আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা সহপাঠী, বন্ধু-বান্ধবকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালি দিয়ে থাকি। অথচ বিষয়টি আমাদের চোখে সাধারণ মনে হলেও মোটেও সাধারণ নয়। বরং এটি একটি ভয়াবহ অপরাধ এবং এর পরিমাণ খুবই ভয়াবহ।
হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রহ. এবং হযরত ইবরাহীন আন নাখয়ী রহ. বলেন-
তুমি তোমার সাথীকে বলো না, ওহে গাধা! এই কুকুর! হে শূকর! তাহলে কিয়ামতে আল্লাহ্ তোমাকে বলবে, তুমি কি আমাকে দেখেছ যে, আমি তাকে কুকুর বানিয়েছি, গাধা বানিয়েছি কিংবা শূকর বানিয়েছি..!
(মুসান্নাফে ইবনে আবী শায়বাহ-২৮২-২৮৩/৫)
শাইখ উসাইমীন রহ. বলেন,
”কাউকে হে কুকুর বলে সম্বোধন কিংবা হে গাধা বলে সম্বোধন করা বৈধ নয়।” কারণ আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন, ”আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি; তাদেরকে উত্তম জীবনোপকরণ দান করেছি এবং যাদেরকে আমি সৃষ্টি করেছি, তাদের অনেকের উপর তাদেরকে যথেষ্ট শ্রেষ্ঠত্ব দিয়েছি।”
[সূরা বনী ইসরাইল-৭০]
তাই আমাদের সকলের উচিত এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। আল্লাহ আমাদের সকলকে এসব পাপ থেকে নিজেকে হেফাজত করার তওফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আল-আমীন।