মাহরাম বলা হয় ঐ সকল নারী-পুরুষদেরকে; যাদের সাথে দেখাসাক্ষাৎ করা বৈধ এবং তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরিয়ত কর্তৃক নিষিদ্ধ। কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা মাহরাম সম্পর্কে বলেন:
“তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতিজী, ভাগ্নি, তোমাদের সেই সকল মা, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমাদের প্রতিপালনাধীন তোমাদের সৎ কন্যা, যারা তোমাদের এমন স্ত্রীদের গর্ভজাত, যাদের সাথে তোমরা নিভৃতে মিলিত হয়েছ।
তোমরা যদি তাদের সাথে নিভৃত-মিলন না করে থাক (এবং তাদেরকে তালাক দিয়ে দাও বা তাদের মৃত্যু হয়ে যায়), তবে (তাদের কন্যাদেরকে বিবাহ করাতে) তোমাদের কোন গুনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীগণও (তোমাদের জন্য হারাম) এবং এটাও (হারাম) যে, তোমরা দুই বোনকে একত্রে বিবাহ করবে। তবে পূর্বে যা হয়েছে, হয়েছে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।” – [সূরা: আন নিসা – আয়াত নং: ২৩]
মাহরামের সাথে পর্দার বিধানের সম্পর্ক রয়েছে। অর্থাৎ যারা মাহরামের অন্তর্ভুক্ত; তাদের সাথে পর্দা করতে হয় না। আর যারা মাহরামের অন্তর্ভুক্ত নয়; তাদের সাথে পর্দা করতে হয়। অনুরূপভাবে মহিলাদের সফরের ক্ষেত্রেও মাহরামের বিধান প্রযোজ্য। অর্থাৎ কোনো মহিলা যদি কোথাও সফরের (৪৮ মাইল দূরত্ব অতিক্রম করার) উদ্দেশ্যে বের হয়; তাহলে তার সাথে মাহরাম থাকা আবশ্যক।
মোট কথা, মাহরামের সাথে তিনটি বিধানের সম্পর্ক রয়েছে। ১. পর্দার বিধান। ২. বিবাহের বিধান। ৩. মহিলাদের সফরের বিধান।
পুরুষদের মাহরাম ও গায়রে মাহরামের তালিকা:
পুরুষের সাথে সম্পর্ক | মাহরাম ✓ | গায়রে মাহরামের ✗ |
মা | ✓ |
দুধ মা | ✓ |
সৎ মা | ✓ |
নানি | ✓ |
দাদি | ✓ |
দুধ নানি এবং তার ঊর্ধ্বতন মহিলাগণ | ✓ |
দুধ দাদি এবং তার ঊর্ধ্বতন মহিলাগণ | ✓ |
বোন | ✓ |
দুধ বোন | ✓ |
বৈপিত্রেয় ও বৈমাত্রেয় বোন (সৎ বোন) | ✓ |
বোনের মেয়ে / বোনের মেয়ের মেয়ে ও তাদের অধস্তনরা | ✓ |
বৈপিত্রেয় ও বৈমাত্রেয় বোনের মেয়ে ও তাদের অধস্তনরা | ✓ |
দুধ বোনের মেয়ে ও তাদের অধস্তনরা | ✓ |
ভাইয়ের মেয়ে / ভাইয়ের মেয়ের মেয়ে ও তাদের অধস্তনরা | ✓ |
বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ভাইয়ের মেয়ে ও তাদের অধস্তনরা | ✓ |
দুধ ভাইয়ের মেয়ে ও তাদের অধস্তনরা | ✓ |
স্ত্রী | ✓ |
শাশুড়ি (স্ত্রীর আপন মা) | ✓ |
দাদি শাশুড়ি এবং তার ঊর্ধ্বতন মহিলাগণ | ✓ |
নানি শাশুড়ি এবং তার ঊর্ধ্বতন মহিলাগণ | ✓ |
স্ত্রীর দুধ মা | ✓ |
স্ত্রীর দুধ দাদি | ✓ |
স্ত্রীর দুধ নানি | ✓ |
স্ত্রীর পূর্বের স্বামীর মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তনরা। | ✓ |
মেয়ে | ✓ |
দুধ মেয়ে | ✓ |
মেয়ের মেয়ে এবং তার অধস্তনরা। | ✓ |
দুধ মেয়ে এবং তার অধস্তনরা। | ✓ |
ছেলের স্ত্রী | ✓ |
দুধ ছেলের স্ত্রী | ✓ |
ফুফু | ✓ |
বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ফুফু | ✓ |
পিতার দুধ বোন | ✓ |
খালা | ✓ |
বৈপিত্রেয় ও বৈমাত্রেয় খালা | ✓ |
মাতার দুধ বোন | ✓ |
নাতনী (ছেলের মেয়ে / মেয়ের মেয়ে এবং তাদের অধস্তন কন্যা সন্তানরা) | ✓ |
ভাবী | ✗ |
মামী | ✗ |
চাচি | ✗ |
খালাতো বোন | ✗ |
মামাতো বোন | ✗ |
ফুফাতো বোন | ✗ |
চাচাতো বোন | ✗ |
মায়ের খালাতো/ মামাতো/ ফুপাতো/ চাচাতো বোন | ✗ |
পিতার খালাতো/ মামাতো/ ফুপাতো/ চাচাতো বোন | ✗ |
শ্যালিকা | ✗ |
শ্যালিকার মেয়ে | ✗ |
শ্যালকের মেয়ে | ✗ |
স্ত্রীর খালাতো/চাচাতো/মামাতো/ফুফাতো বোন | ✗ |
স্ত্রীর ভাবী | ✗ |
ছেলে/মেয়ের শাশুড়ি | ✗ |
মহিলাদের মাহরাম ও গায়রে মাহরামের তালিকা:
মহিলার সাথে সম্পর্ক | মাহরাম ✓ | গায়রে মাহরামের ✗ |
---|---|
পিতা | ✓ |
দুধ পিতা | ✓ |
সৎ পিতা | ✓ |
নানা | ✓ |
দাদা | ✓ |
দুধ নানা এবং তার ঊর্ধ্বতন পুরুষগণ | ✓ |
দুধ দাদা এবং তার ঊর্ধ্বতন পুরুষগণ | ✓ |
ভাই | ✓ |
দুধ ভাই | ✓ |
বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ভাই (সৎ ভাই) | ✓ |
বোনের ছেলে / বোনের ছেলের ছেলে ও তাদের অধস্তনরা | ✓ |
বৈপিত্রেয় ও বৈমাত্রেয় বোনের ছেলে ও তাদের অধস্তনরা | ✓ |
দুধ বোনের ছেলে ও তাদের অধস্তনরা | ✓ |
ভাইয়ের ছেলে / ভাইয়ের ছেলের ছেলে ও তাদের অধস্তনরা | ✓ |
বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ভাইয়ের ছেলে ও তাদের অধস্তনরা | ✓ |
দুধ ভাইয়ের ছেলে ও তাদের অধস্তনরা | ✓ |
স্বামী | ✓ |
শ্বশুর (স্বামীর আপন পিতা) | ✓ |
দাদা শ্বশুর এবং তার ঊর্ধ্বতন পুরুষগণ | ✓ |
নানা শ্বশুর এবং তার ঊর্ধ্বতন পুরুষগণ | ✓ |
স্বামীর দুধ পিতা | ✓ |
স্বামীর দুধ দাদা | ✓ |
স্বামীর দুধ নানা | ✓ |
স্বামীর অন্য ঘরের ছেলে, ছেলের ছেলে এবং তাদের অধস্তনরা। | ✓ |
ছেলে | ✓ |
দুধ ছেলে | ✓ |
ছেলের ছেলে এবং তার অধস্তনরা। | ✓ |
দুধ ছেলে এবং তার অধস্তনরা। | ✓ |
মেয়ের স্বামী | ✓ |
দুধ মেয়ের স্বামী | ✓ |
চাচা | ✓ |
বৈপিত্রেয় ও বৈমাত্রেয় চাচা | ✓ |
পিতার দুধ ভাই | ✓ |
মামা | ✓ |
বৈপিত্রেয় ও বৈমাত্রেয় মামা | ✓ |
মায়ের দুধ ভাই (মামা) | ✓ |
নাতি (ছেলের ছেলে / মেয়ের ছেলে এবং তাদের অধস্তন কন্যা সন্তানরা) | ✓ |
দুলা ভাই | ✗ |
খালু | ✗ |
ফুফা | ✗ |
খালাতো ভাই | ✗ |
মামাতো ভাই | ✗ |
ফুফাতো ভাই | ✗ |
চাচাতো ভাই | ✗ |
মায়ের খালাতো/ মামাতো/ ফুপাতো/ চাচাতো ভাই | ✗ |
পিতার খালাতো/ মামাতো/ ফুপাতো/ চাচাতো ভাই | ✗ |
দেবর | ✗ |
ভাশুর | ✗ |
দেবর/ভাসুরের ছেলে | ✗ |
ননদের ছেলে | ✗ |
স্বামীর খালাতো/চাচাতো/মামাতো/ফুফাতো ভাই | ✗ |
স্বামীর দুলা ভাই | ✗ |
ছেলে/মেয়ের শ্বশুর | ✗ |
উক্ত তালিকাটি ডাউনলোড করতে ’মাহরাম লিস্ট’ বাটনে ক্লিক করুন।