নবী ও রাসুলগণ হলেন আল্লাহ কর্তৃক মনোনিত এমন বিশেষ বান্দাকে, যাদের উপর আল্লাহ তায়ালা ওহী অবতীর্ণ করেন। নবী-রাসুলগণের মর্যাদা সকল মানুষের মর্যাদার ঊর্ধ্বে। কেউ নিজ আমল দ্বারা তাঁদের স্তরে পৌঁছাতে পারবে না।
তবে, নবী এবং রাসুলের সংঙ্গায় পার্থক্য রয়েছে।
নবী বলা হয়, আল্লাহ কর্তৃক মনোনিত এমন বিশেষ বান্দাকে, যার উপর আল্লাহ তায়ালা ওহী অবতীর্ণ করেন।
রাসুল বলা হয়, আল্লাহ কর্তৃক মনোনীত এমন বিশেষ বান্দাকে, যার উপর আল্লাহ তায়ালা ওহী অবতীর্ণ করেন এবং নতুন শরিয়ত ও আসমানী কিতাব প্রদান করেন।
সুতরাং, নবী ও রাসুলের মাঝে পার্থক্য হলো: নবীর উপর আল্লাহর পক্ষ থেকে কিতাব অবতীর্ণ হয় না। বরং তাঁরা পূর্ববর্তী রাসুলগণের শরিয়তের উপর আমল করে থাকেন। আর রাসুলগণের উপর আল্লাহর পক্ষ থেকে আসমানী কিতাব অবতীর্ণ করা হয় এবং নতুন শরিয়ত প্রদান করা হয়।