আল্লাহ তাআলা মানব জাতিকে সকল বিধি-বিধানসহ দুনিয়ায় প্রেরণ করেছেন। দুনিয়া স্থায়ী বসবাসের জায়গা নয়। বেলা শেষে সবাইকে ফিরে যেতে হবে আপন রবের নিকটে। জীবনের অর্জনটুকুই হবে সহায়ক। আপন নীড়ে ফিরে যাওয়ার আগেই নিজেকে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। ভাবনার অতীত পাড়ি দিয়ে বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে। আল্লাহ তায়ালা বলেন: ‘জীবমাত্রই মৃত্যুর স্বাদগ্রহণ করবে, আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে বিশেষভাবে পরীক্ষা করে থাকি, আমার কাছেই তোমাদের ফিরতে হবে।’ [সুরা আম্বিয়া, আয়াত : ৩৪] কেননা এটি চির অবধারিত।
হেদায়েতের আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়, প্রতিটি প্রাণ। ভাবনারা মেতে উঠুক আপন ছন্দে, কোনো এক সবুজ সমারোহে। ক্লান্ত বিকালের মৃদু আলো সঞ্চয় করুক প্রতিটি প্রাণে নতুন আওয়াজ।
এ আওয়াজ পালা বদলের… এ আওয়াজ উদ্যমতার, চির শান্তির, আপনার তরে (রবের তরে) নত হওয়ার… ব্যস্তময় জীবনে সঠিক পথ খুঁজে পাওয়ার…
‘প্রত্যাবর্তন’ বইটি কলুষিত জীবন পাড়ি দিয়ে হেদায়েতের পথে ফিরে আসা সফল ব্যক্তিদের জীবনবৃত্তান্ত নিয়ে। বইটি সম্পাদনা করেছেন জনপ্রিয় ইসলামী লেখক আরিফ আজাদ। বইয়ে নীড়ে ফেরার জীবনবৃত্তান্তগুলো সংকলিত হয়েছে। জীবনবৃত্তান্তগুলো সত্যিই অসাধারণ। শত বাঁধা-বিপত্তি পাড়ি দিয়ে পরিবার, সমাজের শত অবজ্ঞাকে উপেক্ষা করে স্রোতের বিপরীতে চলার লোমহর্ষ অভিজ্ঞতাগুলো তুলে ধরা হয়েছে।
‘প্রত্যাবর্তন’ বইটি দুই অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে নাস্তিকতা, ধর্মহীনতা থেকে হেদায়েতের পথে ফিরে আসার বৃত্তান্তগুলো আর দ্বিতীয় অধ্যায়ে ভিন্ন ধর্ম থেকে ইসলামের ছায়াতলে আশ্রয়িত লোকদের জীবনবৃত্তান্তগুলো একত্রিত করা হয়েছে।
বইটির সর্বস্তরের পাঠকের জন্য পাঠ উপযোগী। বই থেকে পাঠকগণ বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ধর্মীয় বিষয়ে সমাজের নানা অবজ্ঞা উপেক্ষা করে দ্বীনের উপর চলার মন-মানসিকতা তৈরি করতে বইটি সহায়ক হবে। যা নব্য হেদায়েত প্রাপ্তদের মনে সাহস জোগাবে।
মতামত পর্যালোচনা
প্রত্যাবর্তন
‘প্রত্যাবর্তন’ বইটি কলুষিত জীবন পাড়ি দিয়ে হেদায়েতের পথে ফিরে আসা সফল ব্যক্তিদের জীবনবৃত্তান্ত নিয়ে। বইটি সম্পাদনা করেছেন জনপ্রিয় ইসলামী লেখক আরিফ আজাদ।
মতামত পর্য়ালোচনা
-
ধর্মীয় বিষয়ে সমাজের নানা অবজ্ঞা উপেক্ষা করে দ্বীনের উপর চলার মন-মানসিকতা তৈরি করতে বইটি সহায়ক হবে। যা নব্য হেদায়েত প্রাপ্তদের মনে সাহস জোগাবে।