ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে ইসলামে। একজন আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ইসলামের বিকল্প নেই। তাই ইসলামের মৌলিক বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা প্রতিটি মুসলিমের জন্য কর্তব্য। ইসলাম সম্পর্কে মৌলিক কিছু ধারণা দেওয়ার লক্ষ্যে ‘ইসলামিক কুইজ ও প্রশ্নোত্তর’ বিষয়ক বিভিন্ন প্রবন্ধটি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
আর উক্ত প্রবন্ধটি কুরআন সম্পর্কে মৌলিক ধারণা দেওয়ার জন্য ‘কুরআন বিষয়ক কুইজ, প্রশ্নোত্তর ও সাধারণ জ্ঞান’ শিরোনামে উক্ত প্রবন্ধটি লেখা হলো। পরবর্তীতে হাদিস, সিরাত, আকিদা, ইতিহাস ইত্যাদি বিষয়েও ধারাবাহিকভাবে প্রবন্ধ প্রকাশিত হবে। ইনশাআল্লাহ।
কুরআন বিষয়ক কুইজ, প্রশ্নোত্তর ও সাধারণ জ্ঞান
আল্লাহ তায়ালা মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য কুরআন নাজিল করেন। কুরআন ঐশী জ্ঞানের এক মহা উৎস। কুরআনে রয়েছে মানব জাতিকে সুপথে পরিচালিত করার জন্য হেদায়াত মূলক বাণী, উপদেশ, আদেশ-নিষেধ, ভালো কাজের প্রতিদান, মন্দ কাজের শাস্তি সহ বিভিন্ন বিধি-বিধান। কুরআনকে জানতে হলে এর মৌলিক কিছু বিষয় আমাদের জানতে হবে। তাই নিচে প্রশ্নোত্তরের আলোকে কুরআন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরা হলো।
প্রশ্ন: কুরআনুল কারিমে সর্বপ্রথম কোন বিষয়ে আদেশ করা হয়েছে?
উত্তর: কুরআনুল কারিমে সর্বপ্রথম আদেশ হলো إقرأ বা ‘পড়’।
প্রশ্ন: কুরআনে মানুষকে আল্লাহ তায়ালার প্রথম আদেশ কি?
উত্তর: আল্লাহর ইবাদত কর।
প্রশ্ন: কুরআনে মানুষকে আল্লাহ তায়ালার প্রথম নিষেধ কি?
উত্তর: শির্ক করো না।
প্রশ্ন: কোন সূরা ৩ বার তেলাওয়াত করলে পুরো কুরআন একবার তেলাওয়াত করার সওয়াব আমল নামায় লিপিবদ্ধ করা হয়?
উত্তর: সূরা ইখলাস ৩ বার তেলাওয়াত করলে পুরো কুরআন তেলাওয়াত করার সওয়াব লিপিবদ্ধ করা হয়?
প্রশ্ন: কোন সূরা ৪ বার তেলাওয়াত করলে একবার পুরো কুরআন তেলাওয়াত করার সওয়াব হয়?
উত্তর: সূরা কাফিরুন।
প্রশ্ন: কোন সূরা ১০ বার তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর জন্য বেহেশতে একটি ঘর তৈরি করা হয়?
উত্তর: সূরা ইখলাস।
প্রশ্ন: কোন সূরা তেলাওয়াত করলে ঘর হতে শয়তান পলায়ন করে?
উত্তর: সূরা বাক্বারাহ।
প্রশ্ন: কুরআনের প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে?
উত্তর: মক্কায় জাবালে নূর বা নূর পর্বতের হেরা গুহায় কুরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে।
প্রশ্ন: কুরআনের শেষ আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে?
উত্তর: মদিনায়।
প্রশ্ন: মোট কত বছরে কুরআন অবতীর্ণ হয়েছে?
উত্তর: ২৩ বছরে।
প্রশ্ন: কোন সূরা পড়লে কবরের আজাব মাফ হয়?
উত্তর: ২৯ নং পাড়ার প্রথম সূরা: ‘সূরাতুল মুলক’।
প্রশ্ন: সর্বপ্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কুরআন অনুবাদ করেন কে?
উত্তর: মাওলানা আমির উদ্দিন বসুনিয়া।
প্রশ্ন: মাদানী আয়াত বা সূরা কাকে বলে?
উত্তর: মহানবী হযরত মুহাম্মদ সা. মদিনায় হিজরতের পর যে সকল সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছে, সেগুলোকে মাদানী আয়াত বা সূরা বলা হয়। হিজরতের পর মক্কায় অবতীর্ণ হলেও সেগুলো মাদানী আয়াত বা সূরা হিসেবে বিবেচিত। যেমন: মক্কা বিজয়ের সময় অবতীর্ণ আয়াতগুলো।
প্রশ্ন: কুরআনুল কারিমে মোট সিজদায়ে তিলাওয়াত কয়টি?
উত্তর: ১৫টি।
প্রশ্ন: কোন সুরায় একাধিক সিজদার আয়াত রয়েছে?
উত্তর: সূরা হজ -এ।
প্রশ্ন: আয়াত সংখ্যা বিবেচনায় কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা কোনটি?
উত্তর: সূরা বাক্বারাহ।
►► প্রশ্নোত্তর ইসলাম জানতে ইসলাম শিক্ষা বিভাগে ভিজিট করুন।
প্রশ্ন: মর্যাদা হিসেবে কুরআনুল কারীমের কোন সূরা সবচেয়ে বেশি মর্যাদাবান?
উত্তর: সূরা ফাতিহা।
প্রশ্ন: আকারে কুরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি?
উত্তর: সূরা বাক্বারার ২৮২ নং আয়াত।
প্রশ্ন: মর্যাদায় কুরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি?
উত্তর: সূরা বাকারার ২৫৫ নং আয়াত (আয়াতুল কুরসি)।
প্রশ্ন: আকারে কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি?
উত্তর: সূরা কাউসার।
প্রশ্ন: কুরআনুল কারীমের আকারে সবচেয়ে ছোট আয়াত কোনটি?
উত্তর: ” طه” (সূরা ত্বাহার প্রথম আয়াত।)
প্রশ্ন: সূরা হিসেবে কোন সূরা সর্বপ্রথম অবতীর্ণ হয়?
উত্তর: সূরা ফাতিহা।
প্রশ্ন: কুরআনুল কারীমের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত কোনটি?
উত্তর: সূরা আলাকের প্রথম ৫ আয়াত।
প্রশ্ন: কুরআনুল কারীমের সর্বশেষ অবতীর্ণ সূরা কোটি?
উত্তর: কুরআনুল কারীমের সর্বশেষ অবতীর্ণ সূরা হলো সূরা নাসর।
প্রশ্ন: কুরআনুল কারীমের সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি?
উত্তর: সূরা বাকারার ২৮১ নং আয়াত।
وَٱتَّقُواْ يَوۡمٗا تُرۡجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُون.
“আর তোমরা সেই দিনকে ভয় কর, যখন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণ রূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনও জুলুম করা হবে না ”
প্রশ্ন: কুরআন কারিমে মোট ১১৪টি সুরায় কয়টি ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ আছে?
উত্তর: ১১৪টি।
প্রশ্ন: কোন সুরার শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ নেই?
উত্তর: সূরা তাওবার শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম ‘ নেই।
প্রশ্ন: কোন সুরায় একাধিক ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ আছে?
উত্তর: সূরা নামলের শুরুতে এবং মাঝে এক স্থানে মোট ২টি ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ আছে।
প্রশ্ন: কোন সুরার শুরুতে দুটি ফলের নাম দিয়ে শুরু হয়েছে?
উত্তর: সূরা তীন। শুরুতে তীন ও যাইতুন ফলের নাম উল্লেখ রয়েছে।
প্রশ্ন: কুরআন মাজিদে মোট কতজন নবী-রাসুলের নাম উল্লেখ রয়েছে?
উত্তর: ২৫ জন।
প্রশ্ন: কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে?
উত্তর: হযরত মুসা আ.-এর।
প্রশ্ন: কুরআনুল কারিমে ‘মুহাম্মাদ’ শব্দটি কতবার উল্লেখ হয়েছে?
উত্তর: ৪ বার।
প্রশ্ন: আল-কুরআনে ‘আহমাদ’ নাম কতবার উল্লেখ হয়েছে?
উত্তর: ১বার।
প্রশ্ন: সাহাবার মধ্যে কার নাম কুরআনুল কারিমে উল্লেখ হয়েছে?
উত্তর: রাসুল সা.-এর পালকপুত্র হযরত যায়েদ বিন হারেছা রা.-এর নাম।
প্রশ্ন: মহিলাদের মধ্যে কার নাম কুরআনুল কারিমে উল্লেখ হয়েছে?
উত্তর: ঈসা আ.-এর মাতা মারইয়াম আ.-এর নাম।
প্রশ্ন: আরবি মাসের মধ্যে কোন মাসের নাম কুরআনুল কারিমে উল্লেখ হয়েছে?
উত্তর: রমজান মাসের নাম।
প্রশ্ন: কুরআনে কার উপনাম ব্যবহার করা হয়েছে?
উত্তর: আবূ লাহাবের নাম। তার আসল নাম আব্দুল উজ্জা।
প্রশ্ন: কোন কোন সূরাতে ‘আল্লাহ’ নামটি উল্লেখ হয়নি?
উত্তর: সূরা ক্বামার, রহমান ও ওয়াকিয়াহ; পরপর ৩টি সূরাতে ‘আল্লাহ’ শব্দ উল্লেখ হয়নি।
প্রশ্ন: কোন সুরার প্রত্যেক আয়াতে ‘আল্লাহ’ নামটি উল্লেখ রয়েছে?
উত্তর: সূরা মুজাদালার প্রত্যেক আয়াতে ‘আল্লাহ’ নামটি উল্লেখ রয়েছে।
প্রশ্ন: কোন সুরার অপর নাম ‘সূরা ক্বিতাল’?
উত্তর: সূরা মুহাম্মাদ।
প্রশ্ন: কোন সুরাকে ‘সুরাতুন নবি’ বলা হয়?
উত্তর: সূরা তাহরীমকে।
প্রশ্ন: কোন সুরার অপর নাম ‘সূরা ইসরা’?
উত্তর: সূরা বনী ইসরাইল।
প্রশ্ন: কোন সুরার অপর নাম ‘সূরা গাফির’?
উত্তর: সূরা মুমিন।
প্রশ্ন: কোন সুরার অপর নাম ‘সুরাতুন নিসা আস সুগরা’?
উত্তর: সূরা তালাক।
প্রশ্ন: কোন সুরার অপর নাম ‘সূরা ইনসান’?
উত্তর: সূরা দাহর।
প্রশ্ন: কোন সুরার অপর নাম ‘সূরা ফুসসিলাত’?
উত্তর: সূরা হা-মীম সাজদাহ।
প্রশ্ন: কুরআন মাজীদের অর্ধাংশ কি?
উত্তর: সূরা কাহফের ১৯নং আয়াতের وَلْيَتَلَفَّظْ”” শব্দ।
প্রশ্ন: কুরআন মাজীদের দুটি আয়াতে আরবি ভাষার মোট ২৮টি অক্ষরের সবগুলিই ব্যবহার হয়েছে; কোন সুরার কত নং আয়াতে?
উত্তর: সূরা আলে ইমরানের ১৫৪ নং এবং সূরা ফাহিরের ২৯ নং আয়াতে।
প্রশ্ন: সূরা ফাতিহার শেষে ক্রোধ ভাজন ও ভ্রষ্ট কারা?
উত্তর: ইয়াহুদী ও খ্রিষ্টানরা।
প্রশ্ন: যারা কিতাব পড়ে অথচ আমল করে না, কুরআনে তাদের উপমা কি?
উত্তর: : যারা কিতাব পড়ে অথচ আমল করে না, কুরআনে তাদের উপমা হলো: বোঝা বহনকারী গাধা এবং হাঁপাতে থাকা কুকুর।
প্রশ্ন: যারা আল্লাহর যিকর, কুরআন ও দ্বীন শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেয়, কুরআনে তাদের জন্য রয়েছে দুটি শাস্তি; একটি দুনিয়াতে এবং অপরটি আখেরাতে। সেগুলো কি কি?
উত্তর: দুনিয়াতে সংকীর্ণতাময় জীবন এবং আখেরাতে অন্ধ হয়ে হাশর।
প্রশ্ন: কোন রাত্রিতে ১ রাকাত নামাজ পড়লে ৩০ হাজার রাকাত অপেক্ষা বেশি নামাজ পড়া হয়?
উত্তর: শবে কদরে।
প্রশ্ন: এ দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত কি?
উত্তর: ইসলাম।
প্রশ্ন: আল-কুরআনে ঘোষিত কোন ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ?
উত্তর: যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে।
প্রশ্ন: কোন সুরার ব্যাপারে ইমাম শাফেয়ী রহ, বলেন যে, তা ছাড়া কুরআনের অন্য সুরা নাজিল না হলে যথেষ্ট ছিল?
উত্তর: সূরাতুল আসর।
প্রশ্ন: দাড়ি রাখা সকল নবি ও মুমিনদের বৈশিষ্ট্য। কুরআন মাজিদে এক নবীর দাড়ির কথা উল্লেখ হয়েছে। তিনি কোন নবি?
উত্তর: হযরত হারুন আ.।
প্রশ্ন: তিন সময়ে শিশুরাও কক্ষে প্রবেশ করতে অনুমতি নেবে; কোন কোন সময়?
উত্তর: ফজরের আগে, যোহরের আরামের সময় ও এশার পর।
প্রশ্ন: প্রসিদ্ধ ৫টি তফসীরের নাম বলুন।
উত্তর: তফসীর ইবনে কাসীর, ফাতহুল কাদীর, তাবারী, কুরতুবী, বাগাবী।
প্রশ্ন: রাসুল সা.-এর সবচেয়ে বড় ও চিরন্তন মু’জিযা কি?
উত্তর: আল-কুরআন।
প্রশ্ন: মুজাদিলাহ একটি সুরার নাম। এর অর্থ : বিতর্ককারিণী। তিনি কোন মহিলা ছিলেন?
উত্তর: খাওলাহ বিনতে সা’লাবাহ রা.।
প্রশ্ন: কুরআনুল কারিমে এমন কাফেরের দৃষ্টান্ত কি, যে ইসলামের আহ্বান শোনে না?
উত্তর: কবরবাসী।
প্রশ্ন: কুরআনুল কারিমে দান ও তার প্রতিদানের উদাহরণ কী?
উত্তর: একটি বীজের মত, যা সাতটি শিষ উৎপন্ন করে এবং প্রত্যেক শিষে ১০০টি শস্য থাকে।
প্রশ্ন: কুরআনুল কারিমে জ্ঞানী-মূর্খ বা শিক্ষিত-অশিক্ষিত এর উদাহরণ কী?
উত্তর: চক্ষুষ্মান ও অন্ধ, আলো ও অন্ধকার।
প্রশ্ন: কুরআনুল কারিমে সুনাম-সুখ্যাতির উদ্দেশ্যে দান করার উদাহরণ কী?
উত্তর: শক্ত পাথরের মত যার উপর কিছু মাটি থাকে, অতঃপর তার উপর প্রবল বৃষ্টিপাত তাকে মসৃণ করে রেখে দেয়।
প্রশ্ন: কুরআনুল কারিমে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দানের উদাহরণ কি?
উত্তর: একটি বাগান, যাতে মুষলধারে বৃষ্টি বর্ষিত হয়। ফলে তার ফল-মূল দ্বিগুণ জন্মে।
প্রশ্ন: অবিশ্বাসী বা কাফেররা সুদকে কার মত মনে করে?
উত্তর: ব্যবসার মত ।
প্রশ্ন: ঈসা আ.-এর জন্ম কার সাথে সাদৃশ্য রাখে?
উত্তর: আদমের জন্মের সাথে সাদৃশ্য রাখে।
প্রশ্ন: কুরআনুল কারিমে পার্থিব জীবনের উদাহরণ কীভাবে দেওয়া হয়েছে?
উত্তর: বৃষ্টি বর্ষণের পর সবুজ ঘাসের মত, যা ধীরে ধীরে হলুদ হয়ে খড়কোটায় পরিণত হয়।
প্রশ্ন: কালেমা তাইয়িবার উদাহরণ কি?
উত্তর: বারোমাসি ফলের বিশাল গাছ, যার মূল সুদৃঢ় ও শাখাপ্রশাখা আকাশে বিস্তৃত।
প্রশ্ন: কুরআনুল কারীমে আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করার দৃষ্টান্ত কীসের মত?
উত্তর: মাকড়সার জাল। আল্লাহ তায়ালা বলেন: ‘যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, যে ঘর বানায়। আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো দুর্বলতম, যদি তারা জানত ।’ (সুরা আনকাবুত, ৪১)
প্রশ্ন: কুরআনুল কারিমে পুনরুত্থানের দৃষ্টান্ত কি?
উত্তর: শুকনো যমিনে বৃষ্টির পর ঘাস গজানোর মত।
প্রশ্ন: কুরআনুল কারিমে আল্লাহর নূরের দৃষ্টান্ত কীভাবে উল্লেখ রয়েছে?
উত্তর: তাকের ভিতর কাচের প্রদীপের মত।
প্রশ্ন: শয়তানের মাথার কীসের সাথে সাদৃশ্য রাখে?
উত্তর: যাক্কুম গাছের সাথে।
প্রশ্ন: প্রবাল-পদ্ম রাগ স্বরূপ কাদেরকে বলা হয়েছে?
উত্তর: জান্নাতী স্ত্রীদেরকে।
প্রশ্ন: সুরক্ষিত মুক্তা সদৃশ কারা?
উত্তর: গিলমান (জান্নাতী সেবক কিশোরেরা)।
প্রশ্ন: কবর থেকে পুনর্জীবিত হয়ে উঠে কিয়ামতে সমবেত হওয়ার উদাহরণ কী?
উত্তর: বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়।
প্রশ্ন: কীসের দৃষ্টান্ত দিতে গিয়ে হলুদ বর্ণের উটের কথা বলা হয়েছে?
উত্তর: জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গের দৃষ্টান্ত দিতে গিয়ে হলুদ বর্ণের উটের কথা বলা হয়েছে ।
প্রশ্ন: কুরআনুল কারিমে স্বামী-স্ত্রীর দৃষ্টান্ত কি?
উত্তর: এক অপরের লেবাস।
প্রশ্ন: যারা চোখ থাকতে ভালো জিনিস দেখে না, কান থাকতে ভালো কথা শোনে
না এবং হৃদয় থাকতে অনুধাবন করে না, তাদের উপমা কেমন?
উত্তর: তারা হলো চতুষ্পদ জন্তু।
প্রশ্ন: কোন দেশের আইনে চুরির শাস্তি স্বরূপ চোরকে দাস বানানো হতো?
উত্তর: প্রাচীন মিসরের আইনে ইউসুফ আ. -এর যুগে।
প্রশ্ন: আরবের একটি রাষ্ট্রের নাম ৪ বার কুরআনে উল্লিখিত হয়েছে। কোনটি?
উত্তর: মিশর।
প্রশ্ন: জাহান্নামের ফিরিশতা কয় জন?
উত্তর: ১৯ জন।
প্রশ্ন: সর্বপ্রথম কুরআনুল কারীম ছাপা হয় কোথায়?
উত্তর: ইটালিতে।