লেখা ও ছবি থেকে ফন্টকে চিহ্নিত করার জন্য লিপিঘর নিয়ে এসেছে মোবাইল ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ ফন্টবীক্ষণ। যার সাহায্যে যেকোনো লেখা বা ছবি থেকে সহজে বাংলা ফন্টের সনাক্ত সম্ভব হবে। ফলে বাংলা ফন্ট খুঁজে বের করতে কষ্ট পোহাতে হবে না।
ফন্টবীক্ষণ কী
ফন্টবীক্ষণ একটি মোবাইল অ্যাপ, যার সাহায্যে সহজে পোষ্টার, ম্যাগাজিন, ছবি বা লেখা থেকে বাংলা ফন্ট সনাক্ত করা যায়। অ্যাপটি সর্ব প্রথম জুলাই ২৯, ২০২২ সালে রিলিজ হয়। এবং সর্বশেষ আগষ্ট ৪, ২০২২ সালে হালনাগাদ করা হয়।
অ্যাপটি android এবং ios OS এ ব্যবহার করা যায়। এ পর্যন্ত ৫ হাজার বারের অধিক অ্যাপটি ডাউনলোড করা হয়েছে।
কাগজপত্র, পত্রপত্রিকা, ম্যাগাজিন, পোস্টার, ব্যানারে ব্যবহৃত চমৎকার বাংলা ফন্টগুলো সনাক্ত করা কষ্ট সাধ্য ছিল। লিপিঘরের এই যুগান্তকারী পদক্ষেপের ফলে তা তূলনামূলত সহজ হয়েছে।
এটিই একমাত্র অ্যাপ, যা ব্যবহারের মাধ্যমে সহজেই বাংলা ফন্ট সনাক্ত করা যায়। লিপিঘর থেকে অ্যাপটি প্রকাশিত হলেও অন্যান্য বাংলা ফন্ট ফাউন্ড্রি যেমন: অক্ষর৫২, ফন্টবিডি, টাইপোবাজ, ফন্টপ্ল্যাট, ফন্টলিপি থেকে প্রকাশিত ফন্টগুলোও ফন্টবীক্ষণ খুব সহজে সনাক্ত করতে পারে।
ফন্টবীক্ষণের বৈশিষ্টগুলো:
ফন্টবীক্ষণের অন্যতম বৈশিষ্টগুলো হল:
- এটি বিনা মূল্যে ব্যবহার করা যায়।
- যেকোনো লেখা থেকে সহজে ফন্ট সনাক্ত করা যায়।
- ছবি থেকে ফন্ট সনাক্ত করা যায়।
- সনাক্তকৃত ফন্টের পাশে ডাউনলোড প্রদর্শন করে। ফলে সহজেই ফন্টটি ডাউনলোড করা যাবে।
- সনাক্তকৃত ফন্টের সাথে অনুরূপ অন্যান্য ফন্ট প্রদর্শন করে।
ফন্টবীক্ষণ অ্যাপটি ডাউনলোড করতে নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন।