মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশুদ্ধ ভাষী ছিলেন। তাইতো রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন: `আমি আরবদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধভাষী। কেননা আমি জন্মেছি কুরাইশ বংশে আর আমার শৈশব কেটেছে বনু সাদ বিন বকর গোত্রে।’ [ইমাম বাগাভি, শরহুস সুন্নাহ]
বিশুদ্ধ ভাষায় কথা বলা সকল নবীদের অলংকার এবং সুন্নতের অন্তর্ভূক্ত। ভাষার আদান-পাদনের জন্য প্রধানত আমরা দুটি মাধ্যম ব্যবহার করে থাকি। এক. কথ্য ভাষা। দুই. লেখ্য ভাষা। দুঃখজনক হলেও সত্য, আঞ্চলিকতামুক্ত প্রমিত বাংলা ভাষীর সংখ্যা একেবারেই নগণ্য। আমরা মুখে যা বলি; লেখায় তার প্রভাব ফুটে ওঠে। ঠিক এ কারণেই আমাদের লেখা আঞ্চলিকতা মুক্ত নয়। আঞ্চলিকতামুক্ত প্রমিত ভাষায় উচ্চারণ শিখতে ও লিখতে প্রয়োজন অনুশীলনের।
‘গদ্য লিখি নির্ভুল নিশ্চিন্তে’ বাংলা শব্দের বানান সংক্রান্ত প্রাথমিক একটি বই; শিক্ষার্থীদের বানান সংশোধনের জন্য লেখা হয়েছে। বাংলা বানানকে উপলক্ষ্য করে লেখা হলেও বইয়ে প্রাসঙ্গিক অন্যান্য বিষয় উঠে এসেছে। বই থেকে শিক্ষার্থীরা প্রাথমিক বানান রীতি সম্পর্কে জানতে পারবে। বইটির মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী।
মতামত পর্যালোচনা
গদ্য লিখি নির্ভুল নিশ্চিন্তে
‘গদ্য লিখি নির্ভুল নিশ্চিন্তে’ বাংলা শব্দের বানান সংক্রান্ত প্রাথমিক একটি বই; শিক্ষার্থীদের বানান সংশোধনের জন্য লেখা হয়েছে। বইয়ে বানান সংক্রান্ত অন্যান্য বিষয় উঠে এসেছে।
মতামত পর্য়ালোচনা
-
বইটি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য উপকারী।