‘ঈমান ও বস্তুবাদের সংঘাত’ আবুল হাসন আলী নদভী রহ.-এর লেখা ‘الصراع بين الإيمان والمادية’-এর অনুবাদ। বইটি অনুবাদ করেছেন মাওলানা সাদ আব্দুল্লাহ মামুন। বইটি ২০১৭ সালে প্রথম প্রকাশিত হয়।
বইয়ের বিষয়বস্তু: তাফসীর, হাদিস, ইতিহাস এবং আধুনিক তথ্যাবলি ও বর্তমান অবস্থার আলোকে সূরা কাহফের বাস্তব ব্যাখ্যা প্রদান করা হয়েছে বইটিতে। বইটিতে অন্যতম আলোচিত চারটি বিষয় হলো:আসহাবে কাহফ, দুই বাগিচার মালিক, হযরত মূসা ও খিরিজ আ.-এর সফর এবং বাদশাহ যুলকারনাইন। এ চারটি বিষয়কে নির্ভর করে অসাধারণ তাত্ত্বিক ও দার্শনিক আলোচনা পুরো বই জুড়ে লেখক করেছেন। সেই সাথে আখেরি যামানার ফেতনার সরঙ্গ সূরা কাহাফের সম্পর্ক, দাজ্জালের ব্যক্তিত্বের প্রভাব, ইহুদি-খ্রিষ্টানদের পারস্পরিক চরিত্র নিয়েও বইটিতে আলোচনা করা হয়েছে।
বই থেকে নির্বাচিত অংশ:
আসমানি কিতাবের আসল রুহ এবং মূল হলো, ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি সীমাহীন লিপ্সা ও আসক্তির ব্যাপারে নিরুৎসাহিত ও নিন্দা করা এবং চিরস্থায়ী আখেরাতের প্রতি মুমিনদের আগ্রহী ও অগ্রগামী করে তোলা-যেটা ইহুদিদের কাছে থাকা বর্তমান তাওরাতে মোটেও নেই। [পৃষ্ঠা: ৩১]
আসহাবে কাহাফের এ ঘটনা অত্যন্ত মোনাসেব সময়ে এবং সঠিক পরিবেশে বর্ণনা করা হয়েছে। কারণ, মক্কার মুসলমানরা ঈমান কবুল করার কারণে তখন আসহাবে কাহাফের যুবকদের মতো একটি বিভীষিকাময় ঘোর পরিস্থিতির মধ্যে ছিল। তাদের সামনে তখন মূর্তিপূজক রোম শাকের স্বৈরাচারিতা ও নিষ্ঠুরতার পরিবেশে আসহাবে কাহাফের যুবকেরা কীভাবে নিজেদের ঈমান ধারণ ও হেফাজত করেছে, তার একটি দৃষ্টান্ত দরকার ছিল। ভীষণ সংকটঘন পরিবেশে নিজেদের বাড়িঘর ছেড়ে একটি পাহাড়ি গুহায় আত্মগোপন করে ঈমান বাঁচানোর ইতিহানে আসহাবে কাহাফের যুবকেরা ছিলেন একটি স্মরণীয় দৃষ্টান্ত। আর মক্কাবাসী মুসলমানদের জীবন তখন আসহাবে কাহাফের সঙ্গে ছিল অনেকটাই সাদৃশ্যপূর্ণ। [পৃষ্ঠা: ৬১]
মতামত পর্যালোচনা
ঈমান ও বস্তুবাদের সংঘাত
‘ঈমান ও বস্তুবাদের সংঘাত’ আবুল হাসন আলী নদভী রহ.-এর লেখা ‘الصراع بين الإيمان والمادية’-এর অনুবাদ। বইটিতে সূরা কাহফের বাস্তব ব্যাখ্যা প্রদান করা হয়েছে
মতামত পর্য়ালোচনা
-
বইটিতে সূরা কাহাফ নিয়ে সারগর্ভ আলোচনা করা হয়েছে।