উসমানীয় খেলাফতের যুগে প্রতিটি বাড়ির দরজায় দুটি করে কড়া থাকত। একটি আকারে বড় আর অপরটি ছোট। কোনো নারী ঘরে প্রবেশের অনুমতি চেয়ে দরজায় কড়া নাড়লে ছোট কড়া নাড়তো। এতে আস্তে শব্দ হতো।
বাড়ির ভেতরের লোকজন বুঝতে পারতো, একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য কক্ষে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।
আর পুরুষ ঘরে প্রবেশ করতে চাইলে প্রবেশের অনুমতি চেয়ে বড় কড়া নাড়ত। তখন ভেতরের লোকজন বুঝতো, পুরুষ এসেছো। বাড়ির নারী সদস্যরা অন্য কক্ষে চলে যেতো৷ তারপর একজন পুরুষ গিয়ে দরজা খুলত।
প্রকৃত সভ্যতার যুগে মানুষ এভাবেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতো।