাদ করা হয়। অ্যাপটি android ও ios – উভয় OS এ উপলব্ধ। এ পর্যন্ত ৫ হাজার বারের অধিক অ্যাপটি ডাউনলোড করা হয়েছে। লিপিঘর ছাড়াও অন্যান্য ফন্ট ফাউন্ড্রি যেমন: অক্ষর৫২, ফন্টবিডি, টাইপোবাজ, ফন্টলিপি থেকে প্রকাশিত ফন্টগুলো ফন্টবীক্ষণ শনাক্ত করতে পারে।

সংবাদমাধ্যম, পত্রপত্রিকা, ম্যাগাজিন, পোস্টার, ব্যানার ও বই-পুস্তকে ব্যবহৃত বাংলা ফন্ট শনাক্ত করা ছিল বেশ কষ্টসাধ্য। লিপিঘরের এই যুগান্তকারী পদক্ষেপের ফলে তা তুলনামূলক সহজ হয়েছে।
ফন্টবীক্ষণের বৈশিষ্ট্যাবলি:
ফন্টবীক্ষণের অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো,
- বিনামূল্যে উপলব্ধ।
- টেক্সট ও ছবি থেকে ফন্ট শনাক্ত করা যায়।
- শনাক্তকৃত ফন্টের ডাউনলোড লিংক প্রদান।
- সিমিলার ফন্ট সাজেশন।
ফন্টবীক্ষণ অ্যাপটি ডাউনলোড করতে নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন।