বিশ্ব আরবী ভাষা দিবস উপলক্ষ্যে মারকাজুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ গত ১৮ই ডিসেম্বর ১দিন ব্যাপূ সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল: اللغه العربيه لغه الفنون والشعر (আরবি ভাষা শিল্প ও কবিতার ভাষা।) সেমিনারে উপস্থিত ছিলেন মারকাজুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দিন ফারুকী হাফি. সহ অন্যান্য শিক্ষক ও ছাত্রবৃন্দ।
আয়োজিত সেমিনারে কুরআনুল কারীম তেলাওয়াত, নাশিদ ও কসিদা পাঠসহ আরবী ভাষার শ্রেষ্ঠত্বের বিভিন্ন দিক মুহাদারায় তুলে ধরেন মারকাজের ছাত্র ও শিক্ষকবৃন্দ। সেমিনারের সমাপনী বক্তব্যে শায়েখ মহিউদ্দিন ফারুকী হাফি. আরবী ভাষা চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের এর প্রতি উদ্ভূদ্ধ করেন।