মাকতাবা শামিলা (আরবি: المكتبة الشاملة, ইংরেজি: Al-Maktabah Al-Shamila) বা মাকতাবায়ে শামেলার পূর্ণ নাম হলো: আল মাকতাবাতুশ শামিলাহ; যার বাংলা অর্থ: বিশ্বকোষ লাইব্রেরি। একটি একটি আরবি ভাষা ভিত্তিক সমৃদ্ধ ওপেন ই-লাইব্রেরি; যাতে প্রায় ৯ হাজার কিতাব, প্রবন্ধ, রচনা, অভিধান রয়েছে। এটি المكتبة التعاوني للدعوة بالروضة সংস্থার পক্ষ থেকে সকলের জন্য ব্যবহার উপযোগী হিসেবে তৈরি করা হয়। গণমানুষের উপকারার্থে সফটওয়্যারটি বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে।
মাকতাবা শামিলা (المكتبة الشاملة) কোন কাজে ব্যবহৃত হয়?
মাকতাবা শামিলা সফটওয়্যারটির সংস্কারের কাজ বর্তমানেও চলমান রয়েছে। বর্তমান সংস্করণ অনুযায়ী সফটওয়্যারটিতে মোট ৮৪১২টি কিতাব রয়েছে। তবে প্রতি নিয়তই বিভিন্ন কিতাব এবং বিভিন্ন কিতাবের pdf ফাইল যুক্ত করা হচ্ছে। বিভিন্ন গবেষণা, তথ্য অনুসন্ধান ও সংগ্রহ ও বিভিন্ন তাহকীকসহ প্রাথমিক পর্যায়ের নানা কাজে সফটওয়্যারটি ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে আরব বিশ্বসহ সমগ্র মুসলিম বিশ্বে সফটওয়্যারটি বেশ প্রসিদ্ধি লাভ করেছে।
মাকতাবা শামিলা (المكتبة الشاملة) তে কী কী কিতাব পাওয়া যায়?
মাকতাবা শামিলাতে মিশর, বৈরুত, সৌদি আরবসহ বহির্বিশ্বের বিভিন্ন মাকতাবা থেকে প্রকাশিত আকিকা, মতবাদ, তাফসীর, উসুলুত তাফসীর, তাজবীদ, সুন্নাহ, শুরুহুল হাদিস, তাখরিজুল হাদিস ও আতরাফ, ইলাল, উলুমুল হাদিস, চার মাজহাব, মানতেক, ফারায়েজ, ইতিহাস, জীবনী, অভিধান, সাহিত্য, কাব্য, বালাগাত, সূচী, চিকিৎসা বিদ্যা এবং অন্যান্য বিষয়ে প্রায় সাড়ে আট হাজার কিতাব রয়েছে। বিভিন্ন কিতাবের একাধিক তাহকীককৃত নুসখাও রয়েছে। এ ছাড়াও রয়েছে অপ্রকাশিত বিভিন্ন কিতাব।
বর্তমান হিসেবে মাকতাবা শামেলায় থাকা কিতাবগুলোর বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকার উপরে; যা ব্যক্তিগত উদ্যোগে অনেকের পক্ষে সংগ্রহ করা যথেষ্ট কঠিন ও দুর্বোধ্য বিষয়।
এ কাজে যারা অগ্রণী ভূমিকা রেখেছে
মাকতাবা শামেলা (Maktaba Shamela) কে সামনে এগিয়ে নিতে উল্লেখযোগ্য মাকতাবাগুলোর ভূমিকা অপরিসীম। যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে; তাদের নাম নিচে দেওয়া হলো:
• المكتبة الشاملة http://www.shamela.ws
• الموسوعة الشاملة http://www.islamport.com
• مكتبة المسجد النبوي الشريف http://www.mktaba.org
• ملتقى أهل الحديث http://www.ahlalhdeeth.com
• مكتبة المشكاة الإسلام http://www.almeshkat.net
• مكتبة صيد الفوائد http://www.saaid.net,
এ ছাড়াও আরো বেশ কিছু প্রতিষ্ঠান ভূমিকা রেখে এসেছে। তবে এক্ষেত্রে মূল ভূমিকা পালন করে المكتبة الشاملة http://www.shamela.ws তাদের উদ্যোগে সফটওয়্যারটি তৈরি হয় এবং প্রতিনিয়ত তারাই সফ্টওয়্যারে নতুন কিতাব সংযোজন করে থাকে।
মাকতাবা শামেলা (Maktaba Shamela) এর বৈশিষ্ট্য:
- এতে রয়েছে প্রয়োজনীয় সকল কিতাব। বিশেষত কুরআন, হাদিস, তাফসীর, ফিকহ, রিজাল ও ইলাল শাস্ত্রের উপর রচিত বহু গ্রন্থ রয়েছে।
- এটি সহজলভ্য ও বিনামূল্যে বিতরণ করা হয়।
- এটি ওপেনসোর্স প্রজেক্টের অন্তর্ভুক্ত।
- মাকতাবা শামেলাতে রয়েছে উন্নত সার্চ ব্যবস্থা; যা নিমিষেই কয়েক হাজার কিতাব থেকে অনুসন্ধানকৃত তথ্য বের করতে পারে।
- যেকোনো অংশ কপি করার ব্যবস্থা।
- Android , IOS ও Windows OS এ সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন।
মাকতাবা শামেলা ডাউনলোড ও ইন্সটল করার প্রয়োজনীয় দিক নির্দেশনা:
কম্পিউটারে মাকতাবায়ে শামেলার বর্তমান ভার্সন ডাউনলোড করতে ১১ জিবি আর ইন্সটল করতে ৪৯ জিবি স্পেস পাঁকা থাকতে হবে। সফটওয়্যারটি windows xp থেকে 11 পর্যন্ত সকল ভার্সনে সাপোর্ট করবে।
সফটওয়্যারটি Run করতে কমপক্ষে কম্পিউটারে ৪ জিবি RAM থাকতে হবে।
মোবাইলে সফটওয়্যারটির ইন্সটল প্রসেস খুবই সহজ। নিচের দেওয়া লিংকে ক্লিক করে Google Play Store অথবা apple store থেকে ইন্সটল বাটনে ক্লিক করলে সফটওয়্যারটি ইন্সটল হয়ে যাবে।
মাকতাবা শামেলা লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
অথবা দ্রুত ডাউনলোড করলে বিকল্প হিসেবে এখানে ক্লিক করুন
المكتبة الشاملة الذهبية বা Golden Shamela ডাউনলোড করার নিয়ম:
শামিলার নতুন সংস্করণে প্রায় আট হাজার কিতাব রয়েছে। আর তাতে প্রতি নিয়তই নতুন নতুন কিতাব সংযুক্ত করা হচ্ছে। কিন্তু, শামেলার পুরোনো সংস্করণ তথা الذهبية তে রয়েছে প্রায় ত্রিশ হাজার কিতাব।
ফলে পুরোনো সংস্করণটি ব্যবহারে বহু গ্রাহক স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে, শামিলা জাহাবিয়্যাহ বা Golden Shamela ইন্টারনেটে সহজে উপলভ্য নয়। তাছাড়া শামিলা জাহাবিয়্যাহ যে সকল ওয়েব সার্ভারে আপলোড করা রয়েছে; সেগুলো দুর্বল হওয়া তা ডাউনলোড করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়।
তাই গ্রাহকদের কথা মাথায় রেখে আমরা মাকতাবা শামিলা জাহাবিয়্যাহ (المكتبة الشاملة الذهبية) টি Mega Cloud Storage থেকে শেয়ার করছি। নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন।
শামেলা জাহাবিয়্যাহ ডাউনলোড [19.6 GB]