প্রশ্ন: আমাদের এলাকায় একজন প্রসিদ্ধ ডাকাত ছিল। সে স্থানীয়দের অনেক ক্ষয়ক্ষতি করতো। বেশ কিছুদিন আছে পাশের গ্রামে ডাকাতি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে মারা যায়। তাকে রীতিমতো গোসলও দেয়া হয়। তবে তাকে জানাজা পড়ানো নিয়ে এলাকায় দ্বিমত দেখা দেয়। একজন আলেমসহ অনেকেই তার জানাজা না পড়ানোর ব্যাপারে মত দেন। এ নিয়ে এলাকায় হট্টগোল তৈরি হয়।
মুহতারামের নিকট জানার বিষয় হলো, কোনো ডাকাত মারা গেলে তার জানাজা পড়ানোর ব্যাপারে শরিয়তের পক্ষ থেকে কোনো বিধি-নিষেধ আছে কি না? তা জানালে উপকৃত হবো।
উত্তর: ডাকাতি করতে গিয়ে কেউ মারা গেলে তার জানাজা পড়ানো যাবে না। তবে স্বাভাবিক মৃত্যু হলে অথবা আদালত কর্তৃক মৃত্যুদণ্ড দেওয়া হলে তার জানাজা পড়ানো যাবে।
الله أعلم بالصواب
– গুনিয়াতুল মুতামাল্লি: ৫৯০, হেদায়া: ১/৯৩, ফতোয়া সিরাজিয়্যাহ: ১২৯, মুখতাসারুল কুদুরী: ৪৯, তুহফাতুল ফুকাহা: ১/২৪৮, আল মুহিতুল বুরহানী: ২/১৮৪, আপ কি মাসায়েল: ৪/৩৫৯