আমরা মুসলিম জাতী। এটিই আমাদের একমাত্র পরিচয়। আল্লাহ তায়ালা আমাদেরকে পূর্ণাঙ্গ দ্বীন দান করেছেন। যাতে প্রতিটি বিধান সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে। আমাদের কথাবার্তা, চালচলন এবং বেশ-ভূশা যেন ইসলামী শিষ্টাচারের বিপরীত না হয়; সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা জরুরি।
আমরা আমাদের দৈনন্দিন কথা-বার্তায় প্রচুর পরিমাণে ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি। যা অনুচিত এবং ইসলামী তাহজীব-তামাদ্দুনের সাথে বিপরীত। তাই একজন মুসলিম হিসেবে নিম্নোক্ত বাক্যগুলো পরিহার করে চলা অত্যাবশ্যকীয়।
যে সকল বাক্য পরিহার করা উচিত:
“Ok” বলবেন না।
বলুন “ইনশাআল্লাহ”।
“Wow” বলবেন না।
বলুন “সুবহানাল্লাহ”।
“Great” বলবেন না।
বলুন “মাশাআল্লাহ”।
“I am fine” বলবেন না।
বলুন “আলহামদুলিল্লাহ”।
“Thanks” বলবেন না।
বলুন “যাযাকাল্লাহ”।
“Take care bey” বলবেন না।
বলুন “ফি আমানিল্লাহ”।
“Hello” বলবেন না।
বলুন “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ”।