`উমর রা.-এর ঢাকা সফর’ মুহাম্মদ নূরুযযামান-এর রচিত ব্যতিক্রমধর্মী বই; যাতে তিনি বর্তমান জমানার মুসলমানদের নৈতিক অবক্ষয়, পারস্পরিক সৌহার্দ্য, মূল্যবোধ এবং অধঃপতন খুব সুন্দরভাবে চিত্রায়িত করেছেন। বইতে তিনি এক যুবক ও তার স্বপ্নে আগত চৌদ্দশত বছর আগের এক মহামানবের সাক্ষাতের ঘটনা চিত্রায়িত করেছেন।
বইয়ের ঘটনাটি এভাবে চিত্রায়িত করেছেন যে, শুভ্র দেহী, সাদা-মাটা পোশাকে এক মহামানব স্বপ্নে অতিথিরূপে যুবকের সাথে ঢাকার অলিগলি ঘুরে বেড়ান। তিনি মানুষের দৃষ্টিভঙ্গি ও মন-মানসিকতার নৈতিক অবক্ষয়গুলো পর্যবেক্ষণ করেন। এতে তিনি মর্মাহত হোন। সেই পুরোনো ইসলামি ঐতিহ্য, পারস্পরিক বন্ধন, সমতা, ঐক্য, শৃঙ্খলা, শক্তি এখন আর নেই। সমাজের চারিদিকে কেবল অত্যাচার আর অনাচার। উঁচু দালান বিশিষ্ট শহরে একদিকে গড়ছে সম্পদের পাহাড়, অপরদিকে অনাহারে-অনাদরে ঝড়ছে বহু প্রাণ। তারা নিঃস্ব, অসহায়, দরিদ্র। তাদের দেখার মতো কেউই নেই। এদিকে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অনিয়ম ও হিংসা-বিদ্বেষের সয়লাব। অসহনীয় করুণ পরিস্থিতি দেখে মহামানব খানিকটা রাগান্বিত হোন। স্বপ্নে মহামানব এই ঘুণে সমাজ ব্যবস্থাকে নবগঠনে সাজিয়ে তোলার প্রয়াসে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
বই সম্পর্কে:
ব্যতিক্রম ধারায় লিখিত ‘উমর রা.-এর ঢাকা সফর’ বইটি ১৯৯০ মালে প্রথম প্রকাশিত হয়। নব্বইয়ের দশকে প্রকাশিত বইটি তুলুম আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছিল। কিন্তু সময়ের পালাবদলে বইটি পুনরায় ছাপানো হয়নি। ২০২২ সালের জানুয়ারিতে বইটি পুনরায় ছাপা হয়। দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১০, নভেম্বর ২০২২ এ।
মতামত পর্যালোচনা
উমর রা.-এর ঢাকা সফর
`উমর রা.-এর ঢাকা সফর’ ব্যতিক্রমধর্মী বই; যাতে বর্তমান জমানার মুসলমানদের নৈতিক অবক্ষয়, পারস্পরিক সৌহার্দ্য, মূল্যবোধ এবং অধঃপতন সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে।
মতামত পর্য়ালোচনা
-
বইটি সত্যিই অসাধারণ