রাসুল সা.-এর ইন্তেকালের পর আবু বকর রা. খলিফা হওয়ার পর মসজিদে নববীতে জনসম্মুখে ভাষণ প্রদান করেন। যা ইসলামী ইতিহাসে প্রেরণার উৎসমূল হিসেবে বিবেচিত। আবু বকর রা.-এর প্রদত্ব ভাষণটি হলো:
أما بعد! أيها الناس فإني قد وليت عليكم ولست بخيركم، فإن أحسنت فأعينوني، وإن أسأت فقوموني، الصدق أمانة، والكذب خيانة، والضعيف فيكم قوي عندي حتى أربح عليه حقه إن شاء الله، والقوي فيكم ضعيف حتى أخذ الحق منه إن شاء الله،
لا يدع قوم الجهاد في سبيل الله إلا ضربهم الله بالذل، ولا تشيع الفاحشة في قوم قط إلا عمهم الله بالبلاء، أطيعوني ما أطعت الله ورسوله، فإذا عصيت الله ورسوله فلا طاعة لي عليكم .
“হে লোক সকল! আমাকে তোমাদের শাসক নির্বাচন করা হয়েছে। অথচ আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ নই। ভালো কাজ করলে তোমরা আমাকে সাহায্য করবে আর মন্দ কাজ করলে সঠিক পথে নিয়ে আসবে। সত্য হলো আমানত, আর মিথ্যা হলো খেয়ানত। তোমাদের মধ্যে দূর্বল ব্যক্তি আমার কাছে শক্তিশালী, যতক্ষণ না আমি তার কাছে তার হক ফিরিয়ে দেই। ইনশা আল্লাহ! তোমাদের মধ্যে শক্তিশালী ব্যক্তিও আমার কাছে দূর্বল, যতক্ষণ না আমি তার থেকে হক ছিনিয়ে নেই।
যে সম্প্রদায় আল্লাহর রাস্তায় জিহাদ ছেড়ে দেবে, আল্লাহ তাদের অবশ্যই লাঞ্ছিত করবেন । আর কোনো সম্প্রদায়ে অশ্লীলতা বিস্তার লাভ করলে অবশ্যই আল্লাহ তাদের উপর বিপদাপদ চাপিয়ে দেন। আমি যতক্ষণ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করব, তোমরা ততক্ষণ আমার অনুসরণ করবে। যখন আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা করব, তখন তোমাদের জন্য আমার আনুগত্য আবশ্যক নয়।
উক্ত বক্তব্যে আবু বকর রা.-এর বিনয়ীভাব, সত্যের উপর অবিচলতা এবং অন্যায়কাজে বাধা প্রদানের সৎ সাহসিকতা ফুটে উঠে।