আমরা দৈনন্দিন জীবনে বহু আরবী বাক্য ব্যবহার করে থাকি। যেগুলোর অর্থ আমাদের অজানা। এমনই অজানা আরবী বাক্যের অর্থ এবং বাক্যগুলো ব্যবহারের স্থান নিয়ে আলোচনা করা হবে।
আরবী বাক্যাংশের অর্থ:
‘সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’
অর্থ: আল্লাহ তাঁর উপর করুণা ও শান্তি বর্ষণ করুন! (মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামের পর ব্যবহৃত হয়।)
‘আলাইহিস সালাম’
অর্থ: তাঁর উপর শান্তি বর্ষিত হোক! (সাধারণত নবীদের নামের পর ব্যবহৃত হয়। )
‘আলাইহাস সালাম’
অর্থ: তাঁর উপর শান্তি বর্ষিত হোক! (মহীয়সী নারীর নামের পর ব্যবহৃত হয়।)
‘আলাইহিমাস সালাম’
অর্থ: উভয়ের উপর শান্তি বর্ষিত হোক! (দুজন নবির নাম একসাথে এলে, শেষোক্ত নামের পর ব্যবহৃত হয়।)
‘আলাইহিমুস সালাম’
অর্থ: তাঁদের উপর শান্তি বর্ষিত হোক! (দুয়ের অধিক নবির নাম একসাথে এলে, শেষোক্ত নামের পর ব্যবহৃত হয়। )
‘রদিয়াল্লাহু আনহু’
অর্থ: আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হোন! (সাহাবীর নামের পর ব্যবহৃত হয়।)
‘রদিয়াল্লাহু আনহা’
অর্থ: আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হোন! (মহিলা সাহাবীর নামের পর ব্যবহৃত হয়।)
‘রদিয়াল্লাহু আনহুমা’
অর্থ: আল্লাহ উভয়ের উপর সন্তুষ্ট হোন! (দুজন সাহাবীর নাম একসাথে এলে, শেষোক্ত নামের পর ব্যবহৃত হয়।)
‘রদিয়াল্লাহু আনহুম’
অর্থ: আল্লাহ তাঁদের উপর সন্তুষ্ট হোন! (দুয়ের অধিক সাহাবির নাম একসাথে এলে, শেষোক্ত নামের পর ব্যবহৃত হয়।)
“রদিয়াল্লাহু আনহুন্না’
অর্থ: আল্লাহ তাঁদের উপর সন্তুষ্ট হোন! (দুয়ের অধিক মহিলা সাহাবির নাম একসাথে এলে, শেষোক্ত নামের পর ব্যবহৃত হয়।)
‘রহিমাহুল্লাহ’
অর্থ: আল্লাহ তাঁর প্রতি দয়া করুন! (যে কোনো মৃত সৎ ব্যক্তির নামের পর ব্যবহৃত হয়। )
‘রহমাতুল্লাহি আলাইহি’
অর্থ: আল্লাহ তাঁর প্রতি রহমত বর্ষণ করুন! (যে কোনো মৃত সৎ ব্যক্তির নামের পর ব্যবহৃত হয়। )
‘হাফিজাহুল্লাহ’
অর্থ: আল্লাহ তাঁকে রক্ষা করুন! (এটি দোয়া মূলক বাক্য, যা সৎ ব্যক্তির নামের পর ব্যবহৃত হয়। )
‘আলহামদু লিল্লাহ’
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। (এ টি আল্লাহও কৃতজ্ঞতা আদায়ের জন্য ব্যবহৃত হয়। )
‘সুবহানাল্লাহ’
অর্থ: আল্লাহ মহান। (আল্লাহ তায়ালার বিশেষ নিয়ামত দৃষ্টিগোচর হলে এটি পাঠ করতে হয়।)
‘মাশাআল্লাহ’
অর্থ: আল্লাহ যা ইচ্ছা তাই করেন। (আল্লাহ তায়ালার বিশেষ নিয়ামত দৃষ্টিগোচর হলে এটি পাঠ করতে হয়।)
‘আল্লাহু আকবর’
অর্থ: আল্লাহ মহান। (আল্লাহর প্রশংসা, আশ্চর্যজনক কোনো কিছু নজরে আসলে এটি পাঠ করতে হয়।)
‘ফি আমানিল্লাহ’
অর্থ: আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন। (বিদায়ের সময় এই বাক্যের মাধ্যমে বিদায় জানাতে হয়।)