মাওলানা আব্দুল মালেক হাফি. বলেন: কিসমুল ফিকহি ওয়ার ইফতার দুটি প্রধান উদ্দেশ্য –
- ফতোয়া নবীসী অর্থাৎ সুন্দরভাবে ফতোয়া-চর্চা করা।
- তাফাক্কুহ অর্জন করা। অর্থাৎ দ্বীনের সুগভীর জ্ঞান অর্জন ও নিজের মধ্যে উন্নত মানসিকতা তৈরি করা।
তবে কিসমুল ফিকহের প্রাতিষ্ঠানিক নেসাবে অধ্যয়নরত একজন তালিবুল ইলমের জন্য প্রথমটাই হবে মূল লক্ষ্য। আর প্রথমটিতে মনোযোগী হলে তাফাক্কুহ অর্থাৎ শরিয়তের গভীর বোধশক্তিও বেশ পরিমাণে অর্জিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে পরবর্তীতে তাফাক্কুহ এর জন্যও পূর্ণরূপে আত্মনিয়োগ করতে হবে।
তথ্যসূত্র:
ফতোয়া লেখার কলাকৌশল: ১৬