ইতি তোমায়
লেখক: মুস্তফা সাইদ মুস্তাক্বীম
কেউ বা ছড়া রূপ সৌন্দর্য,
কেউ বা লাবণ্যতা;
মিষ্টি মুখে নাজুক চাহনিতে,
ছড়িয়েছো মুগ্ধতা।
জয় করেছো বহু হৃদয়,
কেড়েছো বহু প্রাণ;
বিদায়কালে হলো না দেখা,
বিরহে বলি, ইতি তোমার প্রতি সালাম।
ইতি তোমায়
লেখক: মুস্তফা সাইদ মুস্তাক্বীম
কেউ বা ছড়া রূপ সৌন্দর্য,
কেউ বা লাবণ্যতা;
মিষ্টি মুখে নাজুক চাহনিতে,
ছড়িয়েছো মুগ্ধতা।
জয় করেছো বহু হৃদয়,
কেড়েছো বহু প্রাণ;
বিদায়কালে হলো না দেখা,
বিরহে বলি, ইতি তোমার প্রতি সালাম।
আমি মুস্তফা সাঈদ মুস্তাক্বীম, একজন শিক্ষার্থী। বর্তমানে মারকাজু শাইখিল ইসলাম আল মাদানী-এর "আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা" বিভাগে অধ্যয়নরত। আমার লেখা প্রবন্ধগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে সেগুলো সর্বত্র শেয়ার করুন।
© ২০২৪ মাদাহবিডি - সকল কপিরাইট সংরক্ষিত