প্রশ্ন: বাংলা ফন্ট ফাউন্ড্রিগুলো দুইভাবে তাদের ফন্ট বিতরণ করে থাকে। কিছু ফন্ট বিনামূল্যে বিতরণ করে থাকে। আর কিছু ফন্ট ফন্ট ফাউন্ড্রিগুলো থেকে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। যে সকল ফন্ট টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয় সেগুলোকে Premium font বলা হয়। কিন্তু এ সকল প্রিমিয়াম ফন্ট কেনার সময় ফন্ট ফাউন্ড্রিগুলো শর্ত জুড়ে দেয় যে, তা অন্যত্র বিতরণ ও বিক্রি করা যাবে না।
মুহতারামের নিকট জানার বিষয় হলো, Premium font কেনার পর তা অন্যত্র বিতরণ ও বিক্রিতে শরিয়তের পক্ষ থেকে কোনো বিধি আছে কিনা?
بسم الله الرحمن الرحيم
حامدا ومصلي ومسلما
উত্তর: প্রিমিয়াম ফন্টের স্বত্বাধিকার একমাত্র তারই, যিনি তা মেধা ও শ্রম দিয়ে তৈরি করেছেন। বাস্তবেই যদি তিনি এ শর্ত জুড়ে দেন যে, অনুমতি ছাড়া তা বিক্রি বা শেয়ার করা যাবে না। তবে তার অনুমতি ছাড়া তা বিক্রি করা বা শেয়ার করা জায়েজ নেই।
الله أعلم بالصواب
উৎস: ফতোয়া লাজনাতুদ দায়িমা, খণ্ড: ১৩, পৃষ্ঠা:১৭৭;
কারারাত ওয়া তাওসিয়াত, (মাজমায়ুল ফিকহিল ইসলামী আল দুয়ালী) পৃষ্ঠা: ১৪৯;
করারাত (মাজমায়ুল ফিকহিল ইসলামী বিল মক্কাতিল মুকাররামাহ) পৃষ্ঠা: ২০৯-২১০;
ফিকহুল বুয়ু, খণ্ড: ০১, পৃষ্ঠা: ২৬৮-২৬৯