প্রশ্ন: এ বছর আমি হজ পালন করেছি। সর্দি, কাশি থেকে বাঁচতে ইহরাম অবস্থায় মাস্ক ব্যবহার করি। মুহতারামের নিকট জানার বিষয়: এভাবে ইহরাম অবস্থায় মাস্ক পরা যাবে কিনা?
নিবেদক: দিলারা জাহান
بسم الله الرحمن الرحيم
حامدا ومصلي ومسلما
উত্তর: না। ইহরাম অবস্থায় মাস্ক ব্যবহার করার অনুমতি নেই। তবে এক্ষেত্রে মহিলাদের জন্য তৈরিকৃত ক্যাপ ব্যবহার করতে পারবেন।
الله أعلم بالصواب
– আল আসল: ১/৪৮২, আল মাবসুত: ৪/১২৮, আল মুহিতুল বুরহানী: ২/৪৪৮, আল বাহরুল আমীক ৮১৩ (পৃষ্ঠা), বাদায়েউস সানায়ে: ২/১৮৫, শরহু মুখতাসারিত তহাবী: ২/৫৫৬