’তিনি আবার আসবেন’ রাজিব হাসান-এর লিখিত এই গ্রন্থ; যাতে ঈসা আ.-এর পরিচয়, পুনঃগমন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবন কুরআন-সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। বইটি সর্বস্তরের পাঠকের পাঠ উপযোগী।
হযরত ঈসা আ. আল্লাহর নবি ও রাসুল। তিনি আমাদের নবি হযরত মুহাম্মদ মুস্তফা সা.-এর পূর্বে দুনিয়ায় আগমন করেন। আল্লাহ তায়ালা তার উপর ইঞ্জিল অবতীর্ণ করেন। তিনি লোকদেরকে সৎপথে আহ্বান করতেন, অসৎ পথে পরিচালিত হওয়া থেকে বাঁধা দিতেন। এভাবেই তিনি তাঁর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকেন। একটা সময় ইহুদিরা ঈসা আ.-এর উপর ক্রুদ্ধ হয়ে তাকে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠে। আল্লাহ তায়ালা তাকে ইহুদীদের হাত থেকে রক্ষা করে আসমানে উঠিয়ে নেন। তিনি কিয়ামতের পূর্বে দাজ্জাল নিধনে পুনরায় পৃথিবীতে আগমন করবেন। — উক্ত বিষয়গুলো আমাদের আকীদা ও বিশ্বাসের অন্তর্ভুক্ত।
তবে, ঈসা আ. কেন্দ্রিক আমাদের ভেতর কৌতূহল একেবারেই কম নয়। তিনি কখন, কোথায়, কীভাবে অবতরণ করবেন? দুনিয়াতে আগমনের পর কতদিন জীবিত থাকবেন এবং তাঁর কর্মপন্থা কী হবে? নবি হিসেবে প্রেরিত হবে নাকি উম্মতে মুহাম্মদী হিসেবে? দুনিয়ার কতদিন অবস্থান করবেন? ঈসা আ. আর মাহদী রহ. কি একই ব্যক্তি হবেন?….. ইত্যাদি প্রশ্নের কুরআন-সুন্নাহ ভিত্তিক উত্তরের প্রত্যাশা আমাদের সকলের।
’তিনি আবার আসবেন’ বইয়ে ঈসা আ. আগমন, পৃথিবী অবস্থান, শাসনকার্য পরিচালনা বিষয়কসহ সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।। আশা করি, পাঠকবৃন্দ বইটি থেকে উপকৃত হবেন।
মতামত পর্যালোচনা
তিনি আবার আসবেন
’তিনি আবার আসবেন’ রাজিব হাসান-এর লিখিত এই গ্রন্থ; যাতে ঈসা আ.-এর পরিচয়, পুনঃগমন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবন আলোচনা করা হয়েছে।
ইতিবাচক
- কুরআন, সুন্নাহ এবং উলামায়ে কেরামের মতামত উল্লেখ।
- কিতাবে উল্লেখিত দলিলের সূত্র উল্লেখ।
নেতিবাচক
- বইয়ের দুয়েক জায়গায় তথ্যগত ভুল রয়েছে।
- শব্দ ও বাক্য প্রয়োগে অসামঞ্জস্যতা।
মতামত পর্য়ালোচনা
-
বইটি পাঠ উপযোগী