বৈশ্বিক উন্নতির যুগে AI এর চাহিদা ব্যাপক বেড়েছে। লেখালেখি, তথ্য অনুসন্ধান, পরিসংখ্যান, কোডিং, ই-মেইল রাইটিং, এসইও, ভিডিও ও অডিও মেকিং, ব্লগ পোস্টসহ নানা কাজে AI প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। আধুনিক বিশ্বের ভবিষ্যৎ নির্ভরশীল হয়ে উঠবে AI প্রযুক্তির উপর। এরই উপর ভিত্তি করে গড়ে উঠবে বিভিন্ন কলকারখানা ও ইন্ড্রাস্টি। আগত ভবিষ্যতে নিজের ক্যারিয়ার গঠনে AI প্রযুক্তির ব্যবহার জানার বিকল্প নেই।
`চ্যাট জিপিটি অ্যান্ড এ আই মিলিয়নেয়ার’ বইটি মেহেদি হাসান রিফাত-এর লেখা একটি বই; যাতে ChatGPT এর পরিচয়, ব্যবহার পদ্ধতি, ব্যবহারের কার্যকর টিপস এবং সঠিক পদ্ধতিতে প্রম্পট লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করে। পাশাপাশি গুগল, অ্যামাজন, মাইক্রোসফটের AI নিয়ে ধারণা দেওয়া হয়েছে।
প্রাথমিক চ্যাটজিপিটি ব্যবহারকারীরা ব্লগপোস্ট, বিজ্ঞাপন, এসইও, কেস স্টাডি, ইউটিউব কনটেন্ট তৈরিসহ নানা কাজে কীভাবে ChatGPT থেকে সাহায্য নিতে পারবে; বইটিতে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। বইয়ের আলোচনাগুলো প্রাথমিক পর্যায়ের ও প্রাথমিক ব্যবহারকারীদের উদ্দেশ্যে লেখা।
চ্যাট জিপিটি অ্যান্ড এ আই মিলিয়নেয়ার বইটি কাদের জন্য?
আমি মনে করি, প্রাথমিক ChatGPT ব্যবহারকারীদের জন্য ‘চ্যাট জিপিটি অ্যান্ড এ আই মিলিয়নেয়ার’ বইটি উপকারী হবে। সেই সাথে AI সম্পর্কে কৌতূহলীদেরকে বইটি প্রাথমিক ধারণা দিবে।
মতামত পর্যালোচনা
চ্যাট জিপিটি অ্যান্ড এ আই মিলিয়নেয়ার
`চ্যাট জিপিটি অ্যান্ড এ আই মিলিয়নেয়ার’ বইটিতে ChatGPT এর ব্যবহার পদ্ধতি, ব্যবহারের কার্যকর টিপস এবং সঠিক পদ্ধতিতে প্রম্পট লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করে।
নেতিবাচক
- প্রাথমিক বিষয়গুলো নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে; যা ইউটিউব ভিডিও দেখে যে কেউই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে।
- বইটি ইংরেজি বইয়ের অনুবাদ। তাই অনেক ক্ষেত্রে অনুবাদকের অনুবাদের সীমাবদ্ধতা ফুটে উঠেছে।
- একেবারেই বেসিক কিছু প্রম্পট লেখার নিয়ম উল্লেখ করা হয়েছে বইটিতে। তবে উদাহরণগুলো নিতান্তই অস্বস্থীকর।
- বইয়ের আলোচনা বিবেচনায় কখনো মনে হয়নি, এতটাকা খরচ করে এই বই কেনার কোনো প্রয়োজন রয়েছে।
মতামত পর্য়ালোচনা
-
বইটি ইংরেজি বইয়ের অনুবাদ। তাই প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে; যা ইউটিউব ভিডিও দেখে যে কেউই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে।