প্রশ্ন: মুহতারাম! যদি কোনো হিন্দু স্বামী-স্ত্রী একই সাথে মুসলমান হয় তাহলে কী তাদের নতুন করে বিয়ে করতে হবে নাকি আগের বিবাহ ঠিক থাকবে? – তা জানিয়ে বধিত করবেন।
উত্তর: নওমুসলিম স্বামী-স্ত্রী একই সাথে মুসলমান হয়ে গেলে তাদের পূর্বের বিবাহ বহাল থাকবে।
—উৎস:—
◉ في “شرح مختصر الطحاوي” (4/350، ط: دار البشائر الإسلامية): وإذا تزوج المجوسي امرأة مجوسية، ثم أسلم، عرض عليها الإسلام. فإن أسلمت فهي امرأته على حالها وإن أبت فرق بينهما. اهـ
📓 তুহফাতুল ফুকাহা: ১৩০
📓 আদ দাররুল মুখতার: ১৯৮
📓 কানজুদ দাকায়েক: ১/৩৮৩
والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
শিক্ষার্থী, ইফতা বিভাগ (১ম বর্ষ)
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।